অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ইয়ান চ্যাপেল তীব্র সমালোচনা করেছেন ইংল্যান্ডের বর্তমান অধিনায়ক বেন স্টোকসের নেতৃত্বের। রাঁচিতে চতু🐓র্থ টেস্ট জিতে ভারত সিরিজ পকেটে পুড়ে ফেলেছিল। সেই ম্যাচে হারের জন্য বেন স্টোকসের কৌশলগত ত্রুটিকে দায়ী করেছেন ইয়ান চ্যাপেল।
চ্যাপেল রাঁচিতে চতুর্থ টেস্টে একটি গুরুত্বপূর্ণ মুহূর্তের কথা উল্লেখ করেছেন, যেখানে স্টোকসের সিদ্ধান্ত গ্রহণ নিয়ে প্রশ্ন তুলেছেন চ্যাপেল। তাঁর মতে, রাঁচি টেস্টের তৃতীয় দিন বিকেলের দ♌িকে অভিজ্ঞ জিমি অ্যান্ডারসনকে দিয়ে বল করানোর পরিবর্তে পার্ট-টাইম স্পিনার জো রুটকে নিয়ে আসেন স্টোকস। এই সুযোগটা কাজে লাগায় ভারত। এবং তারা গতি পেয়ে যায়, শেষ পর্যন্ত ম্য🅷াচের রাশ তাদের হাতেও চলে আসে।
আরও পড়ুন: ধোনির জায়গায়🎀 রোহিতকে CSK-এর অধিনায়ক চান ভারতের প্রাক্তনী
ইয়ান চ্যাপেল তাঁর মূল্যায়নে বলেছেন, ‘তৃতীয় দিন বিকেলে স্টোকসের উচিত ছিল, সেরা দুই বোলারকে দিয়ে ভারতকে চাপে 🦩রাখা। এবং অন্তত একটি উইকেট সেই দিনই ফেলে দেওয়ার জন্য মরিয়া হয়ে চেষ্টা করার প্রয়োজন ছিল। অবিশ্বাস্য ভাবে, জিমি অ্যান্ডারসনের মতো অভিজ্ঞ এবং সুযোগসন্ধানী বোলারকে উপেক্ষা করে স্টোকস বল তুলে দিয়েছিলেন জো রুটের হাতে।’
এখানেই শেষ নয়। ইয়ান চ্যাপেল শেষ দিনেও স্টোকসের স্ট্র্যাটেজির সমালোচনা করেছেন। সেই সঙ্গে তিনি দাবি করেছেন যে, স্টোকসের সতর্ক ফিল্ড প্লেসি𝓰ং𓃲 ভারতের ব্যাটসম্যানদের সিঙ্গল নেওয়ার সুযোগ করে দিয়েছিল। যার ফলে, ভারত আরও বেশি সুবিধে পেয়ে গিয়েছিল। ইংল্যান্ডের হারের এটি ছিল অন্যতম কারণ।
আরও পড়ুন: অজিদের পিছনে ফ🥂েলে টেস্টেও একে উঠল ভারত, সব ফর্ম্যাট সহ WTC পয়েন্ট টেবল ক꧙াঁপাচ্ছেন রোহিতরাই
চ্যাপেল দাবি করেছেন যে, ‘দ্বিতীয় ইনিংসে ভারতীয় ব্যাটসম্যানদের ঝুঁকি নিতে বাধ্য করার উচিত ছিল যে সময়ে, সেই সময়ে তারা সহজ ভাবেই সিঙ্গল নিতে পেরেছ🥂ে। আর এভাবেই স্টোকস তার প্রতিপক্ষকে সুবিধে করে দিয়েছিল।’
অধিন🅠ায়কত্বে সহজাত সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন চ্যাপেল। তিনি পরামর্শ দিয়েছেন যে, স্টোকস এই ধরনের চাপের পরিস্থিতিতে পাকিস্তানের জাভেদ মিয়াঁদাদের মতো অভিজ্ঞ অধিনায়কদের নেতৃত্বের কৌশল অধ্যয়ন করে উপকৃত হতে পারেন।
ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম টেস্টটি ইংল্যান্ড জিতেছিল। হায়দরাবাদে জয়ের পর থেকে ভারত বাকি চার টেস্টটি জেতে। ইংল্যান্ড ড্রও করতে পারেনি। তাদের ব্যাজবল নীতি পুরো ফ্লপ 🔜হয়েছে। এবং ল্যাজেগোবরে হয়ে বাকি চার টেস্ট হেরেছে তারা। বিরাট কোহলি, মহম্মদ শামি, কেএল রাহুলদের ছাড়া পুরো জুনিয়র ব্রিগেড নিয়েই রোহিত শর্মা ৪-১ ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে।