India vs Pakistan, T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর প্রথম গ্রুপ ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দাপুটে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। এবার এ-গ্রুপের দ্বিতীয় ম্যাচে ভারতের প্🐟রতিপক্ষ ছিল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। টি-২০ বিশ্বকাপের মুখোমুখি সাক্ষাতে পাকিღস্তানের থেকে কার্যত একতরফাভাবে এগিয়ে ভারতীয় দল। তবে তাই বলে কোনওভাবেই খাটো করে দেখার উপায় ছিল না পাকিস্তানকে। শেষমেশ লো-স্কোরিং থ্রিলারে শেষ হাসি হাসেন রোহিত শর্মারা। বাবর আজমরা তাদের প্রথম গ্রুপ ম্যাচে দুর্বল আমেরিকার কাছে সুপার ওভারে পরাজিত হন। এই অবস্থায় ভারতের কাছে দ্বিতীয় ম্যাচও হেরে বসে পাকিস্তান। ফলে টুর্নামেন্ট থেকে পাকিস্তানের ছিটকে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়ে যায়।
IND vs PAK, T20 World Cup 2024 Live: শেষ হল ভারত-পাক ম্যাচের লাইভ ব্লগ
ভারত বনাম পাকিস্তান টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর এ-গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচটির লাইভ ব্লগ শেষ হল এখানেই। ম্যাচের প্রতিটি মুহূর্তের বি😼স্তারিত বিবরꦑণ জানতে চোখ রাখুন এই ব্লগে।
IND vs PAK, T20 World Cup 2024 Live: ছিটকে যাওয়ার আশঙ্কায় পাকিস্তান
পাকিস্তান তাদের প্রথম ম্যাচে আমেরিকার কাছে হারে। এবার দ্বিতীয় ম্যাচে তারা পরাজিত হয় টিম ইন্ডিয়ার কাছে। পাকিস্তান আয়ারল্যান্ড ও কানাডার বিরুদ্ধে তাদের শেষ ২টি ম্যাচ জিতলেও ৪ পয়েন্টের বেশি সংগ্রহ করতে পারবে না। ওদিকে আমেরিকা ইতিমধ্যেই ৪ পয়েন্ট সংগ্রহ করেছে। তারা যদি বাকি ২টি ম্যাচ থেকে কোনও পয়েন্ট সংগ্রহ করতে পারে, তাহলে প্রথম ꦰরাউন্ড থেকেই ছিটকে যেতে হবে পাকিস😼্তানকে। সেক্ষেত্রে ভারতের সঙ্গে সুপার এইটে চলে যাবে আমেরিকা।
IND vs PAK, T20 World Cup 2024 Live: ম্যাচের সেরা বুমরাহ
৪ ওভারে মাত্র ১৪ রানের বিনিময়ে ৩টি উইকেট নেওয়া জসপ্রীত বুমরাহ ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন। উল্লেখ্য, আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম ম্যাচেরও সেরা ক্রিকেটার হয়েছিলেন বুমরাহ। সুܫতরাং, বিশ্বকাপের পরপর ২টি ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতলেন বুমরাহ।
IND vs PAK, T20 World Cup 2024 Live: রুদ্ধশ্বাস জয় ভারতের
শেষ ওভারে আর্শদীপের চতুর্থ ও পঞ্চম বলে পরপর ২টি চার মারেন নাসিম শাহ। শেষ বলে জয়ের জন্য ৮ রান দরকার ছিল পাকিস্তানের। ১ রানের বেশি সংগ্রহ করতে পারেননি নাসিম। ওভারে ১১ রান ওঠে। ভারতের ১১৯ রানের জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১১৩ রানে আটকে যায়। ৬ রানে ম্যাচ জেতে ভারত। নাসিম ৪ বলে ১০ রান করে অপরাজিত থাকেন। আর্শদীপ ৪ ওভারে ৩১ রান খরচ করে ১টি উইকেট তুলে নেন। আরও পড়ুন:- Scott Edwards Reverse Scoop: ঠিক যেন ডানহাতি পꦰন্ত! হুবহু ঋষভের মতোই রিভার্স স্কুপে নরকিয়াকে ছক্কা এডওয়ার্🐼ডসের- ভিডিয়ো
IND vs PAK, T20 World Cup 2024 Live: ইমদকে ফেরালেন আর্শদীপ
১৯.১ ওভারে আর্শদীপ সিংয়ের বলে ঋষভ পন্তের দস্তানায় ধরা পড়েন ইমদ ওয়াসিম। ২৩ বলে ১৫ রান করেন তিনি। মার🌳েন ১টি চার। পাকিস্তান ১০২ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন নাসিম শাহ।
IND vs PAK, T20 World Cup 2024 Live: ইফতিখারকে ফেরালেন বুমরাহ
১৯তম ওভারে বল করতে আসেন জসপ্রীত বুমরাহ। ১৮.৬ ওভারে বুমরাহর বলে আর্শদীপের হাতে ধরা পড়েন ইফতিখার আহমেদ। ৯ বলে ৫𝄹 রান করেন ত𝄹িনি। ওভারে ৩ রান ওঠে। পাকিস্তান ১০২ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শাহিন আফ্রিদি। জিততে শেষ ওভারে ১৮ রান দরকার পাকিস্তানের। বুমরাহ ৪ ওভারে ১৪ রান খরচ করে ৩টি উইকেট নিয়েছেন।
IND vs PAK, T20 World Cup 2024 Live: ২ ওভারে ২১ রান দরকার পাকিস্তানের
১৮তম ওভারে বল করতে আসেন মহম্মদ সিরাজ। তাঁর ওভারে ৯ রান ওঠে। ১৮ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৫ উইকেটে ৯৯ র✤ান। জিততে ২ ওভারে ২১ রান দরকার পাকিস্তানের। ১৩ রানে ব্যাট করছেন ইমদ। ৫ রান করেছেন ইফতিখার। সিরাজ ৪ ওভারে ১৯ রান খরচ করেছেন। কোনও উইকেট পাননি।
IND vs PAK, T20 World Cup 2024 Live: শাদবকে ফেরালেন হার্দিক
১৭তম ওভারে বল করতে আসেন হার্দিক পান্ডিয়া। ১৬.৩ ওভারে হার্দিক পান্ডিয়ার বলে ঋষভ পন্তের দস্তানায় ধরা পড়েন শাদব খান। ৭ বলে ৩ রান করেন তিনি। ৮৮ রানে ৫ উইকেট হারায় পাকিস্তান। ব্🔥যাট করতে নামেন ইফতিখার আহমেদ। ওভারে ৫ রান ওঠে। ১৭ ওভার শেষে পাকিস্꧟তানের স্কোর ৫ উইকেটে ৯০ রান। জিততে ৩ ওভারে ৩০ রান দরকার পাকিস্তানের। ইমদ ১০ রানে ব্যাট করছেন। ১ রান করেছেন ইফতিখার। হার্দিক ৪ ওভারে ২৪ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।
IND vs PAK, T20 World Cup 2024 Live: অক্ষরের ওভারে ২ রান
১৬তম ওভারে বল করতে আসেন অক্ষর প্যাটেল। ওভারে ২ রান ওঠে। ১৬ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৪ উইকেটে ৮৫ রান। জিততে ৪ ওভারে ৩৫ র💯ান দরকার তাদের। ইমদ ৮ রানে ব্যা꧂ট করছেন। ২ রানে ব্যাট করছেন শাদব। অক্ষর ২ ওভারে ১১ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
IND vs PAK, T20 World Cup 2024 Live: রিজওয়ানের স্টাম্প ছিটকে দিলেন বুমরাহ
১৪.১ ওভারে জসপ্রীত বুমরাহর বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন মহম্মদ রিজওয়ান। ৪৪ বলে ৩১ রান করেন তিনি। মারেন ১টি চার ও ১টি ছক্কা। পাকিস্তান ৮০ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শাদব খান। ওভারে ৩ রান ওঠে। ১৫ ওভার শেষে পাকিস্তানের সܫ্কোর ৪ উইকেটে ৮৩ রান। জিততে ৫ ওভারে ৩৭ রান দরকার পাকিস্তানের। ৭ রানে ব্যাট করছেন ইমদ। ১ রান করেছেন শাদব। বুমরাহ ৩ ওভারে ১২ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।
IND vs PAK, T20 World Cup 2024 Live: ৬ ওভারে ৪০ রান দরকার পাকিস্তানের
১৪তম ওভ♋ারে বল করতে আসেন আর্শদীপ সিং। দ্বিতীয় বলে চার মারেন ইমদ ওয়াসিম। ওভারে ৭ রান ওঠে। ১৪ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৩ উইকেটে ৮০ রান। ৩১ রানে ব্যাট করছেন রিজওয়ান। ৫ রান করেছেন ইমদ। আর্শদীপ ৩ ওভারে ২১ রান খরচ করেছেন। জিততে ৬ ওভারে ৪০ রান দরকার পাকিস্তানের।
IND vs PAK, T20 World Cup 2024 Live: ফখরকে ফেরালেন হার্দিক
১২.২ ওভারে হার্দিক পান্ডিয়ার বলে ফখর জামানের অনবদ্য ক্যাচ ধরেন ঋষভ পন্ত। ৮ বলে ১৩ রান করেনꦏ তিনি। মারেন ১টি চার ও ১টি ছক্কা। পাকিস্তান ৭৩ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ইমদ ওয়াসিম। ওভারে ১ রান ওঠে। ১৩ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৩ উইকেটে ৭৩ রান। রিজওয়ান ৩০ রানে ব্যাট করছেন। ৩ ওভারে ১৯ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন হার্দিক পান্ডিয়া।
IND vs PAK, T20 World Cup 2024 Live: আর্শদীপের ওভারে ৬ রান
১২তম ওভারে বল করতে আসেন আর্শদীপ ๊সিং। তাঁর ওভারের প্রথম বলে চার মারেন ফখর জামান। ওভারে ৬ রান ওঠে। ১২ ওভার শেষে পাকিস্তানের স্কোর ২ উইকেটে ৭২ রান। ২৯ রানে ব্যাট করছেন রিজওয়ান। ১৩ রান করেছেন ফখর জামান। আর্শদীপ ২ ওভারে ১৫ রান খরচ করেছেন।
IND vs PAK, T20 World Cup 2024 Live: উসমানকে ফেরালেন অক্ষর
১১তম ওভারে বল করতে আসেন অক্ষর প্যাটেল। তাঁর ওভারের প্রথম বলেই আউট হন উসমান খান। আম্পায়ার এলবিডব্লিউর আবেদনে সাড়া দেননি। রিভিউ নিয়ে সাফল্য পায় ভারত। ১৫ বলে ১৩ রান করেন উসমান। মারেন ১টি চার। পাকিস্তান ৫৭ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ফখর জামান।𒁏 তিনি ওভারের চতুর্থ বলে ছক্কা মারেন। ওভারে ৯ রান ওঠে। ১১ ওভার শেষে পাকিস্তানের স্কোর ২ উইকেটে ৬৬ রান। রিজওয়ান ২৮ রানে ব্যাট করছেন। ৮ রান করেছেন ফখর।
IND vs PAK, T20 World Cup 2024 Live: শেষ ১০ ওভারে ৬৩ রান দরকার পাকিস্তানের
দশম ওভাꦫরে বল করতে আসেন রবীন্দ্র জাদেজা। ওভারের শেষ বলে চার মারেন রিজওয়ান। ওভারে ৬ রান ওঠে। ১০ ওভার শেষে পাকিস্তানের স্কোর ১ উইকেটে ৫৭ রান। জিততে শেষ ১𝔍০ ওভারে তাদের দরকার ৬৩ রান। রিজওয়ান ২৭ রানে ব্যাট করছেন। ১৩ রান করছেন উসমান। জাদেজা ২ ওভারে ১০ রান খরচ করেছেন।
IND vs PAK, T20 World Cup 2024 Live: উসমানকে রান-আউট করার সুযোগ হাতছাড়া পান্ডিয়ার
নবম ওভারে হার্দিকের⛎ প্রথম বলেই রান-আউট হতে হতে বাঁচেন উসমান। হার্দিক বল স্টাম্পে লাগাতে পারেননি। ওভারের তৃতীয় বলে চার মারেন উসমান। ওভারে ৯ রান ওঠে। ৯ ওভার শেষে পাকিস্তানের স্কোর ১ উইকেটে ৫১ রান। ২২ রানে ব্যাট করছেন রিজওয়ান। ১২ রানে ব্যাট করছেন উসমান। হার্দিক ২ ওভারে ১৮ রান খরচ করেছেন।
IND vs PAK, T20 World Cup 2024 Live: জাদেজার ওভারে ৪ রান
অষ্টম ওভারে বল করতে আসেন রবীন্দ্র জাদ𝔍েজা।൩ ভারত প্রথমবার স্পিন আক্রমণ শানায়। ওভারে ৪ রান ওঠে। ৮ ওভার শেষে পাকিস্তানের স্কোর ১ উইকেটে ৪২ রান। রিজওয়ান ২০ রানে ব্যাট করছেন। ৫ রান করেছেন উসমান।
IND vs PAK, T20 World Cup 2024 Live: সিরাজের ওভারে ৩ রান
সপ্তম ওভারে বল করতে আসেন মহম্মদ সিরাজ। ওভারে মোটে ৩ রান ওঠে। ৭ ওভার শেষে পাকিস্তানের স্কোর ১ উইকেটে ৩৮ রান। রিজওয়ান ১৮ রানে ব্যাট করছেন।ꦕ ৩ রান করেছেন উসমান। সিরাজ ৩ ওভারে ১০ রান খরচ করেছেন।য
IND vs PAK, T20 World Cup 2024 Live: পান্ডিয়াকে ছক্কা রিজওয়ানের
ষষ্ঠ ওভারে বল করতে আসেন হার্দিক পান্ডিয়া। তাঁর ওভারের তৃতীয় বলে ছক্কা মারেন মহম্মদ রিজওয়ান। ওভারে ৯ রান ওঠে। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে পাকিস্তানের স্কোর ১ উইকেটে ৩৫ রান। রিজওয়ান ১৭ রানে ব্যাট করছেন। ২৩ বলের ইনিংসে তিনি 🌼১টি ছক্কা মেরেছেন।
IND vs PAK, T20 World Cup 2024 Live: বুমরাহর বলে বাবরের দুরন্ত ক্যাচ ধরলেন সূর্য
৪.৩ ওভারে বুমরাহর বলে চার মারেন𓃲 বাবর আজম। ৪.৪ ওভারে বুমরাহর বলে স্লিপে বাবর আজমের দুরন্ত ক্যাচ ধরেন সূর্যকুমার যাদব। ১০ বলে ১৩ রান করেন পাক দলনায়ক। মারেন ২টি চার। পাকিস্তান ২৬ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন উ💝সমান খান। বুমরাহ ২ ওভারে ৯ রান খরচ করে ১টি উইকেট তুলে নেন। রিজওয়ান ১০ রানে ব্যাট করছেন
IND vs PAK, T20 World Cup 2024 Live: জীবনদান পেলেন বাবর
৩.১ ওไভারে মহম্মদ সিরাজের বলে তাঁর হাত থেকেই জীবনদান পান বাবর আজম। ওভারে ২ রান ওঠে। ১ রান আসে লেগ-বাই হিসেবে। ৪ ওভার শেষে পাকিস্তানের স্কোর বিনꦏা উইকেটে ২১ রান। বাবর ও রিজওয়ান উভয়েই ব্যক্তিগত ৯ রানে ব্যাট করছেন। সিরাজ ২ ওভারে ৭ রান খরচ করেছেন।
IND vs PAK, T20 World Cup 2024 Live: রিজওয়ানের সহজ ক্যাচ ছাড়লেন দুবে
তৃতীয় ওভারে বল করতে আসেন জসপ্রীত বুমরাহ। তাঁর ওভারের প্রথম বলেই ২ রান নেন রিজও🍃য়ান। চতুর্থ বলে রিজওয়ানের অতি সহজ কﷺ্যাচ ছাড়েন শিবম দুবে। ওভারে ৪ রান ওঠে। ৩ ওভার শেষে পাকিস্তানের স্কোর বিনা উইকেটে ১৯ রান। বাবর ৯ ও রিজওয়ান ৮ রানে ব্যাট করছেন।
IND vs PAK, T20 World Cup 2024 Live: সিরাজের ওভারে ৬ রান
দ্বিতীয় ওভারে বল ক🃏রতে আসেন মহম্মদ সিরাজ। প্রথম বলেই চার মারেন বাবর আজম। ওভারে ৬ রান ওঠে। ২ ও꧋ভার শেষে পাকিস্তানের স্কোর বিনা উইকেটে ১৫ রান। বাবর ৮ ও রিজওয়ান ৫ রানে ব্যাট করছেন।
IND vs PAK, T20 World Cup 2024 Live: রান তাড়া শুরু পাকিস্তানের
মহম্মদ রিজওয়ানকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন পাক দলনায়ক বাবর আজম। ভারতের হয়ে নতুন বলে দৌড় শুরু করেন আর্শদীপ সিং। প্রথম বলে ৩ রান নেন রিজওয়ান। বাবর দ্বিতীয় বলে ৩ রান নেন। প্রথম ওভারে কোনও উইকেট না হারি🦹য়ে ৯ রান সংগ্♍রহ করে পাকিস্তান।
IND vs PAK, T20 World Cup 2024 Live: অল-আউট ভারত
১৯তম ওভারে বল করতে আসেন শাহিন আফ্রিদি। তাঁর প্রথম বলে ২ রান নেন মহম্মদ সিরাজ। দ্বিতীয় বলেও ২ রান নেন তিনি। তৃতীয় বলেও ওঠে ২ রান। শেষ বলে রান-আউট হন আর্শদীপ। ওভারে ৬ রান ওঠে। ভারত ১৯ ওভারে ১১৯ রানে অল-আউট হয়ে যায়। ১৩ বলে ৯ রান করেন আর্শদীপ। ৭ বলে ৭ রান করে অপরাজি🔥ত থাকেন সিরাজ। শাহিন ৪ ওভারে ২৯ রান খরচ করে ১টি উইকেট দখল করেন। সুতরাং, জয়ের জন্য পাকিস্তানের দরকার ১২০ রান।
IND vs PAK, T20 World Cup 2024 Live: পরপর ২ বলে হার্দিক ও বুমরাহকে ফেরালেন হ্যারিস
১৮তম ওভারে বল করতে আসেন হ্যারিস রউফ। তাঁর প্রথম বলে চার মারেন হার্দিক পান্ডিয়া। তৃতীয় বলে ২ রান নেন তিনি। ১৭.৪ ওভারে হ্যারিসের বলে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে ইফতিখার আহমেদের হাতে ধরা পড়েন হার্দিক। ১২ বলে ৭ রান করেন হার্দিক। ভারত ১১২ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জসপ্রীত বুমরাহ। তিনি প্রথম বলেই ইমদ ওয়াসিমের হাতে ধরা পড়েন। গোল্ডেন ডাকে মাঠ ছাড়েন বুমরাহ। ভারত ১১২ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মহম্মদ সিরাজ। তিনি ওভারের শেষ বলে ১ রান নেন। ১৮ ওভার শেষে ভারতের স্কোর ৯ উইকেটে ১১৩ রান। হ্যারিস ৩ ওভারে ২১ র🌃ান খরচ করে ৩টি উইকেট নিয়েছেন
IND vs PAK, T20 World Cup 2024 Live: আমিরকে বাউন্ডারি আর্শদীপের
১৭তম ওভারে বল করতে আসেন মহম্মদ আমির। তাঁর প্রথম বলে চার মারেন আর্শদীপ। চতুর্থ বলে ২ রান নেন তিনি। ওভারে ৬ রান ওঠে। ১৭ ওভার শেষে ভারতের স্কোর ৭ উইকেটে ১০৬ রান। ৯ রানে ব্যাট করছেন আর্শদীপ। ꦑআমির ৪ ওভারে ২৩ 🤡রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।
IND vs PAK, T20 World Cup 2024 Live: ১০০ ছুঁল ভারত
১৬তম ওভারে ফের বল করতে আসেন নাসিম শাহ। তাঁর ওভারে ৩ রান ওঠে। ১৬ ওভার শেষে ভারতের স্কোর ৭ উইকেটে ১০൩০ রান। ৩ রানে ব্যাট করছেন আর্শদীপ। ৮ বলে ১ রান করেছেন হার্দিক। নাসিম ৪ ওভারে ২১ রান খরচ করে ৩টি উইকেট নিয়েছেন।
IND vs PAK, T20 World Cup 2024 Live: পরপর ২ বলে পন্ত ও জাদেজাকে ফেরালেন আমির
১৪.১ ওভারে মহম্মদ আমিরের বলে বাবর আজমের হাতে ধরা পড়েন ঋষভ পন্ত। ৩১ বলে ৪২ রান করেন তিনি। মারেন ৬টি চার। ভারত ৯৬ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রবীন্দ্র জাদেজা। তিনি প্রথম বলেই সাজঘরে ফেরেন। ১৪.২ ওভারে আমিরের বলে ইমদ ওয়াসিমের হাতে অতি সহজ ক্যাচ দেন জাদেজা। গোল্ডেন ডাকে মাঠ ছাড়েন জাদেজা। ভারত ৯৬ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আর্শদীপ সিং। আমির হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া করেন। ১৫ ওভার শেষে ভারতের স্কোর ৭ উইকেট⛦ে ৯৭ রান। হার্দিক ৭ বল খেলেও এখনও খাতা খুলতে পারেননি। ১ রান করেছেন আর্শদীপ। আমির ৩ ওভারে ১৭ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন
IND vs PAK, T20 World Cup 2024 Live: নাসিমের তৃতীয় শিকার দুবে
১৩.২ ওভারে নাসিম শাহর বলে তাঁর হাতেই সহজ ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন শিবম দুবে। ৯ বলে ৩ রান করে মাঠ ছাড়েন শিবম। ভারত ৯৫ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হার্দিক পান্ডিয়া। তিনি ওভারের শেষ বলে ফ্রি-হিটে কোনও রান সংগ্রহ 𒁏করতে পারেননি ১৪ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৫ উ🐷ইকেটে ৯৬ রান। নাসিম ৩ ওভারে ১৮ রান খরচ করে ৩টি উইকেট নিয়েছেন।
IND vs PAK, T20 World Cup 2024 Live: ইমদের ওভারে ৪ রান
১৩তম ওভারে ফের বল করতে আসেন ইমদ ওয়াসিম। ওভারে ৪ রান ওঠে। ১ রান আসে লেগ-বাই হিসেবে। ১৩ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ৯৪ রান। পন্ত ৪১ রানে ব্যাট করছেন। ৩ রান করেছেন দুবে। ইমদ ৩ ওভারে ১৭ রান খꦑরচ করেছেন।
IND vs PAK, T20 World Cup 2024 Live: সূর্যকুমারকে ফেরালেন হ্যারিস রউফ
১২তম ওভারে🍃 বল করতে আসেন হ্যারিস রউফ। ১১.২ ওভারে রউফের বলে মহম্মদ আমিরের হাতে সহজ ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সূর্যকুমার যাদব। ৮ বলে ৭ রান করেন তিনি। মারেন ১টি চার। ভারত ৮৯ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শিবম দুবে। তিনি ওভারের শেষ বলে ১ রান নেন। ১২ ওভার শেষে ভারতের স𒁏্কোর ৪ উইকেটে ৯০ রান। ২ ওভারে ১৪ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন হ্যারিস।
IND vs PAK, T20 World Cup 2024 Live: ইমদকে রিভার্স শটে বাউন্ডারি পন্তের
১১তম ওভারে পুনরায় বল করতে আসেন ইমদ ওয়াসিম। তাঁর ওভারের চতুর্থ বলে রিভার্স শটে চার মারেন ঋষভ পন্ত। ওভারে ৮ রান ওঠে। ১১ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ৮৯ রান। পন্ত ২💧৭ বলে ৪০ রান করেছ🀅েন। ৭ রানে ব্যাট করছেন সূর্য। ইমদ ২ ওভারে ১৪ রান খরচ করেছেন।
IND vs PAK, T20 World Cup 2024 Live: রউফের ওভারে ৩টি চার
দশম ওভারে বল করতে আসেন হ্যারিস রউফ। তাঁর ♉ওভারে পরপর ৩টি চার মারেন ঋষভ পন্ত। ওভারে ১৩ রান ওঠে। অর্ধেক ইনিংস শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ৮১ রান। পন্ত ২৩ বলে ৩৪ রান করেছেন। মেরেছেন ৫টি চার। ৪ বলে ৫ রান করেছেন 🔯সূর্যকুমার যাদব।
IND vs PAK, T20 World Cup 2024 Live: তৃতীয়বার জীবনদান পেলেন ঋষভ পন্ত
৮.১ ওভারে ইমদ ওয়াসিমের বলে বড় শট নেওয়ার চেষ্টায় বল হাওয়ায় ভাসিয়ে বসেন ঋষভ পন্ত। তবে ক্যাচ ধরতে পারেননি উসমান। ওভারে ৬ রান ওঠে। ৯ ওভ🐽ার শেষে ভারতের স্কোর ৩ উইকে𝕴টে ৬৮ রান। পন্ত ২১ রানে ব্যাট করেছেন। ৫ রান করেছেন সূর্য।
IND vs PAK, T20 World Cup 2024 Live: অক্ষরকে ফেরালেন নাসিম
৭.৪ ওভারে নাসিম শাহর বলে জোরালো শট নিতে গিয়ে বোল্ড হন অক্ষর প♌্যাটেল। ১৮ বলে ২০ রান করেন অক্ষর। মারেন ২টি চার ও ১টি ছক্কা। ভারত দলগত ৫৮ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সূর্যকুমার যাদব। তিনি ওভারের শেষ বলে চার মারেন। ৮ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ৬২ রান। পন্ত ১৭ ও সূর্য ৪ রানে ব্যাট করছেন। নাসিম ২ ওভারে ১৬ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।
IND vs PAK, T20 World Cup 2024 Live: ইফতিখারের ওভারে ৭ রান
সপ্তম ওভারে বল করতে আসেন ইফতিখার আহমেদ। ওভারের শেষ বলে চার মারেন অক্ষর প্যাটেল। ওভারে ৭ রান ওঠে। ৭ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৫৭ রান। অক্ষর ২০ রানে ব্যাট করছেন। ১৬ রানে ব্যাট করছেন ঋষভ🐻 পন্ত।
IND vs PAK, T20 World Cup 2024 Live: ২ বলে ২ বার জীবনদান পেলেন পন্ত
ষষ্ঠ ওভারে পুনরায় বল করতে আসেন মহম্মদ আমির। তাঁর প্রথম বল পন্তের ব্যাটের কানা নিয়ে স্লিপ অঞ্চল দিয়ে বাউন্ডারির বাইরে চলে যায়। ক্যাচ ধরতে পারেননি  ✨;ইফতিখার। দ্বিতীয় বলে ফের বড় শট নেওয়ার চেষ্টা করেন পন্ত। এবার ক্যাচ মিস করেন উসমান। ৩ রান নেন পন্ত। চতুর্থ বলে ১ রান নেন অক্ষর। পঞ্চম বল পন্তের ব্যাটের কানা নিয়ে স্লিপের উপর দিয়ে বাউন্ডারির বাইরে চলে যায়। ওভারে ১২ রান ওঠে। পাওয়ার প্লে-র ৬ ওভারে ভারত ২ উইকেট হারিয়ে ৫০ রান তোলে। ঋষভ ৯ বলে ১৫ রান করেছেন। মেরেছেন ২টি চার। ১২ বলে ১৫ রান করেছেন অক༺্ষর। আমির ২ ওভারে ১৬ রান খরচ করেছেন।
IND vs PAK, T20 World Cup 2024 Live: শাহিনকে চার-ছক্কা অক্ষরের
পঞ্চম ওভারে ফের বল করতে আসেন শাহিন আফ্রিদি। তাঁর প্রথম বলেই চার মারেন অক্ষর প্যাটেল। যদিও শটে আ🏅ত্মবিশ্বাস ছিল না। দ্বিতীয় বল বাউন্সার করার চেষ্টা করেন শাহিন। অক্ষর দুর্দান্ত আপার কাটে ছক্কা হাঁকান। তৃতীয় বলে ১ রান নেন অক্ষর। প💧ঞ্চম বলে ১ রান নেন পন্ত। শেষ বলে ২ রান নেন অক্ষর। ওভারে মোট ১৪ রান ওঠে। ৫ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৩৮ রান। অক্ষর ১০ বলে ১৪ রান করেছেন। ৫ বলে ৪ রান করেছেন ঋষভ পন্ত। শাহিন ৩ ওভারে ২৩ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
IND vs PAK, T20 World Cup 2024 Live: আমিরের ওভারে ৪ রান
চতুর্থ ওভারে বল করতে আ꧒সেন মহম্মদ আমির। তাঁর দ্বিতীয় বলে ৩ রান নেন ঋষভ পন্ত। ওভারের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে পরপর ব্যাট চালিয়েও কানেক্ট করতে পারেননি অক্ষর প্যাটেল। শেষ বলে তিনি ১ রান নেন। সুতরাং, ওভারে মোট ৪ রান ওঠে। ৪ ওভার শেষে ভারতের স✤্কোর ২ উইকেটে ২৪ রান।
IND vs PAK, T20 World Cup 2024 Live: রোহিতকে ফেরালেন আফ্রিদি
তৃতীয় ওভারে পুনরায় বল করতে আসেন শাহিন আফ্রিদি। ২.৪ ওভারে শাহিনের বলে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে হ্যারিস রউফের হাতে ধরা পড়েন রোহিত শর্মা। ১টি চার ও ১টি 🎃ছক্কার সাহায্যে ১২ বলে ১৩ রান করে মাঠ ছাড়েন হিটম্যান। ভারত দলগত ১৯ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অক্ষর প্যাটেল। ৩ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ২০ রান। ২ ওভারে ৯ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন শাহিম আফ্রিদি।
IND vs PAK, T20 World Cup 2024 Live: কোহলিকে ফেরালেন নাসিম
বৃষ্টির পরে ফের খেলা শুরু হলে ইনিংসের দ্বিতীয় ওভারে বল করতে আসেন নাসিম শাহ। তাঁর প্রথম বলেই চার মারেন কোহলি। তবে তৃতীয় বলে আউট হয়ে বসেন বিরাট। ১.৩ ওভারে নাসিমের বলে উসমান খানের হাতে ধরা পড়েন কোহলি। ৩ বলে ৪ রান করে মাঠ ছাড়েন বিরাট। ভারত দলগত ১২ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ঋষভ পন্ত। ওভারের পঞ্চম বলে চার মারেন রোহিত শর্মা। ওভারে ✅১টি উইকেট পড়লেও ১১ রান ওঠে। ২ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ১৯ রান। ১৩ রানে ব্যাট করছেন রোহিত শর্মা।
IND vs PAK, T20 World Cup 2024 Live: কখন শুরু হবে ম্যাচ?
বৃষ্টি থেমেছে। সরিয়ে নেওয়া হয়েছে কভার। খেলা পুনর𝓀ায় শুরু হবে স্থানীয় সময় অনুযায়ী ১২ টার সময়। অর্থাৎ, ভারতীয় সময় অনুযায়ী খেলা শুরু হবে রাত ৯টা♑ ৩০ মিনিটে। এখনও কোনও ওভার কাটা যায়নি। অর্থাৎ, খেলা হবে পুরো ২০ ওভার প্রতি ইনিংসের।
IND vs PAK, T20 World Cup 2024 Live: ফের বৃষ্টি, ক্রিকেটাররা ফিরলেন ডাগ আউটে
প্রথম ওভারের শেষেই ফের বৃষ্টি নামে নিউ ইয়র্কে। ফলে ক্রিকেটাররা ডাগ আউটে ফিরে যান। খেলা থমকে যায় সাময়িকভাবে। টসের আগে থেকে এই নিয়ে তৃতীয়বার ম্যাচে প্রভাব ফেলে প্রকৃতি। ভারি বৃষ্টি না হলেও আকাশের মুখ ভার। সুতরাং, ম্যাচর গতিপ্রকৃতি নিয়ন্ত্রণ করতে পারে বৃষ্⛄টি। এখন দেখার যে, বৃষ্টির পরে নতুন করে খেলা শুরু হলে ওভার কমে কিনা।
IND vs PAK, T20 World Cup 2024 Live: বৃষ্টির বাধা টপকে ম্যাচ শুরু
বিরাট কোহলিকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। পাকিস্তানের হয়ে নতুন বলে💜 দৌড় শুরু করেন শাহিন আফ্রিদি। উল্লেখ্য, দু'দফায় ম্যাচ শুরুর সময় পিছিয়ে গেলেও ওভার কাটা যায়নি। অর্থাৎ, ম্যাচ খেলা হবে পুরো ২০ ওভারের। শাহিন আফ্রিদির প্রথম বলে ২ রান নিয়ে খাতা খোলেন রোহিত। তৃতীয় বলে ছক্কা হাঁকান হিটম্যান। প্রথম ওভারে ভারত ৮ রান সংগ্রহ করে। ৮ 🍸রানই আসে রোহিতের ব্যাট থেকে।
IND vs PAK, T20 World Cup 2024 Live: ফের পিছিয়ে গেল ম্যাচ শুরুর সময়
দ্বিতীয়বার পিছিয়ে গেল ম্যাচ শুরুর সময়। পরিবর্তিত পরিস্থিতিতে ম্যাচ শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী রাত ৮টা ৫০ মিনিটে। উল্লেখ্য, নিউ ইয়র্কে ভারত-পাকিস্তান টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর ম্যাচ শুরু হওয়াক কথা ছিল ভারতীয় সময় অনুযায়ী রাত ৮টায়। টস অনুষ্ঠিত ෴হওয়ার কথা ছিল ৭টা ৩০ মিনিটে। ম্যাচ যদি কোনও কারণে ভেস্তে যায়। তবে উভয় দলকে ১ পয়েন্ট করে ভাগ করে দেওয়া হবে। কেননা এই ম্যাচের কোনও রিজ𒅌ার্ভ ডে নেই।
IND vs PAK, T20 World Cup 2024 Live: টসের পরে ফের বৃষ্টি
একেই বৃষ্টির জন্য একদফায় টস ও ম্যাচ শুরুর সময় পিছিয়ে দেওয়া হয়। আধ ঘণ্টা পিছিয়ে ভারতীয় সময় অনুযায়ী রান ৮টায় টস অনুষ্ঠিত হয়। তবে টসের পরে ফের বৃষ্টি নামে নিউ ইয়র্কে। সুতরাং, ফের পিছিয়ে ಌযেতে পারে ম্যাচ শুরুর সময়। এমনকি বৃষ্টি স্থায়ী হলে কমতে পারে ওভার সংখ্যা। সেক্ষেত্রে ম্যাচের দৈর্ঘ্য কমে দাঁড়াতে পারে
IND vs PAK, T20 World Cup 2024 Live: পাকিস্তানের প্রথম একাদশ
বাবর আজম (ক্যাপ্টেন), মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), উসমান খান, ফখর জামান, শাদব খান, ইফতিখার আহমেদ, ইমদ ওয়াসিম, শাহিন আফ্রিদি, হ্যারিস রউ𝄹ফ, ൩নাসিম শাহ ও মহম্মদ আমির।
IND vs PAK, T20 World Cup 2024 Live: ভারতের প্রথম একাদশ
রোহিত শর্মা (ক্যাপ্টেন), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শিবম দুবে, ঋষভ পন্ত (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা🎀, অক্ষর প্যাটেল, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ ও আর্শদীপ সিং।
IND vs PAK, T20 World Cup 2024 Live: টস হারলেন রোহিত
ভারত-পাক মহারণে টস হারলেন রোহিত শর্মা। টস জিতে পাক দলনায়ক বাবর আজম শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান টিম ইন্ডিয়াকে। সুতরাং, নিউ ইয়র্কে টস হেরে শুরুতে ব্যাট করবে ভারত। প্রত্যাশা মতোই পাকিস্তান রান তাড়া করার সিদ্ধান্ত নেয়। রোহিত শর্মা স্পষ্ট জানান যে, তিনিও টস জিতলে শুরুতে ফিল্ডিং করতেন। ভারত অপরিবর্তিত প্রথম একাদশে মাঠে নামার সিদ্ধান্ত নেন। পাকিস্তান তাদের প্রথম একাদশে ১টি বদল করে। তারা আজম খানের পরিবর্তে মাঠে নামানোর সিদ্ধান্ত নেয় ইমদ ওয়াসিমকে। উল্লখযোগ্য বিষয় হল, এদিন টসের আগে কয়েনই খুঁজে পাচ্ছিলেন না রোহিত শর্মা। ♍পরে তিনি পকেট হাতড়ে দেখেন যে, ভুল করে কয়েন পকেটে রেখে দিয়েছিলেন
IND vs PAK, T20 World Cup 2024 Live: কখন শুরু হবে ম্যাচ, জানান হল সময়
আম্পায়াররা মাঠ পরিদর্শন করে জানিয়ে দেন যে, ভারতীয় সময় অনুযায়ী রাত ৮টায় অনুষ্ঠিত হবে টস। ম্য়াচ শুরু হবে ৩০ মিনিট পরে অ✅র্থাৎ, ভারতীয় সময় অনুযায়ী রাত ৮টা বেজে ৩০ মিনিটে। কোনও ওভার কাটা যাচ্ছে না। অর্থাৎ, ২০ ওভার প্রতি ইনিংসের ম্যাচ অনুষ্ঠিত হবে।
IND vs PAK, T20 World Cup 2024 Live: নিউ ইয়র্কে চাঁদের হাট
ভারত-পাকিস্তান টি-২০ বিশ্বকাপ🌄ের ম্যাচ ঘিরে নিউ ইয়র্কে চাঁদের হাট। উপস্থিত রয়েছেন টুর্নামেন্টের দুই অ্যাম্বাসাডর যুবরাজ সিং ও শাহিদ আফ্রিদি। উপস্থিত রয়েছেন ক্রিস গেইল ও সচিন তেন্ডুলক🐟র। গেইলের জ্যাকেটে একদিকে ভারতের ভারত ও অন্যদিকে পাকিস্তানের রং। গেইলের জ্যাকেটে অটোগ্রাফ দিতে দেখা যায় বাবর আজম, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, ওয়াসিম আক্রম, সুনীল গাভাসকরদের। যুবরাজ সিং বেশ কিছুক্ষণ কথা বলেন হার্দিক পান্ডিয়ার সঙ্গে।
IND vs PAK, T20 World Cup 2024 Live: পিছিয়ে গেল টসের সময়
বৃষ্﷽টির জন্য পিছিয়ে গেল টসের সময়। যদিও বৃষ্টি থেমেছে। ক্রিকেটারদের মাঠে দেখা যাচ্ছে। আম্পায়াররা মাঠ পরিদর্শনে নেমেছেন। পিচ এখনও ঢাকা দেওয়া রয়েছে। কখন শুরু হবে খেলা, সরকারিভাবে কিছু জানানো হয়নি। ভারতীয় সময় অনুযায়🍌ী ৭টা ৪৫ মিনিটে আম্পায়াররা ফের মাঠ পরিদর্শনে নামবেন।
IND vs PAK, T20 World Cup 2024 Live: বিশেষজ্ঞদের বাজি ভারতের উপরে
ভারত-পাক লড়াইয়ে কারা ফেভারিট? ব্রডকাস্টারদের এমন প্রশ্নের জবাবে রবি শাস♏্ত্রী, সুনীল গাভাসকর, ওয়াসিম আক্রম, রামিজ রাজা, স্টিভ স্মিথ, নভজ্যোৎ সিধু, ইরফান পাঠান, হরভজন সিং, টম মুডিরা এগিয়ে রাখেন ভারতকে। একা ওয়াকার ইউনিস জানান যে, তাঁর মন বলছে পাকিস্তান জিতবে।
IND vs PAK, T20 World Cup 2024 Live: বৃষ্টি শুরু নিউ ইয়র্কে
ম্যাচ শুরুর আগে নিউ ইয়র্কে হালকা বৃষ্টি শুরু। ℱআকাশে মেঘ রয়েছে। ভারি বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনা এখনও উঁকি দিচ্ছে না এখনই। তবে বৃষ্টি স্থায়ী হলে ম্যাচ শুরুর সময় পিছিয়ে যেতে পারে। পিচ ঢাকা দেওয়া হয় তড়িঘড়ি।
IND vs PAK, T20 World Cup 2024 Live: পিচ রিপোর্ট
নিউ ইয়র্কের বাইশগজের আরচণ নিয়ে আইসিসিও শঙ্কায়। তবে তಌাদের তরফে আশ্বাস দেওয়া হয় যে, পিচ যথাসম্ভব ভালো করে তোলার চেষ্টা চলছে। ভারত-পাক ম্যাচের পিচ রিপোর্টে হরভজন ও সিধু স্পষ্ট জানান যে, এই পিচে বোলারদের জন্য পর্যাপ্ত সাহায্য রয়েছে। বিশেষ করে পেসারদের বল হঠাৎ হঠাৎ নীচু𒁏 হয়ে যেতে পারে। আবার হঠাৎ করে লাফিয়েও উঠতে পারে। পিচের বাউন্সের সঙ্গে মানিয়ে নেওয়াই হবে ব্যাটারদের আসল চ্যালেঞ্জ। সিধুদের পরামর্শ, এই পিচে টস জিতে শুরুতে ফিল্ডিং করাই বুদ্ধিমানের কাজ হবে
IND vs PAK, T20 World Cup 2024 Live: পাকিস্তানের চার বোলার কখনও আউট করতে পারেননি কোহলিকে
বিরাট কোহলি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে নাসিম শাহ, মহম্মদ আমির, হ্যারিস রউফ ও শাদব খানের সম্মিলিতভাবে ১১৩টি বলের মোকাবিলা করেছেন। তবে একবারও আউট হননি। তিনি শাহিন আফ্রিদির ২২টি বল খেলে একবার আউট হ🅠য়েছেন। তবে আফ্রিদির বিরুদ্ধে কোহলির স্ট্রাইক-রেট ১৫৪। পাকিস্তানের বিরুদ্ধে ২০২১ থেকে যে চারটি টি-২০ ইনিংস খেলেছেন কোহলি, তাঁর ব্যক্তিগত সংগ্রহ যথাক্রমে অপরাজিত ৮২, ৬০, ৩৫ ও ৫৭ রানের।
IND vs PAK, T20 World Cup 2024 Live: ত্রিমুখী লড়াই বাবর-কোহলি-রোহিতের
ভারত-পাকিস্তান ম্যাচে দু'দলের তিন ব্যাটার বিরাট কোহলি, রোহিত শর্মা ও বাবর আজমের মধ্যে ত্রিমুখী লড়াই দেখা যাবে। গত ম্যাচেই রোহিত ও কোহলিকে টপকে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সব থেকে বেশি রানের মালিক হন বাবর। এই ম্যাচে রোহিত ও কোহলির সামনে সুযোগ রয়েছে বাবরকে পিছনে ফেলে দেওয়ার। যদিও বাবরও সুযোগ পাবেন ব্যবধান বজার রাখার। আর💧ও পড়ুন:- Babar Breaks Kohli's Record: খুঁটে খুঁটে রান তুলে কোহলির বিশ্বরেকর্ড ভাঙলেন বাবর, T20I-তে রানের এভারেস্টে পাক দলনায়ক
IND vs PAK, T20 World Cup 2024 Live: চোখ থাকবে নিউ ইয়র্কের পিচে
নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের বাইশগজকে টি-২০ ক্রিকেটে উপযোগী বলা যাবে না মোটেও। আইসিসি মেনেও নিয়েছে যে, বাইশগজে কিছু সমস্যা রয়েছে। আসলে বাইশগজের অসমান বাউন্সের জন্য ব্যাটসম্যানদের কাজ নিতান্ত কঠিন হয়ে দাঁড়াচ্ছে। তার উপর এমন পিচে ব্যাটারদের চোট পাওয়ার আশঙ্♏কাও উঁকি যাচ্ছে। ভারত-পাক ম্যাচে দু'দলের পেসারদের সামলানো মোটেও সহজ হবে না ব্যাটারদের পক্ষে।
IND vs PAK, T20 World Cup 2024 Live: জমে উঠেছে সি-গ্রুপের লড়াই
টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর সি-গ্রুপের লড়াই জমে উঠেছে। পরিস্থিতি যেখানে দাঁড়িয়ে, তাতে নিউজিল্যান্ডের প্রথম রাউন্ড থেকেই বিদায় নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিস্তারিꩲত পড়ুন:- T20 World Cup 2024 Super 8 Qualification: ওয়েস্ট ইন্ডিজকে হারালেও ছিটকে যেতে পারে নিউজিল🦩্যান্ড, দেখুন সি-গ্রুপের সমীকরণ
IND vs PAK, T20 World Cup 2024 Live: কোন কোন চ্যানেলে দেখা যাবে ভারত-পাকিস্তান ম্যাচ?
টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর ম্যাচগুলি ভারতে সরাসরি সম্প্রচারিত হচ্ছে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। ভারত বনাম পাকিস্তান এ-গ্রুপের উত্তেজক ম্যাচটি দেখা যাবে স্টার স্পোর্টসের পর্দায়। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস-১, স্টার স্পোর্টস-১ এইচডি,ꦗ স্টার স্পোর্টস-২, স্টার স্পোর্টস-২ এইচডি, স্টার স্পোর্টস সিলেক্ট-২, স্টার স্পোর্টস সিলেক্ট-২ এইচডি, স্টার স্পোর্টস-১ হিন্দি, স্টার স্পোর্টস-১ হিন্দি এইচডি, স্টার স্পোর্টস-৩, স্টার স্পোর্টস ফার্স্ট, স্টার স্পোর্টস-১ তামিল, স্টার স্পোর্টস-১ তেলেগু চ্যানেলে। এছাড়া ডিডি স্পোর্টস চ্যানেলেও দেখা যাবে ভারতের বিশ্বকাপ ম্যাচগুলি।
IND vs PAK, T20 World Cup 2024 Live: মুখোমুখি লড়াইয়ের ইতিহাস
ভারত ও পাকিস্তান আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে মোট ১২ বার একে অপরের বিরুদ্ধে মাঠে নেমেছে। ৮টি ম্যাচ জিতেছে ভারত। ৩টি ম্যাচ জিতেছে পাকিস্তান। একটি ম্যাচ টাই হয় এবং সেটি বোল-আউটে জেতে টিম ইন্ডিয়া। এই ১২টি ম্যাচের মধ্যে ৭টি ম্যাচ খেলা হয়েছে টি-২০ বিশ্বকাপের আসরে। টি-২০ বিশ্বকাপে ভারত একটি বোল-আউটে জেতা ম্যাচ-সহ মোট ৬ বার হারি🧸য়েছে প🐎াকিস্তানকে। ১ বার জিতেছে পাকিস্তান।
IND vs PAK, T20 World Cup 2024 Live: কেন পাকিস্তানের উপরে চাপ থাকবে বেশি?
ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচে আগে থেকে কোনও দলকে এগিয়ে রাখা মুশকিল। ম্যাচের দিনে যে দল স্নায়ুর চাপ সামলাতে পারে, বাজিমাত করে তারাই। তবে রবিবারের ম্যাচে পাকিস্তান ক্রিকেট দলের উপরে তুলনায় চাপ থাকবে বেশি। কেননা তারা ইতিমধ্যেই একটি ম্যাচ হেরে বসেছে। আমেরিকার কাছে পয়েন্ট খোয়ানো বাবর আজমরা ভারতের কাছে হেরে বসা মানেই তাঁদের পক্ষে চার পয়েন্টের বেশি সংগ্রহ করার রাস্তা খোলা থাকবে না। সেক্ꦚষেত্রে আমেরিকা যদি আয়ারল্যান্ডকে হারিয়ে দেয়, তবে এ-গ্রুপ থেকে সুপার এইটে পৌঁছে যাবে ভারত ও আমেরিকা। বিদায় নিতে হবে পাকিস্তানকে।
IND vs PAK, T20 World Cup 2024 Live: হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে স্বাগত
হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে স্বাগত। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্🥃রিকেট স্টেডিয়ামে টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর এ-গ্রুপের হাই-ভোল্টেজ ম্যাচে সম্মুখসমরে 🐭ভারত ও পাকিস্তান। এই ম্যাচের লাইভ স্কোর ও যাবতীয় ঘটনাবলির আপডেট পাবেন এই ব্লগে।