আধুনিক ক্রিকেটে উইকেটের পিছনে দুর্দান্ত সব ক্যাচ ধরতে দেখা গিয়েছে কিপারদের। আবার কিপারদের অতি সহজ ক্যা𝄹চ মিস করতেও দেখা যায় হামেশাই। তবে রবিবার ভারতের বিরুদ্ধে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ম্যাচে যেভাবে ক্যাচ ধরলꦕেন পাকিস্তানের যুব দলের উইকেটকিপার সাদ বেগ, তেমনটা কদাচিৎই চোখে পড়ে।
এক্ষেত্রে ভাগ্য বোলার ও কিপারের সঙ্গ দেয় বলা চলে। নিছক দুর্ভাগ্যের শিকার হয়েই সাজঘꦿরে ফ🔥িরতে হয় ভারতের ওপেনার আদর্শ সিংকে।
রবিবার দুবাইয়ে আইসিসি ক্রিকেট অ্যাকাডেমির মাঠে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ম্যাচে সম্মুখসমরে নামে ভারত-পাকিস্তান। টস জিতে ভারতকে শুরুতে ব্যাট করতে পাঠান পাক দলনায়ক তꦓথা উইকেটকিপার সাদ। ভারত মাত্র ৪৬ রানে ২ উইকেট হারিয়ে চাপে 𒁏পড়ে যায়। সেখান থেকে ক্যাপ্টেন উদয় সাহারানের সঙ্গে জুটি বেঁধে ভারতকে ১০০ রানের গণ্ডি পার করান ওপেনার আদর্শ সিং।
ই🌼তিমধ্যে আদর্শ ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন। তিনি ৩টি চা꧙র ও ১টি ছক্কার সাহায্যে ৭০ বলে ৫০ রানের গণ্ডি টপকান। শেষে ইনিংসের ৩২তম ওভারে পাকিস্তানের বাঁ-হাতি স্পিনার আরাফত মিনহাসের শিকার হয়ে মাঠ ছাড়েন আদর্শ।
৩১.২ ওভারে আরাফতের অফ-স্টাম্পের বাইরের বলে জোরালো সুইপ শট মারার চেষ্টা করেন আদর্শ। বল ব্যাটে ঠিক মতো কান🐭েক্ট হয়নি। বল আদর্শর ব্যাটের কানায় লেগে প্রথমে উইকেটকিপারের বক্সে গিয়ে আঘাত করে। পরে সেখান থেকে ছিটকে কিপারের দু'পায়ের ফাঁকে আটকে যায় বল। অম্পায়ার এক্ষেত্রে বোলার-কিপারের আবেদনা সাড়া দিয়ে আঙুল তোলেন। ফলে ব্যক্তিগত ৬২ রানের মাথায় সাজঘরে ফিরতে হয় আদর্শকে। ৮১ বলের কার্যকরী ইনিংসে ভারতের ওপেনার ৪টি চার ও ১টি ছক্কা মারেন। ভারত দলগত ১৩৯ রানে ৩ উইকেট হারায়।