চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলির পারফরম্যান্স সত্যিই হতাশার। এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে সাত ইনিংসে কোহলি ১০.৭১ গড়ে মাত্র ৭৫ রান করেছেন। যা কোহলির জন্য অত্যন্ত লজ্জার পরিসংখ্যান। সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধেও ৯ বলে ৯ করে বোল্ড হয়ে যান তিনি। কোহলির ফর্ম নিঃসন্দেহে টিম ইন্ডিয়ার বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তবু ভারতীয় দল ফাইনাল ম্যাচে আস্থা রাখছে বিরাটের উপরেই। প্রসঙ্গত শনিবার (২৯ জুন) বার্বাডোজে টি২০ বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত।
কোহলির পাশে সৌরভ
টুর্নামেন্টের ইতিহাসে প্রাক্তন ভারত অধিনায়ক কোহলিই শীর্ষস্থানীয় রান সংগ্রাহক। এবং তিনি ইতিমধ্যে ১২১৬ রান করে ফেলেছেন। তবে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বকালের সবচেয়ে খারাপ পারফরম্যান্স করেছেন কোহলি। যে কারণে সোশ্যাল মিডিয়াতে কোহলিকে নিয়ে তীব্র সমালোচনা চলছে। বিশ্বকাপ ফাইনালের জন্য একাদশে তাঁর জায়গা পাও❀য়া নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ 𒅌গঙ্গোাপধ্যায় অবশ্য কোহলির খারাপ সময়ে তাঁর পাশে দাঁড়িয়েছেন।
আরও পড়ুন: রোহিত স্বাধীনতা দেন, আগের বিশ্বকাপ💙েও… T20 WC ফাইনালের আগে 🍌অধিনায়ককে নিয়ে বড় দাবি বুমরাহের
সৌরভ ভক্তদের গত বছর ওডিআই বিশ্বকাপে কোহলির꧅ পারফরম্যান্সের কথা মনে করিয়ে দিয়েছেন। তিনি সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেছেন, ‘বিরাট কোহলি সম্পর্কে এরকম কিছু বলবেন না। ও সারা জীবন দুরন্ত একজন খেলোয়াড়। বিরাটের ওপেন করা চালিয়ে যাওয়া উচিত। মাত্র ✃সাত মাস আগে ও বিশ্বকাপে (ওডিআই) ৭০০ রান করেছে। ও নিজেও একজন মানুষ। কখনও কখনও ব্যর্থও হবে, এবং আপনাকে এটা মেনে নিতে হবে।’
আরও পড়ুন: এটা কোহলির খেলার স্টাইলই নয়… বাজে শট খেলে বিরাট আউট হওয়ায় ꧋তীব্র সমালোচনা শাস্ত্র🍸ীর
প্রাক্তন বিসিসিআই সভাপতি এই প্রসঙ্গে কোহলিকে ভারতের কিংবদন্তি সচিন তেন্ডুলকর এবং রাহুল দ্রাবিড়ের সঙ্গে এক আসনে বসিয়েছেন। সৌরভ বলেছেন, ‘কোহলি, তেন্ডুলকর, দ্রাবিড়রা ভারতীয় ক্রিকেটের প্রতিষ্ঠান। তিন-চারটি ম্যাচ ♕খেলতে না পারলে, তারা খারাপ প্লেয়ার হয়ে যায় না। ফাইনালে কোহলিকে দলে রাখা উচিত এবং ওরই ওপেন করা🍒 উচিত।’
রোহিত কী দাবি করেছেন?
সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর ভা𝕴রত অধিনায়ক রোহিত শর্মাও পাশে দাঁড়িয়েছিলেন বিরাট কোহলির। রোহিত দাবি করেছিলেন, ‘ও (কোহলি) একজন মানসম্পন্ন খেলোয়াড়। যে কোনও খেলোয়াড়ের সময় খারাপ যেতেই পারে। আমরা ওর ক্লাস সম্পর্কে জানি। এবং আমরা এই সমস্ত বড় ম্যাচগুলি ওর দলে থাকার গুরুত্ব বুঝি। আপনি যখন ১৫ বছর ধরে ক্রিকেট খেলেন, ফর্ম কখনও সমস্যা হয় না। ওর অভিপ্রায় আছে, ও সম্ভবত ফাইনালের জন্য নিজেকে বাঁচিয়ে রাখছে।’