আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ৯ জুন মুখোমুখি হতে চলেছে ভারত এবং পাকিস্তান। এই হাইভোল্টেজ ম্যাচ ঘিরে টানটান উত্তেজনা রয়েছে। ম্যাচটি নিউ ইয়র্কে তৈরি হওয়া নতুন স্টেডিয়াম নাসাউ কাউন্টিতে অনুষ্ঠিꩵত হতে চলেছে। আর আর সে✃ই ম্যাচ ঘিরে টিকিটের চাহিদা একেবারে তুঙ্গে। কাড়াকাড়ি চলছে টিকিট নিয়ে।
প্রসঙ্গত, গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও মেলবোর্নে ভারত-পাকিস্তান ম্যাচ জুড়ে এমনই উত্তেজনা ছিল। প্রায় এক লক্ষ দর্শক উপস্থিত ছিলেন মাঠে। সেই ম্যাচে ভারতের কাছে হেরেছিল পাকিস্তান। এবার ফের আরও একটি উত্তেজক লড়াইয়ের অপেক্ষায় বিশ্ব ক্রিকেট মহল। তবে এই ম্যাচে টিকিটের যা দাম করা হয়েছে, তা নিয়ে বিতর্কের মুখে পড়েছে আইসিসি।
আরও পড়ুন: অসুস্থতার কারণে আমরা সকলে ১০০ শতাংশ দℱিতেไ পারেনি- দলের হাল ফাঁস করলেন সঞ্জু
টিকিটের মূল্য বিতর্ক
প্রাক্তন আইপিএল কর্তা ললিত মোদী প্রশ্ন তুলেছেন ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের দাম নিয়ে। ক্রিকেটের প্রচারের জন্য এবার আমেরিকায় বিশ্বকাপের আয়োজন করা হচ্ছে। কিন্তু প্রচারের চেয়ে বেশি আগ্রাধিকার পাচ্ছে লাভের অঙ্ক। যে 𝔉কারণে আইসিসি-র তীব্র সমালোচনা করেছেন ললিত মোদী। আসলে নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই হাইভোল্টেজ ম্যাচের জন্য ডায়মন্ড ক্লাব বিভাগের এক এಞকটি টিকিট বিকোচ্ছে ২০ হাজার ডলারে অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৭ লাখের কাছাকাছি (১৬ লক্ষ ৬৬৬ হাজার মতো)।
আরও পড়ুন: T20 World Cup-এ বিরাটকে দিয়ে ওপেন করানোটা বেশ ঝ🐽ুঁকির হবে- দাবি কোহলির প্রাণের বন্🌟ধু ডি'ভিলিয়ার্সের
ললিত মোদী এক্স হ্যান্ডলে টুইট করে লিখেছেন, ‘এটা জেনে অবাক হয়ে গিয়েছি যে, ভারত-পাকিস্তান ম্যাচের জন্য আইসিসি ডায়মন্ড ক্লাব বিভাগের এক একটি টিকিট ২০ হাজার ডলারে বিক্রি করছে। অথচ মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ করার কারণ বলা হয়েছিল, ক্রিকেটের প্রসার এবং ভক্তদের আনন্দ দেওয়া। টিকিট বিক্রি করে লাভ করার জন্য এ🦂খানে বিশ্বকাপ করা হচ্ছে না।’
আরও পড়ুন: BCCI-এর প্রস্তাবের কথা স্বীকার করলেও, আগ্রহী নন পন্টিং, ভারতের কো𒁏চ হতে অরাজি অ্যান্ডি ফ্লাওয়ারও
আইসিসি🦋র মতে, ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের দাম তিনশো ডলার (এখন বিক্রি হয়ে গেছে) থেকে ১০ হাজার ডলার পর্যন্ত করা হয়েছে। তবে সম্প্রতি ইউএসএ টুডে প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। কিছু কিছু টিকিটের দাম এক কোটি টাকাও উঠেছে। এই খবর প্রকাশ্যে আসার পরেই চাঞ্চল্য ছড়িয়েছে। এবং তার পরেই ললিত মোদীও টুইট কᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚরেছেন।
ভারতের বিশ্বকাপের সূচি
১ জুন থেকে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফাইনাল হবে ২৯ জুন। ভারত তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ৫ জুন নিউইয়র্কেই। আয়ারল্যান্ডের বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচ। এই একই ভেন্যুতে ৯ জুন তারা পাকিস্তানের মুখোমুখি হবে। এছাড়াও এই গ্🎀রুপে রয়েছে আমেরিকা এবং কানাডাও।