ভারতের ত💖ারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা হায়দরাবাদে প্রথম টেস্টেই হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন। যে কারণে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে তিনি খেলতে ✤পারেননি। সম্প্রতি পরের তিন টেস্টের দল ঘোষণার আগে জাড্ডু তাঁর সোশ্যাল মিডিয়ায় নিজের চোট নিয়ে আপডেট দিয়েছেন।
যেহেতু বিসিসিআই বাকি টেস্ট সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করতে চলেছে, তাই পরের ৩টি টেস্ট ম্যাচে অলরাউন্ডারের অংশগ্রহণ নিয়ে অনিশ্চಞয়তার কালো মেঘ র✨য়েছে।
আরও পড়ুন: য𝔍শস্বী, শুভমন ভালো খেলেছে, তবে বাকিদেরও ব্যাটিংয়ে নজর দিতে হবে- সোজাসাপ্টা জাহির
জাদেজা যবে থেকে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন, তার𝓰 পর থেকেই তিনি সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের পোস্ট করে নিজের পুনরুদ্ধারের অগ্রগতি সম্পর্কে ভক্তদের ক্রমাগত আপডেট দিয়ে চলেছে। জাদেজা সদ্য ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন, যেখানে তাঁকে হাসিমুখে দেখা গিয়েছে। এবং পোস্টটির ক্যাপশন লিখেছেন, ‘সুস্থ হচ্ছি’।
জাদেজার এই পোস্ট থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে, তিনি এখনও সম্পূর্ণ চোট মুক্ত নন। স্বাভ⛄িক 🐟ভাবেই ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ তিন টেস্টে তাঁর খেলার সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। জাডেজা ছাড়াও লোকেশ রাহুল চোট পেয়েছিলেন প্রথম টেস্টে। তবে, রাহুল সম্ভবত তৃতীয় টেস্টে দলে ফিরছেন।
জাদেজা ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। তিনি ভারতের প্রথম ইনিংসে ৮৭ রান করেছিলেন এবং দলকে ১৯০ রানের লিড পেতে সাহায্য করেছিলেন। বাঁ-♑হাতি স্পিনার টেস্টে মোট ৫ উইকেট নিয়েছিলেন। তবে ম্যাচটি ভারত ২৮ রানে হেরে গিয়েছিল। যাইহোক, ভারত যখন চতুর্থ ইনিংসে ২৩১ রান তাড়া করছিল, জাদেজা ইংল্ꦆযান্ড অধিনায়ক বেন স্টোকসের হাতে রানআউট হয়েছিলেন। টেস্ট ম্যাচ হারার চেয়েও তখন উদ্বেগজনক হয়ে পড়েছিল, জাদেজার হ্যামস্ট্রিং ধরে প্যাভিলিয়নে ফিরে যাওয়া।
আরও পড়ুন: 🎐কোহলির জন্য♑ জায়গা ছাড়তেই হবে, শ্রেয়স ঘরোয়া ক্রিকেট খেলুক- পরামর্শ ভারতের প্রাক্তনীর
ভাইজাগ টেস্টের আগে, বিসিসিআই ঘোষণা ক꧂রেছিল যে, চোটের কারণে জাদেজা এবং কেএল রাহুল দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়েছেন। এটি নিঃসন্দেহে দলের জন্য একটি বড় ধাক্কা ছিল। বিশেষ করে যেখানে প্রথম টেস্ট হেরে ভারত সিরিজে ১-০ পিছিয়ে পড়েছিল। এর মধ্যে তারকা ব্যাটসম্যান বিরাট কোহলিকে আগেই প্রথম দুই টেস্ট থেকে সরে দাঁড়িয়েছিলেন। জাদেজা এর পর সোজা বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যান এবং ব🅺র্তমানে সেখানেই পুনর্বাসন করছেন।
দ্বিতীয় টেস্টে অবশ্য যশস্বী জয়সওয়ালের ডাবল সেঞ্চুরি এবং 💖শুভমন গিলের সেঞ্চুরির হাত ধরে ভারত দ্বিতীয় টেস্টে জয়লাভ করেছে। আর জসপ্রীত বুমরাহ তো 🐟বল হাতে আগুনে মেজাজে ছিলেন। তিনি ভাইজাগে একাই মোট ৯ উইকেট তুলে নেন।