নিউইয়র্কে বৃষ্টির পূর্বাভাস আগে থেকেই ছিল। সেই মতো রবিবার সকালে ভারত বনাম পাকিস্তান ম্যাচে ট✤স হওয়ার আগেই বৃষ্টি নামে। যার জেরে টস পিছিয়ে যায়। টস হয় আধ ঘণ্টা পরে। অর্থাৎ ম্যাচ যে সময়ে শুরু 🍨হওয়ার কথা, সেই সময়ে। ভারতীয় সময়ে রাত ৮টায় টস হওয়ার পর অবশ্য ফের বৃষ্টি নামে।
আরও পড়ুন: বিরাটের জুতোর সমানও নয়… বাবরের সঙ্গে কোহলির তুলনা টানা নিয়ে সরব পাক প🐓্রাক্তনী
কোহলির ফুটবল স্কিল
যাইহোক বৃষ্টিতে খেলা বন্ধ থাকার ফাঁকেই বিরাট কোহলিকে বেশ চনমনে মেজাজে ভাবে পাওয়া গিয়েছে। তাঁকে টিমের বাকি সদস্যদের সঙ্গে চুটিয়ে ফুটবল খেলতে দেখা গিয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে একেবারে ফুরফুরে ছিলেন কোহলি। তিনি তাঁর ফুটবল স্কিল দেখিয়ে যুজবেন্দ্র চাহাল, সঞ্জু স্যামসনদের একেবারে চমকে দিয়েছেন। আর সেই ভিডিয়োই প্রকাশ্যে আসতে হুহু করে ﷽ভাইরাল হয়েছে।
পিছিয়েছে টস, ম্যাচও হল দেরীতে শুরু
এদিন বৃষ্টি থামার পর রাত ৮টায় অনুষ্ঠিত হয় টস। পাকিস্তান অধিনায়ক বাবর আজম টস জেতেন। আর টস জিতে তিনি প্রথমে বল করার সিদ্ধান্ত নেন। রোহিত শর্মাও জানিয়ে দেন যে, তিনিও টস জিতলে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিতেন। এদিকে টসের পর ফের বৃষ্টি নামে। এতে আরও পিছিয়ে যা♛য় ম্যাচের সময়। ম্যাচ শুরু হয় ভারতীয় সময় অনুযায়ী রাত ৮টা ৫০ মিনিটে। দু'দফায় ম্যাচ শুরুর সময় পিছিয়ে গেলেও, কোনও ওভার কাটা যায়নি। অর্থাৎ, ম্যাচ হবে পুরো ২০ ওভারের।
পাকিস্তানের বিরুদ্ধে কোহলির রেকর্ড
১) বিরাট কোহলি টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ১৩২.৭৫ স্ট্রাইকরেটে൩ মোট ৩০৮ রান করেছেন। যা এই টুর্নামেন্টে এক প্রতিপক্ষর বিরুদ্ধে কোনও ক্রিকেটারের করা সর্বোচ্👍চ রান।
২) টি২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলির ৪টি 🦋হ൩াফসেঞ্চুরি রয়েছে।
৩) টি২০ ব💃িশ্বকাপের ইতিহাসে পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলি ৩০টি চার ম🌳েরেছেন।
৪) প𒁃াকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে তিন বার প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন বিরাট।
৫) সংক্ষিপ্ততম ফর্ম্যওাটের বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলির সর্বাধিক রান অপরাজিত ৮২।
আরও পড়ুন: রেকর্ড গড়ে দু'শোর উপর স্কোর অজিদের, ওয়ার্না🃏দের কাছে ✨৩৬ রানে হেরে চাপে পড়ল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা
ভারতের একাদশ- রোহিত শর্মা (ক🏅্যাপ্টেন), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শিবম দুবে, ঋষভ পন্ত (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ এবং আর্শদীপ সিং।
পাকিস্তানের একাদশ- বাবর আজম (ক্যাপ্টেন), মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), উসমান খান, ফখর জামান, শাদব খান, ইফতিখার আহমেদ🐠, ইমদ ওয়াসিম, শাহিন আফ্রিদি, হ্যারিস রউফ, নাসিম শাহ এবং মহম্মদ ꧂আমির।