চলতি টি২০ বিশ্বকাপে ওপেনার হিসেবে চূড়ান্ত হতাশ করেছেন বিরাট কোহলি। কোহলি এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে সাত ইনিংসে ১০.৭১ গড়ে মাত্র ৭৫ রান করেছেন। যা বিরাট কোহলির মতো তারকা প্লেয়ারের জন্য অত্যন্ত লজ্জার এবং হতাশার ꦍপরিসংখ্যান।
ব্যর্থতার ধারা চলছে বিরাটের
বৃহস্পতিবারও ২০২৪ কুড়ি ওভারের বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালের লড়াইয়ে মাত্র ৯ বলে ৯ রান করে আউট হয়ে যান তিনি। কোহলি ম্যাচের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে রিস টপলিকে ছক্কা হাঁকান। পরের বলে রান হয়নি। চতুর্থ ডেলিভারিতে বোল্ড হন কোহলি। বাঁ-হাতি পেসারের লেন্থ বলে স্টাম্প উড়ে যায় বিরাটের। এটি এবারের বিশ্বকাপে কোহলির পঞ্চম একক অঙ্কের স্কোর। তিনি আয়া💃রল্যান্ডের বিপক্ষে ১, পাকিস্তানের বিপক্ষে ৪ এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দু'টি ডাক করেছ🔯িলেন।
বাজে শট খেলে কোহলির আউট হওয়া নিয়ে ক্ষুব্ধ শাস্ত্রী
এর পরেই বৃষ্টির কারণে কিছু সময়ের জ✤ন্য খেলা বন্ধ হয়ে যায় এবং সেই বিরতিতে ভারতের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী ব্যাখ্যা করছিলেন, কী ভাবে টলির লেন্থ বলের শিকার হন কোহলি! স্টার স্পোর্টসে রবি শাস্ত্রী দাবি করেন, ‘এটা বিরাট কোহলির খেলার স্টাইলই নয়। পরিস্থিতি অনুযায়ী ওর স্বাভাবিক খেলাটা খেলা উচিত ছিল। কোহলির শেষ ওভারে সহজে বড় শট মারার ক্ষমতা থাকলেও, বাজে শট খেলে আউট হয়ে যায় ও। ও শট তৈরি করছে। যখন খারাপ ফর্মের সঙ্গে লড়াই করতে হচ্ছে, তখন এরকম ভাবে আউট হতে হয়। বিরাট কোহলির অপেক্ষা করা উচিত ছিল, কিন্তু খুব বাজে শট খেলে প্যাভিলিয়নে ফেরে ও।’
ম্যাচের সংক্ষিপ্ত ফল
বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে এবারের বিশ্বকাপের সেমিতে রোহিতের হাফসেঞ্চুরির হাত ধরে অক্সিজেন পায় টিম ইন্ডিয়া। রোহিত ৩৯ বলে ৫৭ রানের দুಌরন্ত ইনিংস খেলেন। এছাড়া এদিন ৩৬ বলে ৪৭ করেছেন সূর্যকুমার যাদব। ১৩ বলে ২৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন হার্দিক পান্ডিয়া। শেষ পাতে ৯ বলে অপরাজিত ১৭ রান করেন রবীন্দ্র জাদেজা এবং ৬ বলে ১০ করেন অক্ষর প্যাটেল। যা ভারতকে নির্দিষ্ট ২০ ওভারে ৭ উইকেটে ১৭১ রানে পৌঁছতে সাহায্য করে।
আরও পড়ুন: ভিডিয়ো- মুখ চু♚ন করে বসেছিলেন কোহলি, এল দ্রাবিড়ের সান্ত্বনার হাত, চোখ ভিজল নেটপাড়ার
সেই রান তাড়া করতে নেমে ইংল্যান্ড ১০৩ রানে গুটিয়ে যায়। হ্যারি ব্রুকের ১৯ বলে ২৫, বাটলারের ১৫ বলে ২৩, জোফ্রা আর্চারের ১৫ বলে ২১, লিয়াম লিভিংস্টোনের ১৬ বলে ১১-♛ এই হল ইংল্যান্ডের ব্যাটারদের মধ্যে দুই অঙ্কের ঘরের স্কোর। বাকিরা তো এক অঙ্কেই গড়াগড়ি খেয়েছেন। আর ভারত ৬৮ রানে জিতে ফাইনালে পৌঁছে গিয়েছে।