India vs South Africa, T20 World Cup 2024 Final Live Score: গ্রুপ লিগের ৪টি, সুপার এইট রাউন্ডের ৩টি ও সেমিফাইনাল মিলিয়ে টুর্নামেন্টের ৮টি ম্যাচে অপরাজিত থেকে চলতি টি-২০ বিশ্বকাপের ফাইনালে ওঠে ভারত। যদিও তারা জেতে ৭টি ম্যাচ। টিম ইন্ডিয়ার একটি গ্রুপ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। এবার বিশ্বকাপের খেতাবি লড়াইয়ে ভারতের প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়ারাও আগাগোড়া টুর্নামেন্টে অপরাজিত থেকে ফাইনালের টিকিট পকেটে পোরে। দক্ষিণ আফ্রিকা গ্রুপ লিগ থেকে শুরু করে সেমিফাইনাল পর্যন্ত সব ম্যাচ 𒐪জেতে। তবে শেষ হার্ডলে ভারতের কাছে আটকে যায় দক্ষিণ আফ্রিকা। ব্রিজটাউনের ফাইনালে ভারত রুদ্ধশ্বাস জয় তুলে নেয়। এটি টিম ইন্ডিয়ার দ্বিতীয় টি-ꦬ২০ বিশ্বকাপের ট্রফি। দক্ষিণ আফ্রিকাকে থেকে যেতে হয় চোকার্স হয়েই।
IND vs SA T20 WC Final Live: শেষ হল ভারত-দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ফাইনালের লাইভ ব্লগ
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি-২০ বিশ্বকাপ ২০২😼৪-এর ফাইনাল ম্যাচটির লাইভ ব্লগ 𓄧শেষ হল এখানেই। ম্যাচের প্রতিটি মুহূর্তের বিস্তারিত বিবরণ জানতে চোখ রাখুন এই ব্লগে।
IND vs SA T20 WC Final Live: টুর্নামেন্টের সেরা জসপ্রীত বুমরাহ
ফাইনালে ৪ ওভার বল করে ১৮ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন জসপ্রীত বুমরাহ। টুর্নামেন্টে স🃏াকুল্যে ১৫টি উইকেট দখল করেন তিনি। ওভার প্রতি মাত্র ৪.১৭ রান খরচ করেন বুমরাহ। সঙ্গত কারণেই টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন জসপ্রীত।
IND vs SA T20 WC Final Live: ম্যাচের সেরা হয়েই টি-২০ থেকে অবসর কোহলির
৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৫৯ বলে ৭৬ রানের দুর্দান্ত ইনিংস খেলার সুবাদে বিশ্বকাপ ফাইনালের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন বিরাট কোহলি। পুরস্কার বিতরণী মঞ্চেই বিরাট জানিয়ে দেন, ভারতের হয়ে এটিই তাঁর শেষ আন্তর্জাতিক টি-২০ ম্যাচে। স্বাভাবিকভাবেই এটিই কোহলির শেষ টি-২০ বিশ্বকাপ। বিরাট আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর নেন বিশ্বকাপ ফাইনালের প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়ে। 🎀আরও পড়ুন:- T20 WC 2024 All Awards List: চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল ভারত? টুর্নামেন্টের সেরা হলেন কে? দেখুন সম্পূর্ণ পুরস্কার তালিকা
IND vs SA T20 WC Final Live: ১৭ বছর পরে ফের টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত
ভারতের ৭ উইকেটে ১৭৬ রানের জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৬৯ রানে আটকে যায়। ৭ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জিতে দ্বিতীয়বারের জন্য টি-২০ বিশ্বকাপ জেতে ভারত। নরকিয়া ১ ও কেশব মহারাজ ২ রানে অপরাজিত থাকেন। হার্দিক ৩ ওভারে ২০ রানের বিনিময়ে ৩টি উইকেট তুলে নেন। ২০০৭ সালের উদ্বোধনী মরশুমে ভারত প্রথমবার টি-২০ বিꦍশ্বচ্যাম্পিয়ন হয়। দীর্ঘ ১৭ বছর পরে ভারত নিজেদের দ্বিতীয় টি-২০ বিশ্বকাপের খেতাব জেতে। ভারত ২০১১ সালে শেষবার ওয়ান ডে বিশ্বকাপ জেতে। তারা শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে ২০১৩💞 সালে। সেই নিরিখে দীর্ঘ ১১ বছর পরে ফের কোনও আইসিসি ট্রফি জেতে টিম ইন্ডিয়া।
IND vs SA, T20 World Cup 2024 Final Live: শেষ ওভারে মিলার ও রাবাদাকে ফেরালেন হার্দিক
১৯.১ ওভারে হার্দিক পান্ডিয়ার বলে ডেভিড মিলারের অবিশ্বাস্য ক্যাচ ধরেন সূর্যকুমার যাদব। ১৭ বলে ২১ রান করে মাঠ ছাড়েন মিলার। তিনি ১টি চার ও ১টি ছক্কা মারেন। দক্ষিণ আফ্রিকা ১৬১ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন কাগিসো রাবাদা। তিনি ওভারের দ্বিতীয় বলে চার মারেন। ওভারের পঞ্চম বলে সূর্যকুমার যাদবের হাতে ধরা পড়েন কাগিসꩲো রাবাদা। ৩ বলে ৪ রান করেন তিনি।
IND vs SA, T20 World Cup 2024 Final Live: শেষ ওভারে ১৬ দরকার দক্ষিণ আফ্রিকার
১৯তম ওভারে বল করতে আসেন আর্শদীপ সিং। তিনি ৪ রান খরচ করেন। ১৯ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৬ উইকেটে ১৬১ রান। জিততে শেষ ওভারে ১৬ রা🅠ন দরকার তাদের। মিলার ২১ꦬ রানে ব্যাট করছেন। আর্শদীপ ৪ ওভারে ২০ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।
IND vs SA, T20 World Cup 2024 Final Live: জানসেনকে ফেরালেন বুমরাহ
১৮তম ওভারে বল করতে আসেন জসপ্রীত বুমরাহ। ১৭.৪ ওভারে বুমরাহর বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন মারকো জানসেন। ৪ বলে ২ রান করেন তিনি। দক্ষিণ আফ্রিকা ১৫৬ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন কেশব মহারাজ। ওভারে ২ রান ওঠে। ১৮ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৬ উইকেটে ১৫৭ রান। জিততে ২ ওভারে ২০ রান দরকা🅠র তাদের। ১৮ রানে ব্যাট করছেন মিলার। বুমরাহ ৪ ওভারে ১৮ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।
IND vs SA, T20 World Cup 2024 Final Live: ক্লাসেনকে ফেরালেন হার্দিক
১৬.১ ওভারে হার্দিক পান্ডিয়ার বলে ঋষভ পন্তের দস্তানায় ধরা পড়েন এনরিখ ক্লাসেন। ২৭ বলে ৫২ রান করেন তিনি। মারেন ২টি চার ও ৫টি ছক্কা। ১৫১ 💫রানে ৫ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ব্যাট করতে নামেন মারকো জানসেন। ওভারে ৪ রান ওঠে। ১৭ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৫ উইকেটে ১৫৫ রান। জিততে ৩ ওভারে ২২ রান দরকার তাদের। মিলার ১৭ রানে ব্যাট করছেন। হার্দিক ২ ওভারে ১৪ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
IND vs SA, T20 World Cup 2024 Final Live: হাফ-সেঞ্চুরি ক্লাসেনের
২টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ২৩ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন এনরিখ ক্লাসেন। ১৬তম ওভারে বুমরাহ ৪ রান খরচ করেন। ১৬ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার💫 স্কোর ৪ উইকেটে ১৫১ রান। জিততে ৪ ওভারে ২৬ রান দরকার তাদের। ক্লাসেন ৫২ ও মিলার ১৫ রানে ব্যাট করছেন। বুমরাহ ৩ ওভারে ১৬ রান খরচ করে ১টি উইক🍎েট নিয়েছেন।
IND vs SA, T20 World Cup 2024 Final Live: অক্ষরের ওভারে ২৪ রান
১৫তম ওভারে বল করতে আসেন অক্ষর প্যাটেল। প্রথম বলেই চার মারেন ক্লাসেন। তৃতীয় ও চতুর্থ বলে পরপর ২টি ছক্কা হাঁকান তিনি। পঞ্চম বলে চার মারেন ༺ক্লাসেন। ওভারে ২৪ রান ওঠে। ১৫ ওভার 🅷শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৪ উইকেটে ১৪৭ রান। ২২ বলে ৪৯ রান করেছেন ক্লাসেন। ১৪ রানে ব্যাট করছেন মিলার। অক্ষর ৪ ওভারে ৪৯ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন। জিততে ৩০ বলে ৩০ রান দরকার দক্ষিণ আফ্রিকার।
IND vs SA, T20 World Cup 2024 Final Live: কুলদীপকে চার-ছক্কা মিলারের
১৪তম ওভারে বল করতে আসেন কুলদীপ যাদব। ওভারের পঞ্চম বলে চার মারেন ডেভিড মিলার। শেষ বলে ছক্কা মারেন তিনি। ওভারে ১৪ রান ওঠে। ১৪ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৪ উইকেটে ১২৩ রান। ২৭ রানে ব্যাট করছেন ক্লাসেন𒅌। ১৪ রান করেছেন মিলার। কুলদীপ ৪ ওভারে ৪৫ রান খরচ করেছেন। কোনও উইকেট পাননি তিনি।
IND vs SA, T20 World Cup 2024 Final Live: ডি'কককে ফেরালেন আর্শদীপ
১৩তম ওভারে বল করতে আসেন আর্শদীপ সিং। দ্বিতীয় বলে চার মারেন কুইন্টন। ১২.৩ ওভারে 🅘আর্শদীপের বলে কুলদীপের হাতে ধরা পড়েন ডি'কক। ৩১ বলে ৩৯ রান করেন তিনি। মারেন ৪টি চার ও ১টি ছক্কা। ১০৬ রানে ৪ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ব্যাট করতে নামেন ডেভিড মিলার। ওভারে ৮ রান ওঠে। ১৩ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৪ উইকেটে 🍌১০৯ রান। ২৬ রানে ব্যাট করছেন ক্লাসেন। আর্শদীপ ৩ ওভারে ১৬ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।
IND vs SA, T20 World Cup 2024 Final Live: ১০০ টপকাল দক্ষিণ আফ্রিকা
১১.৩ ওভারে কুলদীপ যাদবের বলে ছক্কা হাঁকান এনরিখ 🌱ক্লাসেন। ওভারে ৮ রান ওঠে। ১২ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৩ উইকেটে ১০১ রান। ৩৫ রানে ব্যাট করছেন কুইন্টন। ২৩ রান করেছেন ক্লাসেন। কুলদীপ ৩ ওভারে ৩১ রান খরচ করেছেন।
IND vs SA, T20 World Cup 2024 Final Live: জাদেজাকে ছক্কা ক্লাসেনের
১১তম ওভারে বল করতে আসেন রবীন্দ্র জ𓆏াদেজা। ওভারের তৃতীয় বলে ছক্কা মারেন ক্লাসেন। ওভারে ১২ রান ওঠে। ১১ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৩ ♑উইকেটে ৯৩ রান। ৩৪ রানে ব্যাট করছেন কুইন্টন। ১৬ রানে ব্যাট করছেন ক্লাসেন।
IND vs SA, T20 World Cup 2024 Final Live: ১০ ওভারে ৯৬ রান দরকার দক্ষিণ আফ্রিকার
দশম ওভারে বল করতে আসেন হার্দিক পান্ডিয়া। ওভারের চতুর্থ বলে ছক্কা মারেন এনরিখ ক্লাসেন। ওভারে ১০ রান ওঠে। ১০ ওভার শেষে দক🐓্ষিণ আফ্রিকার স্কোর ৩ উইকেটে ৮১ রান। জিততে শেষ ১০ ওভারে তাদের দরকার ৯৬ রান। ২৩ বলে ৩০ রান করেছেন কুইন্টন। মেরেছেন ৩টি চার 💟ও ১টি ছক্কা। ৭ বলে ৮ রান করেছেন এনরিখ ক্লাসেন।
IND vs SA, T20 World Cup 2024 Final Live: স্টাবসকে ফেরালেন অক্ষর
নবম ওভারে ফের বল করতে আসেন অক্ষর প্যাটেল। প্রথম বলেই ছক্কা মারেন ত্রিস্তান স্টাবস। তবে ৮.৫ ওভারে অক্ষরের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন তিনি। ২১ বলে ৩১ রান করেন ত্রিস্তান। মারেন ৩টি চার ও ১টি ছক্কা। দক্ষিণ আফ্রিকা ৭০ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন এনরিখ ক্লাসেন। ৯ ওভারꦐ শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৩ উইতেটে ৭১ রান। কুইন্টন ব্যাট করছেন ২৯ রানে। অক্ষর ৩ ওভারে ২৫ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
IND vs SA, T20 World Cup 2024 Final Live: ৫০ টপকাল দক্ষিণ আফ্রিকা
অষ্টম ওভারে বল করতে আসেন কুলদীপ যাদব। প্রথম বলেই চার মারেন ত্রিস্তান স্টাবস। শেষ বলে ছক্কা মারেন কুইন্টন। ওভারে ১৩ রান ওঠে। ৮ ওভার শেষে দক্ষিণ আফ্রি𒁏কার স্কোর ২ উইকেটে ৬২ রান। কুইন্টন ২১ বলে ২৮ রান করেছেন। ১৭ বলে ২৪ রান করেছেন ত্রিস্তান। কুলদীপ ২ ওভারে ২৩ রান খরচ করেছেন।
IND vs SA, T20 World Cup 2024 Final Live: অক্ষরের ওভারে ৭ রান
সপ্তম ওভারে পুনরায় বল করতে আসেন অক্ষর প্যাটেল। ওভারের তৃতীয় বলে চার মারেন ত্রিস্তান স্টাবস। ওভারে ৭ রান 🐎ওঠে। ৭ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ২ 🉐উইকেটে ৪৯ রান। কুইন্টন ২১ ও ত্রিস্তান ১৮ রানে ব্যাট করছেন। অক্ষর ২ ওভারে ১৭ রান খরচ করেছেন।
IND vs SA, T20 World Cup 2024 Final Live: পাওয়ার প্লে-র খেলা শেষ
ষষ্ঠ ওভারে বল করতে আসেন কুলদীপ যাদব। ওভারের শেষ বলে চার মারেন কুইন্টন। ওভারে মোট ১০ রান ওঠে। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ২ উইকেটে ৪২ রান। ১৫ বলে ২০ রান করেছেন কুইন্টন। মেরেছেন ৩টি চার। ১১ বলে ১২ রান করেছেন ত্রিস্তান স্টাꦫবস। তিনি ১টি চার মেরেছেন।
IND vs SA, T20 World Cup 2024 Final Live: অক্ষরের ওভারে জোড়া বাউন্ডারি
পঞ্চম ওভারে বল করতে আসেন অক্ষর প্যাটেল। ওভারের দ্বিতীয় বলে চার মারেন ত্রিস্তান। পঞ্চম বলে চার মারেন কুইন্টন। ওভারে ১০ রান ওঠে। ৫ ওভার শেষে দক্ষিণ আফ🙈্রিকার স্কোর ২ উইকেটে ৩২ রান। কুইন্টন ১৫ ও ত্রিস্তান ৭ রানে ব্যাট করছেন।
IND vs SA, T20 World Cup 2024 Final Live: বুমরাহর ওভারে ৮ রান
চতুর্থ ওভারে ♉পুনরায় বল করতে আসেন জসপ্রীত বুমরাহ। প্রথম বলেই চার মারেন কুইন্টন। ওভারে ৮ রান ওঠে। ৪ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ২ উইকেটে ২২ রান। ১০ রানে ব্যাট করছেন কুইন্টন। বুমরাহ ২ ওভারে ১২ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
IND vs SA, T20 World Cup 2024 Final Live: মার্করামকে ফেরালেন আর্শদীপ
২.৩ ওভারে আর্শদীপের বলে ঋষভ পন্তের দস্তা🍌নায় ধরা পড়েন এডেন মার্করাম। ৫ বলে ৪ রান করেন তিনি꧟। দক্ষিণ আফ্রিকা ১২ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ত্রিস্তান স্টাবস। ৩ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ২ উইকেটে ১৪ রান। ৩ রানে ব্যাট করছেন কুইন্টন। আর্শদীপ ২ ওভারে ৮ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
IND vs SA, T20 World Cup 2024 Final Live: হেনড্রিক্সকে ফেরালেন বুমরাহ
দ্বিতীয় ওভারে বল করতে এসেই ভারতকে সাফল্য এনে দেন জসপ্রীত বুমরাহ। ১.৩ ওভারে বুমরাহর বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন রিজা হেনড্রিক্স। ৫ বলে ৪ রান করেন তিনি। দক্ষিণ আফ্রিকা ৭ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন এডেন মার্করাম। তিনি ওভারের চতুর্থ বলে চার মারেন। ২ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১ উইকেটে ১১ রান। বুমরাহ নিজের প্রথম ওভারে ৪ রা♌ন খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
IND vs SA, T20 World Cup 2024 Final Live: রান তাড়া শুরু দক্ষিণ আফ্রিকার
রিজা হেনড্রিক্সকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন কুইন্টন ডি'কক। ভারতের হয়ে বোলিং শুরু করেন আর্শদীপ সিং। দ্বিতীয় বল হেনড্রিক্সের ব্যাটের কানায় লাগলেও পন্তের দস্তানার আগে ড্রপ করে। ত⛦ৃতীয় বলে লেগ-বাই হিসেবে ১ রান ওঠে। 🤡পঞ্চম বলে ১ রান নেন কুইন্টন। শেষ বলে চার মারেন হেনড্রিক্স। প্রথম ওভারে কোনও উইকেট না হারিয়ে ৬ রান তোলে দক্ষিণ আফ্রিকা।
IND vs SA, T20 World Cup 2024 Final Live: লড়াইয়ের রসদ টিম ইন্ডিয়ার
জাদেজা শেষ ওভারের পঞ্চম বলে ২ রান নেন। ১৯.৬ ওভারে নরকিয়ার বলে মহারাজের হাতে ধরা পড়েন জাদেজা। ২ বলে ২ রান করেন তিনি। ভারত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৬ রান সংগ্রহ করে।𒉰 সুতরাং, জিততে ১৭৭ রান দরকার দক্ষিণ আফ্রিকার। হার্দিক ১টি বাউন্ডারির সাহায্যে ২ বলে ৫ রান করে নট-আউট থাকেন। নরকিয়া ৪ ওভারে ২৬ রান 🧜খরচ করে ২টি উইকেট দখল করেন।
IND vs SA, T20 World Cup 2024 Final Live: দুবেকে ফেরালেন নরকিয়া
শেষ ওভারে বল করতে আসেন নরকিয়া। তৃতীয় বলে চার মারেন শিবম দুবে। ১৯.৪ ওভারে নরকিয়ার বলে মিলারের হাতে ধরা পড়েন তিনি। ১৬ বলে ২৭ রান করে সাজঘরে ফেরেন দুবে। মারেন ৩টি চার ও ১টি ছক্কা। 🎃ভারত ১৭৪ রাꦓনে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রবীন্দ্র জাদেজা।
IND vs SA, T20 World Cup 2024 Final Live: কোহলিকে ফেরালেন জানসেন
১৯তম ওভারে বল করতে আসেন 🍰মারকো জানসেন। ওভারের দ্বিতীয় বলে চার মারেন বিরাট কোহলি। তৃতীয় বলে ২ রান নেন তিনি। চতুর্থ বলে ছক্কা মারেন বিরাট। ১৮.৫ ওভারে জানসেনের বলে রাবাদার হাতে ধরা পড়েন বিরাট। ৫৯ বলে ৭৬ রান করে🧸ন তিনি। মারেন ৬টি চার ও ২টি ছক্কা। ভারত ১৬৩ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হার্দিক পান্ডিয়া। তিনি মাঠে নেমেই চার মারেন। ওভারে ১৭ রান ওঠে। ১৯ ওভার শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ১৬৭ রান। ২২ রানে ব্যাট করছেন দুবে। জানসেন ৪ ওভারে ৪৯ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
IND vs SA, T20 World Cup 2024 Final Live: রাবাদাকে চার-ছক্কা কোহলির
১৮তম ওভারে বল করতে আসেন কাগিসো রাবাদা। ওভারের প্রথম বলে ছক্কা মারেন কোহলি। দ্বিতীয় বলে চার মারেন তিনি। তৃতীয় বলে চার মারেন বিরা🐲ট। চতুর্থ বলে ১ রান নেন তিনি। ওভারে ১৬ রান ওঠে। ১৮ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ১৫০ রান। কোহলি ৫৩ বলে ৬৪ রান করেছেন। মেরেছেন ৫টি চার ও ১টি ছক্কা। দুবে ১৩ বলে ২২ রান করেছেন। রাবাদা ৪ ওভারে ৩৬ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
IND vs SA, T20 World Cup 2024 Final Live: হাফ-সেঞ্চুরি কোহলির
১৭তম ওভারে বল করতে আসেন এনরিখ নরকিয়া। ওভারের পঞ্চম বলে ১ রান নিয়ে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন বিরাট কোহলি। ৪টি বাউন্ডারির সাহায্যে ৪৮ বলে ৫০ রান করেন বিরাট। ওভারের শেষ বলে চার মারেন শিবম দুবে। ওভারে ৮ রান ওঠে। ১৭ ওভার শেষে ভারতের স্কোর🧔 ৪ উইকেটে ১৩৪ রান। ১২ বলে ২১ রান করেছেন দুবে। নরকিয়া ৩ ওভারে ১৭ রান খরচ করেছেন
IND vs SA, T20 World Cup 2024 Final Live: শামসিকে বাউন্ডারি দুবের
১৬তম ওভার🅘ে বল করতে আসেন তাবরেজ শামসি। ওভারের পঞ্চম বলে চার মারেন শিবম দুবে। ওভারে ৮ রান ওঠে। ১৬ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ১২৬ রান। কোহলি ৪৫ বলে ৪৮ রান করেছেন। ৯ বলে ১৫ রান কর𝐆েছেন শিবম দুবে। শামসি ৩ ওভারে ২৬ রান খরচ করেছেন।
IND vs SA, T20 World Cup 2024 Final Live: জানসেনকে ছক্কা শিবম দুবের
১৫তম ওভারে বল করতে আ🌊সেন মারকো জানসেন। তাঁর ওভারের প্রথম বলেই ছক্কা মারেন শিবম দুবে। ওভারে ১০ রান ওঠে। ১৫ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ১১৮ রান। কোহলি ৪৬ রানে ব্যাট করছেন। শিবম দুবে করেছেন ৯ রান। জানসেন ৩ ওভারে ৩২ রান খরচ করেছেন।
IND vs SA, T20 World Cup 2024 Final Live: রান-আউট অক্ষর প্যাটেল
১৪তম ওভারে বল করতে আসেন কাগিসো রাবাদা। তাঁর ওভারের প্রথম বলেই ছক্কা মেরে ভারতকে ১০০ রানের গণ্ডি পার করান অক্ষর প্যাটেল। ১৩.৩ ওভারে দুর্ভাগ্যজনক রান-আউট হয়ে মাঠ ছাড়েন অক্ষর। নিশ্চিত হাফ-সেঞ্চুরি মাঠে ফেলে আসেন তিনি। ৩১ বলে ৪৭ রান করেন অক্ষর। মারেন ১টি চার ও ৪টি♎ ছক্কা। ভারত ১০৬ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শিবম দুবে। ওভারে ১০ রান ওঠে। ১৪ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৪ উইকেটে ১০৮ রান। কোহলি ৪৪ রানে ব্যাট করছেন। রাবাদা ৩ ওভারে ২০ রান খরচ 🍬করে ১টি উইকেট নিয়েছেন।
IND vs SA, T20 World Cup 2024 Final Live: নরকিয়ার ওভারে ৫ রান
১৩তম ওভারে বল করতে আসেন এনরিখ নরকিয়া। তাঁর ওভারে 📖৫ রান ওঠে। ১৩ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ৯৮ রান। ৩৮ বলে ৪৩ রান করেছেন বিরাট কোহলি। ৩৯ বলে ৪০ রান করেছেন অক্ষর প্যাটেল। নরকিয়া ২ ওভারে ৯ রান খরচ করেছেন।
IND vs SA, T20 World Cup 2024 Final Live: শামসিকে ছক্কা অক্ষরের
১২তম ওভারে বল করতে আসেন তাবরেজ শামসি। ওভারের পঞ্চম বলে ছক্কা মারেন অক্ষর প্যাটে﷽ল। ওভারে ১১ রান ওঠে। ১২ ওভার শেষে ভারতে🌌র স্কোর ৩ উইকেটে ৯৩ রান। অক্ষর প্যাটেল ২৬ বলে ৩৮ রান করেছেন। মেরেছেন ১টি চার ও ৩টি ছক্কা। কোহলি ৩৫ বলে ৪১ রান করেছেন। তিনি ৪টি চার মেরেছেন। শামসি ২ ওভারে ১৮ রান খরচ করেছেন।
IND vs SA, T20 World Cup 2024 Final Live: জানসেনের ওভারে ৭ রান
১১তম ওভারে বল করতে আসেন মারকো জানসেন। ওভারে ৭ রান ওঠে। ১১ ওভার শেষে ভারতꦐের স্কোর ৩ উইকেটে ৮২ রান। কোহলি ৩৯ রানে ব্যাট করছেন। ২৯ রান করেছেন অক্ষর প্যাটেল। জানসেন ২ ওভারে ২২ রান খরচ করেছেন।
IND vs SA, T20 World Cup 2024 Final Live: অর্ধেক ইনিংস শেষ
দশম ওভারে বল করতে আসেন তাবরেজ শামসি। তাঁর ওভারে মোট ৭ রান ওঠে। অর্ধেক ইনিংস শেষে টিম ইন্ডিয়ার স্কো𒁏র ৩ উইকেটে ৭৫ রান। ২০ বলে ২৬ রান করেছেন অক্ষর প্যাটেল। তিনি ১টি চার ও ২টি ছক্কা মেরেছেন। ২৯ বলে ৩৬ রান করেছেন বিরাট কোহলি। তিনি ৪টি চার মেরেছেন।
IND vs SA, T20 World Cup 2024 Final Live: মহারাজকে ছক্কা অক্ষরের
নবম ওভারে বোলিংয়ে ফেরেন কেশব মহারাজ। ওভারের চতুর্থ বলে ছক্কা হাঁকান অক্ষর প্যাটেল। ওভারে ৯꧒ রান ওঠে। ৯ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ৬৮ রান। ১৭ বলে ২৫ রান করেছেℱন অক্ষর। ২৬ বলে ৩১ রান করেছেন বিরাট। কেশব ৩ ওভারে ২৩ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।
IND vs SA, T20 World Cup 2024 Final Live: ৫০ টপকাল ভারত
অষ্টম ওভারে ♛ফের বল করতে আসেন এডেন মার্করাম। ওভারের তৃতীয় বলে ছক্কা মারেন অক্ষর। ওভারে ১০ রান ওঠে। ৮ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ৫৯ রা𝕴ন। কোহলি ২৪ বলে ২৯ রান করেছেন। ১৩ বলে ১৮ রান করেছেন অক্ষর প্যাটেল। মার্করাম ২ ওভারে ১৬ রান খরচ করেছেন।
IND vs SA, T20 World Cup 2024 Final Live: নরকিয়ার ওভারে ৪ রান
সপ্তম 💧ওভারে বল🗹 করতে আসেন এনরিখ নরকিয়া। ওভারে ৪ রান ওঠে। ৭ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৩ উইকেটে ৪৯ রান। বিরাট কোহলি ব্যক্তিগত ২৭ রানে ব্যাট করছেন। ১০ রান করে নট-আউট রয়েছেন অক্ষর প্যাটেল।
IND vs SA, T20 World Cup 2024 Final Live: পাওয়ার প্লে-র খেলা শেষ
ষষ্ঠ ওভারে বল করতে আসেন এডেন মার্൩করাম। ওভারের ৬ বলে ৬টি সিঙ্গল নেয় ভারত। সুতরাং, ওভারে ৬ রান ওঠে। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ৪৫রান। কোহলি ২৫ রানে ব্যাট করছেন। ৮ রান করেছেন অক্ষর প্যাটেল।
IND vs SA, T20 World Cup 2024 Final Live: সূর্যকে ফেরালেন রাবাদা
পঞ্চম ওভারে পুনরায় বল করতে আসেন কাগিসো রাবাদা। ৪.৩ ওভারে রাবাদার বলে ক্লাসেনের হাতে ধরা পড়েন সূর্যকুমার যাদব। ৪ বলে ৩ রান করেন তিনি। ভারত ৩৪ রা💫নে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অক্ষর প্যাটেল। তিনি মাঠে নেমে প্রথম বলেই চার মারেন। ওভারে ৭ রান ওঠে। ৫ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ৩৯ রান।𝐆 কোহলি ২২ ও অক্ষর ৫ রানে ব্যাট করছেন। রাবাদা ২ ওভারে ১০ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
IND vs SA, T20 World Cup 2024 Final Live: মহারাজকে বাউন্ডারি কোহলির
চতুর্থ ওভারে ফের বল করতে আসেন কেশব মহারাজ। প্রথম বলে ২ রান নেন কোহলি। চꦍতুর্থ বলে চার মারেন তিনি। ওভাꦗরে ছয় রান ওঠে। ৪ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৩২ রান। ১৫ বলে ২১ রান করেছেন কোহলি। মেরেছেন ৪টি চার। কেশব ২ ওভারে ১৪ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।
IND vs SA, T20 World Cup 2024 Final Live: রাবাদার ওভারে ৩ রান
তৃতীয় 💝ওভারে বল করতে আসেন কাগিসো রাবাদা🦄। তাঁর ওভারে ৩ রান ওঠে। ৩ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ২৬ রান। ১৫ রানে ব্যাট করছেন কোহলি। ২ রান করেছেন সূর্যকুমার যাদব।
IND vs SA, T20 World Cup 2024 Final Live: মহারাজের দ্বিতীয় শিকার পন্ত
একই ওভারে ২টি উইকেট নিলেন কেশব মহারাজ। ১.৬ ওভারে কেশবের বলে উইকেটকিপার কুইন্টন ডি'ককের দস্তানায় ধরা পড়েন ঋষভ পন্ত। সেট হওয়ার আগেই সুইপ শট খেলার চেষ্টায় আউট হন পন্ত। ২ বলে শূন্য রান করেন পন্ত। ভারত ২৩ রানে ২ উইকেট হারায়। 𒈔ব্যাট করতে নামেন সূর্যকুমার যাদব। কেশব নিজের প্রথ🍌ম ওভারে ৮ রান খরচ করে ২টি উইকেট তুলে নেন।
IND vs SA, T20 World Cup 2024 Final Live: রোহিতকে ফেরালেন মহারাজ
দ্বিতীয় ওভারে বল করতে আসেন কেশব মাহারাজ। ওভারের প্রথম ২টি বল🎀ে পরপর ২টি চার মারেন রোহিত। ১.৪ ওভারে কেশব মহারাজের বলে ক্লাসেনের হাতে ধরা পড়েন হিটম্যান। ৫ বলে ৯ রান করে সাজঘরে ফেরেন ভারত অধিনায়ক। ভারত দলগত ২৩ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ঋষভ 🤪পন্ত।
IND vs SA, T20 World Cup 2024 Final Live: প্রথম ওভারে ৩টি বাউন্ডারি কোহলির
বিরাট কোহলিকে নিয়ে ওপেন করতে নামেন রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকার হয়ে বোলিং শুরু করেন মারকো জানসেন। প্রথম বলেই ১ রান নিয়ে খাতা খোলেন রোহিত শর্মা। দ্বিতীয় ও তৃতীয় বলে পরপর ২টি চার মারেন বিরাট কোহলি। চতুর্থ বলে ২ রান নেন তিনি। ওভারের শেষ বলে ফের চার মারেন কোহলি। প্রথম 🀅ওভারে কোনও উইকেট না হারিয়ে ১৫ রান তোলে ভ💦ারত। ৫ বলে ১৪ রান করেছেন বিরাট কোহলি। ১ বলে ১ রান করেছেন রোহিত।
IND vs SA, T20 World Cup 2024 Final Live: দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশ
কুইন্টন ডি'কক (উইকেটকিপার), রিজা হেনড্রিক্স, এডেন মার্করাম (ক্যাপ্টেন), এনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ত❀্রিস্তান স্টাবস, মারকো জানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, এনরিখ নরকিয়া ও তাবরেজ শামস൲ি।
IND vs SA, T20 World Cup 2024 Final Live: ভারতের প্রথম একাদশ
রোহিত শর্মা (ক্যাপ্টেন), বিরাট কোহলি, ঋষভ পন্ত (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, শিবম ꧂দুবে, হার্দিক পান্ডিয়া (ভাইস ক্যাপ্টেন), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং ও জসপ্রীত বুমরাহ।
IND vs SA, T20 World Cup 2024 Final Live: টস জিতলেন রোহিত
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-💮২০ বিশ্বকাপের ফাইনালে টস জিতলেন রোহিত শর্মা। টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন হিটম্যান। সুতরাং, ব্রিজটাউনে রান তাড়া করবে দক্ষিণ আফ্রিকা। উভয় দলই তাদের সেমিফাইনালের অপরিবর্তিত একাদশ নিয়ে ফাইনালে মাঠে নামার সিদ্ধান্ত নেয়।
IND vs SA, T20 World Cup 2024 Final Live: সঞ্জুর সঙ্গে আলোচনা রোহিতের, তবে কি?
টসের আগে ওয়ার্ম-আপের সময় সঞ্জু স্যামসনের সঙ্গে আলোচনা করতে দেখা যায় রোহিত শর্মাকে। তবে কি ফাইনඣালে মাঠে নামার সুযোগ পাবেন স্যামসন? পরিস্থিতির নিরিখে সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। টসের পরেই জানা যাবে ভারতের প্রথম একাদশ।
IND vs SA, T20 World Cup 2024 Final Live: পিচে সবুজের লেশমাত্র নেই
কেনিংটন ওভালের বাইশগজে সবুজের লেশমাত্র নেই। যদিও দূর থেকে পিচের ফাটল চোখে পড়ছে না। পিচে শুকনো ঘাস রয়েছ𝄹ে। দারুণভাবে রোল করা র🐻য়েছে। পিচে স্পিনারদের জন্য সাহায্য থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তাই যদি হয়, তবে অক্ষর-জাদেজা-কুলদীপকে সামলানো সহজ হবে না প্রোটিয়া ব্যাটারদের পক্ষে। যদিও পিচ রিপোর্টে রবি শাস্ত্রী দাবি করেন যে, এই পিচে ব্যাটারদের রান তুলতে বিশেষ অসুবিধা হবে না।
IND vs SA, T20 World Cup 2024 Final Live: মাঠে পৌঁছে গিয়েছেন রোহিতরা
দু'দলের ক্রিকেটাররা ইতিমধ্যেই মাঠে পৌঁছে গিয়েছেন। আবহাওয়া ঝরঝকে। সুতরাং, ঠিক সময়ে ম্যাচ শুরু হওয়া নিয়ে এই মুহূর্তে কোনও সংশয় নেই। যদিও ম্যাচের মাঝে বিঘ্ন ঘটাতে পারে বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সেই আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে পরিস্থিতির নিরিখে শনিবার ম👍্যাচ ভেস্তে যাওয়ার তেমন কোনও অশঙ্কা মাথা চাড়া দিচ্ছে না।
IND vs SA T20 WC Final Live: মাঠে পৌঁছে গিয়েছেন রোহিতরা, আবহাওয়া ঝকঝকে
ভারতের হেড কোচ হিসেবে বিশ্বকাপ ফাইনালই রাহুল দ্রাবিড়ের শেষ ম্যাচ। তার পরেই দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছেন তিনি। বিদায় বেলায় ভারতকে বহু কাঙ্খিত বিশ্বকাপের ট্রফি উপহার দেওয়ার সুযোগ রয়েছে দ্রাবিড়ের সামনে। তবে রোহিতদের সামনেও সুযোগ রয়েছে বিশ্বকাপের ট্রফি দিয়ে কোচ দ্রাবিড়কে বিদায় সংবর্ধনা জানানোর। আরও পড়ুন:- Dravid's Last Match: অদ্য শেষ রজ🌺নী, একা দ্রাবিড়ের নাকি রোহিত-কোহলিরও, একস🍃ঙ্গে শেষ হতে পারে ভারতীয় ক্রিকেটের ৬ অধ্যায়
IND vs SA, T20 World Cup 2024 Final Live: কোন পথে বিশ্বকাপের ফাইনালে ভারত
১. প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে দেয়।
২. দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৬ রানে পরাজিত করে।
৩. তৃতীয় ম্যাচে আমেরিকার বিরুদ্ধে ৭ উইকেটে জয় তুলে নেয়।
৪. কানাডার বিরুদ্ধে চতুর্থ ম্যাচ মন্দ আবহাওয়ায় ভেস্তে যায়।
৫. সুপার এইটের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৪৭ রানে হারিয়ে দেয়।
৬. সুপার এইটের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ৫০ রানে পরাজিত করে।
৭. সুপার এইটের তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ২৪ রানে হারিয়ে দেয়।
৮. সেমিফাইনালে ইংল্যান্ডকে ৬৮ রানে পরাজিত করে।
IND vs SA, T20 World Cup 2024 Final Live: আবহাওয়ার আপডেট দিলেন ওয়েদারম্যান কার্তিক
এই মুহূর্তে বার্বাডোজের আবহাওয়া কেমন, আপডেট দিলেন দীনেশ কার্তিক। ধারাভাষ্য দিতে গিকে প্রায়শই কারꦕ্তিককে সোশ্যাল মিডিয়ায় আবহাওয়ার আপডেট দিতে দেখা যায়। সেই কারণেই তাঁকে ওয়েদারম্যান বলেও ডাকা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই কাজ দীনেশ জারি রাখেন শনিবারও। ভারত-দক্ষি𝓰ণ আফ্রিকা ম্যাচের ঘণ্টা তিনেক আগে তিনি জানান যে, বার্বাডোজের আবহাওয়া একেবারে সলিড। ফাইনালের জন্য যথাযথ আবহাওয়া।
IND vs SA, T20 World Cup 2024 Final Live: হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে স্বাগত
হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে স্বাগত। ব্রিজটাউনের কেনিংটন ওভালে টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর ফাইনাল ম্যাচে সম্মুখ💫সমরে ভারত ও দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচের লাইভ স্কোর ও যা🔜বতীয় ঘটনাবলির আপডেট পাবেন এই ব্লগে।