শুভব্রত 𒁃মুখার্জি: হায়দরাবাদে বৃহস্পতিবার সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে ভারত এবং ইংল্যান্ড। ২০২৩-২৫ বৃত্তের টেস্ট চ্যাম্পিয়নশিপের অঙ্গ এই সিরিজ। পাঁচটি টেস্ট ম্যাচ খেলা হবে এই সিরিজে। মূলত ব্যাজবল ঘরানার ক্রিকেটের বিরুদ্ধে লড়াই করতে হবে ভারতীয় দলকে। ভারতের ২২ গজ সাধারণত স্পিন সহায়ক হয়। সেখানে এই নীতি কতটা কার্যকরী হবে তা সময় বলবে। তবে এই সিরিজে ইংল্যান্ডের হয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছেন তাদের ডানহাতি ব্যাটার জো রুট সেই বিষয়ে কোন সন্দেহ নেই। ইংল্যান্ডের প্রাক্তন টেস্ট অধিনায়কের ফর্মের উপরে অনেকটাই নির্ভর করবে ভারতের মাটিতে তাদের সাফল্য। সেই তিনিই এই সিরিজে গড়তে পারেন এক অনন্য নজির।
লাল বলের ক্রিকেট অর্থাৎ টেস্টে ভারতের বিরুদ্ধে সর্বাধিক রান করার নজির গড়তে পারেন তিনি। এই মুহূর্তে দীর্ঘতম ফর্ম্যাটে ভারতের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান কর🔴েছেন প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং। তিনি করেছেন ২৫৫৫ রান। তবে পন্টিং ইতিমধ্যেই অবসর নিয়ে ফেলেছেন। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন জো রুট। তিনি করেছেন ২৫২৬ রান। অর্থাৎ পন্টিংকে স্পর্শ করতে তাঁর আর প্রয়োজন মাত্র ২৯ রান। আর ৩০ রান করলেই টপকে যাবেন পন্টিংকে। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন আরেক প্রাক্তন ইংরেজ ব্যাটার অ্যালিস্টার কুক। তিনি করেছেন ২৪৩১ রান। তালিকায় চতুর্থ স্থানে থাকা প্রাক্তন ক্যারিবিয়ান অধিনায়ক ক্লাইভ লয়েড করেছেন ২৩৪৪ রান। পঞ্চম স্থানে রয়েছেন প্রাক্তন পাকিস্তান ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ। তিনি করেছেন ২২২৮ রান।
ঘটনাচক্রে আবার ভারতের বিরুদ্ধে টেস্টে সর্বাধিক রানের গড় রয়েছে জো রুটের। ভারতের বিরুদ্ধে তাঁর রানের গড় ৬৩.১৫। এখানেই শেষ নয় ভারতের মাটিতে স্পিন সহায়ক উইকেটেও ভারতের বিরুদ্ধে জো রুটের পরিসংখ্যান বেশ ভালো। ডানহাতি এই ব্যাটার ভারতের মাটিতে এখন পর্যন্ত ১০টি টেস্ট খেলেছেন। ব্যাট করেছেন ২০টি ইনিংসে। করেছেন মোট ৯৫২ রান। গড় ৫০.১১। ভারতের মাটিতে ভারত বনাম🐼 ইংল্যান্ড টেস্ট সিরিজে সর্বাধিক রান করার নজির রয়েছে সুনীল গাভাসকরের। তিনি ২২ ম্যাচে করেছেন ১৩৩১ রান। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন অ্যালিস্টার কুক। তিনি ১৩ ম্যাচে করেছেন ১২৩৫ রান। ১৭ ম্যাচে ১০২২ রান করে তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন গুন্ডাপ্পা বিশ্বনাথ। ১৩ ম্যাচে ১০১৫ রান করে চতꦗুর্থ স্থানে রয়েছেন বিরাট কোহলি। পঞ্চম স্থানে থাকা সচিন তেন্ডুলকর ১৫ ম্যাচে ৯৬০ রান করেছেন। আর ১০ ম্যাচে ৯৫২ রান করে এই তালিকাতেই সচিনের পরেই রয়েছেন জো রুট।