কার্যত কোনওরকম প্রতিরোধ ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের দখল নেয় ভারত। ওয়ান ডে-তে তবু কিছুটা পালটা লড়াই চালায় ক্যারিবিয়ান দল। যদিও ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজ জিততে বিশেষ অসুবিধা হয়নি টিম ইন্ডিয়ার। তবে ৫ ম্যাচে টি-২০ সিরিজে ওয়েস্ট ইন্ডিজ শুরু থেকেই মরিয়া লড়াই চালায়। প্রথম ২টি টি-২০ ম্যাচ জিতে ওয়েস্ট ইন্ডিজ শুরুতেই সিরিজে ২-০ লিড নেয়। পরের ২টি ম্যাচ জিতে ভারত সিরিজে ২-২ সমতা ফেরায়। স্বাভাবিকভাবেই উত্তেজক রূপ নেয় ২০ ওভারের সিরিজ। নির্ণায়ক হয়ে দাঁড়ায় প♏ঞ্চম তথা শেষ টি-২০ ম্যাচ। শেষমেশ ফাইনাল ম্যাচ জিতে টি-২০ সিরিজের ট্রফি হাতে তোলে ওয়েস্ট ইন্ডিজ।
সিরিজের সেরা পুরান
৫ ম্যাচে সাকুল্যে ১৭৬ রান সংগ্রহ কর﷽ে টি-২০ সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন নিকোলাস পুরান।
ম্যাচের সেরা শেফার্ড
৪ ওভার বল করে ৩১ রানের বিনিময়ে ৪টি উইকেট নেওয়ার সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন ওয়েস্ট ইন🎐্ডিজের রোমারিও শেফার্ড।
হতাশাজনক নজির ভারতের
জিতলে একাধিক রেকর্ড গড়ত ভারত। তবে ওয়েস্ট ইন্ডিজেꦓর কাছে সিরিজের পঞ্চম তথা শেষ টি-২০ ম্যাচ হেরে হতাশাজনক নজির গড়ে টিম ইন্ডিয়া। সব ফর্ম্যাট মিলিয়ে ১৭ বছর পরে ওয়েস্ট ইন্ডিজের 💜কাছে অন্তত তিন ম্যাচের কোনও দ্বিপাক্ষিক সিরিজ হাতে টিম ইন্ডিয়া। এর আগে ভারত ওয়েস্ট ইন্ডিজের কাছে কোনও দ্বিপাক্ষির সিরিজ হেরেছিল ২০০৬ সালে। সেবার ৫ ম্যাচের ওয়ান ডে সিরিজে টিম ইন্ডিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়েছিল ব্রায়ান লারার নেতৃত্বাধীন ক্যারিবিয়ান দল।
দাপুটে জয় ওয়েস্ট ইন্ডিজের
১৮তম ওভারে যশস্বী জসওয়ালের প্রথম ৫ বলে ৫ রান সংগ্রহ করে স্কোর লেভেল করে ওয়েস্ট ইন্ডিজ। শেষ বলে ছক্কা মেরে ওয়েস্ট ইন্ডিজকে ম্যাচ জেতান শাই হোপ। ভারতের ৯ উইকেটে ১৬৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ১৮ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৭১ রান তুলে ম্যাচ জেতে। ১২ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জিতে ৩-২ ব্যবধানে ৫ ম্যাচের টি-২০ সিরিজ জেতে ক্যারিবিয়ান দল। ব্র্যান্ডন কিং ৫টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৫৫ বলে ৮৫ রান করে অপরাজিত থাকেন। হোপ ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৩ বলে ২২ রান করে নট-♏আউট থাকেন।
জীবনদান পেয়ে চার-ছক্কা কিংয়ের
১৬.২ ওভারে নিজের বলেই ব্র্যান্ডন কিংয়ের ক্যাচ ছাড়েন তিলক বর্মা। তার পরেই তিলꦕককে ১টি চার ও ১টি ছক্ক মারেন কিং। ওভারে ১২ রান ওঠে। ১৭ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ২ উইকেটে ১৬০ রান। জিততে ৩ ওভারে ৬ রান দরকার ওয়েস্ট ইন্ডিজের। কিং ৮৩ রানে ব্যাট করছেন। তিলক ২ ওভারে ১৭ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।
চাহালের ওভারে জোড়া ছক্কা কিংয়ের
১৬তম ওভারে যুজব🥃েন্দ্র চাহাল🍨ের বলে ২টি ছক্কা মারেন ব্র্যান্ডন কিং। ওভারে ১৬ রান ওঠে। ওয়েস্ট ইন্ডিজের স্কোর ২ উইকেটে ১৪৮ রান। কিং ৭২ রানে ব্যাট করছেন। চাহাল ৪ ওভারে ৫১ রান খরচ করেছেন। কোনও উইকেট পাননি তিনি।
৫ ওভারে ৩৪ রান দরকার ওয়েস্ট ইন্ডিজের
১৫তম ওভারে অক্ষর প্যাটেলের বলে ১টি চার মারেন শাই হোপ। ওভারে ৮ রান ওঠে। ১৫ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ২ উইꦐকেটে ১৩২ রান। কিং ৫৭ রানে ব্যাট করছেন। জিততে ৫ ওভারে ৩৪ রান দরকার ক্যারিবিয়ান দলের।
বল হাতে নিয়েই পুরানকে ফেরালেন তিলক
১৪তম ওভারে প্রথমবার বল করতে আসেন তিলক বর্মা। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম ওভারেই নিকোলাস পুরানের উইকেট তুলে নেন তিনি। ১৩.২ ওভারে তিলকের বলে পান্ডিয়ার হাতে ধরা পড়েন পুরান। ১টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩৫ বলে ৪৭ রান করে মাঠ ছাড়েন নিকোলাস। ওয়েস্ট ইন্ডিজ ১১৯ রানে ২ উইকেট হারায়।🔯 ব্যাট করতে আসেন শাই হোপ। ১৪ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ২ উইকেটে ১২৪ রান। কিং ৫৭ রানে ব্যাট করছেন। তিলক নিজের প্রথম ওভারে ৫ রান খরচ করে ১টি উইকেট দখল করেন।
পুনরায় শুরু ম্যাচ
বৃষ্ট꧟ির পরে পুনরায় শুরু ম্যাচ। চাহালের ওভারের শেষ ৩টি বলে ২ রান ওঠে। ১৩𒁃 ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১ উইকেটে ১১৯ রান। কিং ৫৫ ও পুরান ৪৭ রানে ব্যাট করছেন। চাহাল ৩ ওভারে ৩৫ রান খরচ করেছেন। জিততে ৪৭ রান দরকার ওয়েস্ট ইন্ডিজের।
বৃষ্টিতে ম্যাচ থমকে, শুরু না হলে জিতবে ওয়েস্ট ইন্ডিজ
বৃষ্টির জন্য থমকে রয়েছে ম্যাচ। ঢাকা🌱 পড়েছে পিচ। ম্যাচ নতুন করে শুরু না হলে ডাকওয়ার্থ-লুইস নিয়মে ম্যাচ জিতবে ওয়েস্ট ইন্ডিজ। কেননা ডি-এল মেথডে এই পর্যায়ে জ♐য়ের ক্যারিবিয়ানদের দরকার ৯১ রান। প্রয়োজনের থেকে ২৬ রান এগিয়ে রয়েছে তারা।
হাফ-সেঞ্চুরি কিংয়ের
১২.৩ ওভারে চাহালের বলে ছক্কা হাঁ♏কিয়ে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন ব্র্যান্ডন কিং। ৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩৮ বলে হাফ-সেঞ্চুরি করেন তিনি। ঠিক তার পরেই বজ্রপাতের সম্ভাবনা থাকায় ক্রিকেটাররা মাঠ ছাড়েন। ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১ উইকেটে ১১৭ রান। জয়ের জন্য ৪৫ বলে ৪৯ রান দরকার ক্যারিবিয়ান দলের। ৩২ বলে ৪৬ রান কর✨ে অপরাজিত রয়েছেন পুরান।
কুলদীপের বোলিং কোটা শেষ
১২তম ওভারে মাত্র ২ রান খরচ করেন কুলদীপ যাদব। ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১ উইকেটে ১০৯ রান। পুরান ৪৫ ও কিং ৪৭ রানে ব্যাট করছ🧸েন। কুলদীপ ৪ ওভারে ১৮ রান খরচ করেছেন। কোনও উইক🦋েট পাননি তিনি।
১০০ টপকাল ওয়েস্ট ইন্ডিজ
১১তম ওভারে চাহালের বলে ১টি ছক্কা মারেন পুরান। ওভারে ১১ রান ওঠে। ওয়েস্ট ইন্ডিজের স💝্কোর ১ উইকেটে ১০৭ রান। পুরান ৪৪ ও কিং ৪৬ রꦚানে ব্যাট করছেন। চাহাল ২ ওভারে ২৫ রান খরচ করেছেন।
১০ ওভারে ৭০ রান দরকার ওয়েস্ট ইন্ডিজের
দশম ওভারে মুকেশ কুমারের বলে ১টি চার মারেন কিং। ওভারে ১০ রান ওঠে। অর্ধেক ইনিংস শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১ উইকেটে ৯ꦓ৬ রান। সুতরাং, জয়ের জন্য শেষ ১০ ওভারে তাদের দরকার ৭০ রান। পুরান ২৩ বলে ৩৪ রান করেছেন। মেরেছেন ১টি চার ও ৩টি ছক্কা। কিং ৩২ বলে ৪⛎৫ রান করেছেন। মেরেছেন ৪টি চার ও ২টি ছক্কা।
কুলদীপের ওভারে ৫ রান
নবম ওভারে কুলদীপ যাদব ৫ রান খরচ করেন। ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১ উইকেটে ৮৬ রান। নিকোলাস পুরান ২০ বলে ৩১ রান করেছেন। ২৯ বলে ৩৯ রান করেছেন ব্র্যান্ডন কিং। কুলদীপ ৩ ওভারে ১ಌ৬ রান খরচ করেছেন।
হার্দিককে বাউন্ডারি কিংয়ের
অষ্টম ওভারে হার্দিক পান্ডিয়ার বল🃏ে ১টি চার মারেন ব্র্যান্ডন কিং। ওভারে ১০ রান ওঠে। ৮ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১ উইকেটে ৮১ রান। কিং ৩৭ ও পুরান ২৯ রানে ব্যাট করছেন। হার্দিক ৩ ওভারে ৩২ রান খরচ করেছেন।
কুলদীপকে বাউন্ডারি পুরানের
সপ্তম ও👍ভারꦜে কুলদীপ যাদবের বলে ১টি চার মারেন নিকোলাস পুরান। ওভারে ১০ রান ওঠে। ৭ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১ উইকেটে ৭১ রান। কিং ৩০ ও পুরান ২৭ রানে ব্যাট করছেন। কুলদীপ ২ ওভারে ১১ রান খরচ করেছেন।
পাওয়ার প্লে-তে ৬০ টপকাল ওয়েস্ট ইন্ডিজ
ষষ্ঠ ওভারে যুজবেন্দ্র চাহাল♔ের বলে ১টি ছক্কা ও ১টি চার মারেন কিং। ওভারে ১৪ রান ওঠে। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১ উইকেটে ৬১ রান। পুরান ২০ ও কিং ২৯ রানে ব্যাট করছেন।
রিভিউ নিয়ে বাঁচলেন পুরান
৪.৬ ওভারে কুলদীপের বলে পুরানকে 🉐এলবিডব্লিউ দেন আম্পায়ার। তবে রিভিউ নিয়ে বেঁচে যান নিকোলাস। বল পুরানের গ্💮লাভসে লেগে প্যাডে লাগে। ৫ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১ উইকেটে ৪৭ রান। পুরান ১৯ ও কিং ১৬ রানে ব্যাট করছেন।
আর্শদীপের ওভারে চার-ছক্কা কিংয়ের
চতুর্থ ওভারে আর্শদীপ সিংয়ের বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন ব্র্যান্ডন কিং। ওভারে ১৩ রান ওঠে। ৪ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১ উইকেটে ৪৪ রান। পুরান ১৮ ও কিং ১৫ রানে ব্যাট করছেন। আর্শদীপ ২ ওভারে ꦫ২০ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।
জীবনদান পেলেন পুরান
২.৪ ওভারে হার্দিক পান্ডিয়ার বলে নিকোল♉াস পুরানের কঠিন ক্যাচ ছাড়েন মুকেশ কুমার। ওভারের শেষ ২টি বলে পরপর ২টি ছক্কা মারেন নিকোলাস। ওভারে ১৩ রান ওঠে। ৩ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১ উইকেটে ৩১ রান। পুরান ১৮ রানে ব্যাট করছেন। হার্দিক ২ ওভারে ২৩ রান খরচ করেছেন।
মায়ের্সকে ফেরালেন আর্শদীপ
দ্বিতীয় ওভারে বল করতে আসেন আর্শদীপ সিং। নিজের প্রথম ওভারেই ত⛦িনি তুলে নেন কাইল মায়ের্সের উইকেট। ১.২ ওভারে আর্শদীপের বলে যশস্বীর হাতে ধরা পড়েন মায়ের্স। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫ বলে ১০ রান করে সাজঘরে ফেরেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ ১২ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন নিকোলাস পুরান। ওভারের শেষ বলে ছক্কা মারেন পুরান। ২ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১ উইকেটে ১৮ রান।
রান তাড়া শুরু ওয়েস্ট ইন্ডিজের
কাইল মায়ের্সকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন ব্র্যান্ডন কিং। ভারতের হয়ে বোলিং শুরু করেন হার্দি🍷ক পান্ডিয়া। দ্বিতীয় বলে ১ রান নিয়ে খাতা খোলেন কিং। তৃতীয় বলে ছক্কা মারেন মায়ের্স♕। শেষ বলে চার মারেন তিনি। প্রথম ওভারে কোনও উইকেট না হারিয়ে ১১ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। ১০ রানে ব্যাট করছেন মায়ের্স।
লড়াইয়ের রসদ ভারতের
শেষ ওভারের শেষ বলে চার মারেন মুকেশ কুমার। ভারত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৬৫ রান সংগ্রহ করে। সুতরাং, জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের দরকার ১৬৬ রান। মুকেশ ১ বলে ৪ রান করে নট-আউট থাকেন। চাহাল ১ বল খেলে কোনও রান সংগ্রহ করতে পারেননি। হোল্ডার ৪ ওভারে ৩৬ রান খরচ করে ২🦹টি উইকেট দখল করেন।
অক্ষর প্যাটেল আউট
বৃষ্টির পরে খেলা শুরু হলে প্রথম বলেই আউট হয়ে মাঠ ছাড়েন অক্ষর প্যাটেল। ১৯.৫ ওভারে হোল্ডারের বলে শেফার্ডের হাতে ধরা পড়েন অক্ষর। ১টি ছক্কার সাহায্যে ১০ বলে ১৩ রান করে মাঠ ছাড়েন তিনি। ভারত ১৬১ রাᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ📖নে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মুকেশ কুমার।
ফের বৃষ্টিতে থমকাল ম্যাচ
শেষ ওভারে জেসন হোল্ডারের বলে ১টি ছক্কা মারেন অক্ষর প্যাটেল। বাই হিসেবে ৪ রান উপহার পায় টিম ইন্ডিয়া। ১৯.৪ ওভারের খেলার শেষে ফের বৃষ্🙈টির জন্য ম্যাচ থমকে যায়। ভারতের স্কোর তখন ৮ উইকেটে ১৬১ রান। অক্ষর ১৩ রানে ব্যাট করছেন।
গোল্ডেন ডাকে সাজঘরে ফিরলেন কুলদীপ
ক্রিজে এসে প্রথম বলেই এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন কুলদীপ যাদব। ১৮.৫ ওভারে কুলদীপের উইকেট তুলে নꩵেন রোমারিও। গোল্ডেন ডাকে মাঠ ছাড়েন কুলদীপ। ভারত ১৪৯ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন যুজবেন্দ্র চাহাল। শেফার্ড ৪ ওভারে ৩১ রান খরচ করে ৪টি উইকেট তুলে নেন।
আর্শদীপ সিং আউট
১৮.৩ ওভারে শেফার্ডের বলে ছক্কা হাঁকান আর্শদীপ সিং। ১৮.৪ ওভা🅰রে শেফার্ডের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন তিনি। ৪ বলে ৮ রান করেন আর্শদীপ। ভারত ১৪৯ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন কুলদীপ যাদব।
সূর্যকুমার যাদব আউট
১৭.৫ ওভারে জেসন হোল্ডারের বলে ꦚএলবিডব﷽্লিউ হয়ে মাঠ ছাড়েন সূর্যকুমার যাদব। প্রাথমিকভাবে আম্পায়ার আউট দেননি। তবে রিভিউ নিয়ে সাফল্য পায় ওয়েস্ট ইন্ডিজ। ৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৪৫ বলে ৬১ রান করে সাজঘরে ফেরেন সূর্য। ভারত ১৪০ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আর্শদীপ সিং। ১৮ ওভার শেষে ভারতের স্কোর ৬ উইকেটে ১৪১ রান।
হার্দিক পান্ডিয়া আউট
১৬.১ ওভারে রোমারিও শেফার্ডের বলে ছক্কা মারেন হার্দিক পান্ডিয়া। ১৬.২ ওভারে শেফার্ডের বলে হোল্ডারের হাতে ধরা পড়েন ভারত অধিনায়ক। ܫ১টি ছক্কার সাহায্যে ১৮ বলে ১৪ রান করে মাঠ ছাড়েন হার্দিক। ভারত ১৩০ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অক্ষর প্যাটেল। ১৭ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৫ উইকেটে 🎐১৩৩ রান। সূর্যকুমার ৫৬ রানে ব্যাট করছেন।
বৃষ্টির পরে পুনরায় খেলা শুরু
বৃষ্টির বাধা টপকে পুনরায় শুরু ম্যাচ। ১৬তম ওভারের শেষ বলে ২ রান নে🐭ন সূর্যকুমার। ১৬ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ১২৩ রান। ৫৫ রানে ব্যা🌌ট করছেন সূর্য। ৭ রানে ব্যাট করছেন পান্ডিয়া।
ঝোড়ো হাফ-সেঞ্চুরি সূর্যকুমারের
১৫.১ ওভারে আলজারি জোসেফেরꦯ বলে ছক্কা হাঁকিয়ে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন সূর্যকুমার যাদব। ৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩৮ বলে ৫০ রানের গণ্ডি টপকান সূর্য। ১৫.৪ ওভারে হার্দিকের ফিরতি ক্যাচ ধরতে পারেননি জোসেফ। ১৫.৫ ওভারের খেলা বৃষ্টির জন্য ম্যাচ সাময়িকভাবে থমকে যায়। ভারতের স্কোর তখন ৪ উইকেটে ১২১ রান। সূর্য ৫৩ রানে ব্যাট করছেন।
শেফার্ডকে ছক্কা সূর্যকুমারের
১৫তম ওভারে রোমারিও শেফার্ডের বলে ১টি ছক্কা মারেন সূর্যকুমার যাদব। ওভা꧅রে ১০ রান ওঠে। ১৫ ওভার শেষে ভারতের স্কোর ৪ উই🧔কেটে ১১২ রান। সূর্য ৪৬ রানে ব্যাট করছেন।
১০০ টপকাল ভারত
১৪তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকায় ভারত। রোস্টন চেসের ওভারে ৫ রা🐽ন ওঠে। টিম ইন্ডিয়ার ཧস্কোর ৪ উইকেটে ১০২ রান। সূর্য ৩৮ রানে ব্যাট করছেন। চেস ৪ ওভারে ২৫ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
আকিলের ওভারে ৩ রান
১৩তম ওভারে মাত্র ৩ রান খরচ করেন আকিল হোসেন। ভারতের স্কোর ৪ উইকেটে ৯৭ রান। সূর্যকুমার ৩৫ রানে ব্যাট করছেন🌊। হার্দিক করেছেন ৪ রান। আকিল ৪ ওভারে ২৪ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।
রোস্টনের ওভারে ৫ রান
১২তম ওভারে মাত্র ৫ রান খরচ করেন রোস্টন চেস। ১২ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ৯৪ রান। সূর্যকুমার ৩৩ ও হার্দিক👍 পান্꧙ডিয়া ৩ রানে ব্যাট করছেন।
সঞ্জু স্যামসন আউট
১০.১ ওভারে রোমারিও শেফার্ডের বলে রোভম্যান পাওয়েলের হাত থেকে জীবಌনদান পান সূর্যকুমার যাদব। ১০.২ ওভারে শেফার্ড আউট করেন সঞ্জু স্যামসনকে। ২টি বাউন্ডারির সাহায্যে ৯ বলে ১৩ রান করে পুরানের দস্তানায় ধরা দেন স্যামসন। ভারত ৮৭ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হার্দিক পান্ডিয়া। ১১ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ৮৯ রান। সূর্য ৩০ রানে ব্যাট করছেন।
অর্ধেক ইনিংস শেষ
দশম ওভারে রোস্টন চেসের বলে ⛄১টি চার মারেন স্যামসন। ওভারে ৮ রান ওঠে। ১০ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ৮৬ রান। সূর্যকুমার 🍌২৮ ও স্যামসন ১৩ রানে ব্যাট করছেন।
জোসেফের ওভারে জোড়া বাউন্ডারি
নবম ওভারে আলজারি জোসেফের বলে ১টি চার মারেন সূর্যকুমার এবং ১টি বাউন্ডারি মারেন সঞ্জু স্যামসন। ওভারে ১১ রান ওঠে। ৯ ওভার শেষে ভা𓆉রতের স্কোর ৩ উইকেটে ৭৮ রান। সূর্যকুমার ২৬ ও স্যামসন ৭ রানে ব্যাট করছেন। জোসেফ ২ ওভারে ৩০ রান খরচ করেছেন।
তিলক বর্মা আউট
৭.৫ ওভারে নিজের বলেই তিলক বর্মার দুর্দান্ত ক্যাচ ধরেন রোস্টন চেস। ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৮ বলে ২৭ রান করে মাঠ ছাড়েন তিলক। ভারত ৬৬ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সঞ্জু স্যামসন। ৮ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৩ উইকেটে ৬৭ রান। সূর্যক🍬ুমার ২১ রানে ব্যাট করছেন।
হোল্ডারকে ছক্কা তিলকের
সপ্তম ওভারে জেসন হোল্ডার🎐ের বলে ১টি ছক্কা মারেন তিলক বর্মা। ১টি নিশ্চিত ছক্কা বাঁচিয়ে দেন পাওয়েল। ওভারে ৯ রান ওঠে। ৭ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৬০ রান। তিলক ২৭ ও সূর্যকুমার ১৬ রানে ব্যাট করছেন।
জোসেফের ওভারে ১৯ রান, ৫০ টপকাল ভারত
ষষ্ঠ ওভারে আলজারি জোসেফের বলে ১টি ছক্কা ও ৩টি চার মারেন তিলক 🍨বর্মা। ওভারে ১৯ রান ওঠে। পাওয়ার প্লে-র ৬ ওভারে ভারতের স্কোর ২ উইকেটে ৫১ রান। তিলক ২০ ও সূর্যকুমার ১৫ রানে ব্যাট করছেন।
আকিলকে ছক্কা হাঁকালেন সূর্যকুমার
পঞ্চম ওভারে ফের বল করতে আসেন আকিল হোসেন। ওভারের শেষ বলে ছক্কা হাঁকান সূর্যকুমার। ওভারে ৮ রান ওঠে। ৫ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৩২ রান। সূর্য ১৫ রানে ব্যাট ক🃏রছেন। আকিল ৩ ওভারে ২১ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।
হোল্ডারকে বাউন্ডারি সূর্যর
চতুর্থ ওভারে জেসন হোল্ডারের বলে ১টি চার মারেন সূর্যকুমার যাদব। ওভারꦫে ৭ রান ওঠে। ৪ ওℱভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ২৪ রান। সূর্যকুমার ৮ রানে ব্যাট করছেন।
দুর্ভাগ্যজনকভাবে আউট শুভমন গিল
তৃতীয় ওভারে পুনরায় বল করতে আসেন আকিল হোসেন। তৃতীয় বলে চার মারেন গিল। ২.৫ ওভারে আকিলের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন শুভমন। নন-স্ট্রাইকার ব্যাটার সূর্যকুমারের সঙ্গে আলোচনা করেও রিভিউ নেননি গিল। তবে বল ট্র্যাকারে দেখা যায় যে, বল স্টাম্পে লাগছিলই না। অর্থাৎ, রিভিউ নিলে বেঁচে যেতেন শুভমন। ১টি বাউন্ডারির সাহায্যে ৯ বলে ৯ রান করে সাজঘরের পথে হাঁটা লাগান গিল। ভারত ১৭ রানে ২ಌ উইকেট হারায়। ব্যাট করতে নামেন তিলক বর্মা। আকিল ২ ওভারে ১৩ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।
মায়ের্সের ওভারে ৪ রান
দ্বিতীয় ওভারে বল করতে আসেন কাইল মায়ের্ඣস। তিনি মাত্র ৪ রান খরচ করেন। ২ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ১০ রান। গিল ৩ ও সূর্যকুমার ২ রানে ব্যাট করছেন।
যশস্বী জসওয়াল আউট
অযথা তাড়াহুড়ো করতে গিয়ে প্রথম ওভারেই নিজের উইকেট খোয়ালেন যশস্বী জসওয়াল। পঞ্চম বলে বোলার আকিলের হাতে ফিরতি ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন তিনি। ১টি বাউন্ডারির সাহায্যে ৪ বলে ৫ রান করেন জসওয়াল। ভারত ৬ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সূর্যকুমার যাদব। প্রথম ওভারে ১ উইকেটের বিনিময়ে ৬ রান তোল🐠ে টিম ইন্ডিয়া।
যশস্বীর বাউন্ডারিতে ম্যাচ শুরু
শুভমন গিলকে সঙ্গে নিয়ে যথারীতি ওপেন করতে নামেন যশস্বী জসওয়াল। ওয়ে✃স্ট ইন্ডিজের হয়ে বোলিং শুরু করেন আকিল হোসেন। প্রথম বলেই সুইপ মারার চেষ্টা করেন যশস্বী। তবে বল প্যাডে লাগꦉে। দ্বিতীয় বলে রিভার্স সুইপে বাউন্ডারি মারেন জসওয়াল।
ওয়েস্ট ইন্ডিজের প্রথম একাদশ
ব্র্যান্ডন কিং♕, কাইল মায়ের্স, শাই হোপ, নিকোলাস পুরান (উইকেটকিপার), শিমরন হেতমায়ের, রোভম্যান পাওয়েল (ক্যাপ্টেন), রোস্টন চেস, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, জেসন হোল্ডার ও আলজা💃রি জোসেফ।
ভারতের প্রথম একাদশ
শুভমন গিল, যশস্বী জসওয়াল, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া (ক্যাপ্টেন), সঞ্জু স্যাম💮সন (উইকেটকিপাꦦর), অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং ও মুকেশ কুমার।
টস জিতল ভারত
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের পঞ্চম তথা শেষ টি-২০ ম্যাচে টস জিতল ভারত। টস জিতে হার্দিক পান্ডিয়া শুরুতে ব্যাট করার সিদ্ধ🐓ান্ত নেন। সুতরাং, ফাইনাল টি-২০ ম্যাচে রান তাড়া করবে ওয়েস্ট ইন্ডিজ। ভারত অপরিবর্তিত প্রথম একাদশে মাঠে নামার সিদ্ধান্💎ত নেয়।
হারলে হতাশার অধ্যায় রচনা করবেন হার্দিকরা
ওয়েস্ট ইন্ডিজের কাছে যদি শেষ টি-২০ ম্যাচ হেরে যায় ভারত, তবে সব ফর্ম্যাট মিলিয়ে ১৭ বছর পরে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে আন্তর্জাতিক সিরিজ হারার লজ্জা সঙ্গে নিয়েই দেশে ফিরতে হবে টিম ইন্ডিয়াকে। উল্লেখ্য, ভারত শেষবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কোনও আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ হাতে ২০০৬ সালে। সেবার ব্রায়ান লারার নেতৃত্বাধীন ক্যারিবিয়ান দল ওয়﷽ান ডে সিরিজে পরাজিত করে ভারতকে।
জোড়া ইতিহাসের হাতছানি ভারতের সামনে
ভারত পঞ্চম টি-২০ ম্যাচ জিতে সিরিজের দখল নিলেই ইতিহাস গড়বে। কেননা এখনও পর্যন্ত বিশ্বের কোনও দল ৫ ম্যাচের টি-২০ সিরিজে ০-২ ব্যবধানে পিছিয়ে পড়ে ট্রফি হাতে তুলতে পারেনি। সেক্ষেত্রে ভারতই হতে পারে প্রথম দেশ, যারা ০-২ থেকে ঘুরে দাঁড𒁃়িয়ে ৩-২ ব্যবধানে ৫ ম্যাচের টি-২০ সিরিজ জিতবে। অন্যদিকে এই ম্যাচ জিতলে কোনও একটি দেশের বিরুদ্ধে সব থেকে বেশি ২০ টি-২০ ম্যাচ জেতার যুগ্ম রেকর্ড গড়বে টিম ইন্ডিয়া। তারা এই নিরিখে ছুঁয়ে ফেলবে পাকিস্তানকে।
চতুর্থ টি-২০ ম্যাচের ফলাফল
ফ্লোরিডার চতুর্থ টি-২০ ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। তারা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৭৮ রান সংগ্রহ করে। শিমরন হেতমায়ের ৬১ রান করেন। আর্শদীপ সিং ৩টি ও কুলদীপ যাদব ২টি উইকেট নেন। পালটা ব্যাট করতে নেমে ভারত ১৭ ওভারে ১ উইকেটের বিনিময়ে ১৭৯ রান তুলে ম্যাচ জিতে যায়। ১৮ বল বাকি থাকতে ৯ উইকেটে ম্যাচ জেতে টিম ইন্ডিয়া। যশস্বী জসওয়াল ৮৪ রান করে অপরাজিত থাকেন। ৭৭ রান করে আউট হন শুভমন গিল। একমাত্র উইকেটটি নেন রোমারিও শেফার্ড। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার 🐠জেতেন যশস্বী।
তৃতীয় টি-২০ ম্যাচের ফলাফল
গায়ানায় সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। তারা নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৫৯ রান সংগ্রহ করে। ব্র্যান্ডন কিং ৪২ ও রোভম্যা𓆏ন পাওয়েল ৪০ রান করেন। ৩টি উইকেট নেন কুলদীপ যাদব। জবাবে ব্যাট করতে নেমে ভারত ১৭.৫ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৬৪ রান তুলে ম্যাচ জিতে যায়। ১৩ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জেতে টিম ইন্ডিয়া। সূর্যকুমার যাদব ৮৩ ও তিলক বর্মা ৪৯ রান করেন। ২টি উইকেট নেন আলজারি জোসেফ। ম্যাচের সেরা হন সূর্যকুমার।
দ্বিতীয় টি-২০ ম্যাচের ফলাফল
গায়ানায় সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ভারত। নির্ধারিত ২০ ওভারে তারা ৭ উইকেটের বিনিময়ে ১৫২ রান তোলে। তিলক বর্মা ৫১, ইশান কিষান ২৭ ও হার্দিক পান্ডিয়া ২৪ রান করেন। ২টি করে উইকেট নেন আকিল হোসেন, আলজারি জোসেফ ও রোমারিও শেফার্ড। জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ১৮.৫ ওভারে ৮ উইক🌳েটের বিনিময়ে ১৫৫ রান তুলে ম্যাচ জিতে যায়। নিকোলাস পুরান ৬৭, শিমরন হেতমায়ের ২২ ও রোভম্যান পাওয়েল𝓀 ২১ রান করেন। হার্দিক পান্ডিয়া ৩টি ও যুজবেন্দ্র চাহাল ২টি উইকেট নেন। ৭ বল বাকি থাকতে ২ উইকেটে ম্যাচ জিতে ৫ ম্যাচের সিরিজে ২-০ লিড নেয় ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচের সেরা হন পুরান।
প্রথম টি-২০ ম্যাচের ফলাফল
ত্রিনি🐻দাদে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। তারা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৪৯ রান সংগ্রহ করে। রোভম্যান পাওয়েল ৪৮ ও নিকোলাস পুরান ৪১ রান করেন। ২টি করে উইকেট নেন আর্শদীপ সিং ও যুজবেন্দ্র চাহাল। পালটা ব্যাট করতে নেমে ভারত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৫ রান তোলে। ৪ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জিতে ৫ ম্যাচের সিরিজে ১-০ লিড নেয় ওয়েস্ট ইন্ডিজ। তিলক বর্মা ৩৯ ও সূর্যকুমার যাদব ২১ রান করেন। ২টি করে উইকেট নেন ওবেদ ম্যাককয়, জেসন হোল্ডার ও রোমারিও শেফার্ড। ম্যাচের সেরা হন হোল্ডার।