যশস্বী জয়সওয়াল জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে ৯৩ রানের দুরন্ত একটি ইনিংস খেলেন। তবে সেঞ্চুরির কাছে পৌঁছেও, শেষমেশ ১০০ করতে পারেননি। কারণ তার আগেই ভারত জয়ের লক্ষ্যে পৌঁছে গিয়েছিল। যশস্বীর সেঞ্চুরি করতে না পারা নিয়ে আঙুল উঠেছে শুভমন গিলের দিকে। তাঁ♏কে তীব্র ভাবে সমালোচনা করা হচ্ছে। ক্রিকেট ভক্তদের দাবি, জয়সওয়ালকে প্রাপ্য সেঞ্চুরি থেকে ইচ্ছাকৃত ভাবে বঞ্চিত করেছেন শুভমন। এই জন্য তাঁকে ‘স্বার্থপর’এর তকমাও দেওয়া হয়েছে।
আরও পড়ুন: হবে না দাদাগিরি? কার্যত নিজেকে কোচ ঘোষণা করে দিয়েছিলেন সৌরভ♛, কিন্তু DC খুঁজছে গম্ভীরের মত কাউকে🐼!
আসলে জিম্বাবোয়ের বিরুদ্ধে চ🐈তুর্থ টি২০-তে ১০ উইকেটে জেতে ভারত। অধিনায়ক শুভমন গিল এবং যশস্বী জয়সওয়াল মিলে অপরাজিত ১৫৬ রানের ওপেনিং পর্টনারশিপের হাত ধরেই ভারত ম্যাচ জিতে যায়। পাওয়ারপ্লেতে দুই তারকা মিলে ৬১ রান করে ফেলেছিলেন। আর এই ৬১ রানের মধ্যে যশস্বী জয়সওয়াল একাই ৪৭ রান করেন। শুভমন গিল বরং শুরুর দিকে অনেক মন্থর খেলছিলেন। তবে তিনিও শীঘ্রই যশস্বীর সঙ্গে পাল্লা দিতে শুরু করেন। যার ফলে ভারত মাত্র ১৫.২ ওভার🌃ে রান তাড়া ম্যাচ জিতে যায়।
আরও পড়ুন: এগিয়ে এসে ঝামেলা মিটিয়েছিল গম্ভীর, কোহলি নয়ꩵ- IPL বিতর্ক নিয়ে চাঞ্চল্যকর দাবি ভারতের প্রাক্তনীর
পাওয়ারপ্লে-র পরের ওভারে মাত্র ২৯ বলে তাঁর হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। গিলের তখন ১০ বলে ১৩ রান। এর পর জয়সওয়াল ৫৩ বলে ৯৩ করে অপরাজিত থাকেন। কিন্তু সেঞ্চুরি করতে পারেননি। যখন ৮৩ রানে ব্যাট করছিলেন যশস্বী, তখন জয়ের জন্য ভারতের ২১ রান প্রয়োজন ছিল। আর শুভমন গিলের তখন ৩৪ বলে ৪৮ রান ছিল। ভক্তরা আশা করেছিলেন, গিল জয়সওয়ালকে তাঁর সেঞ্চুরি পূর্ণ করতে দেবেন। কিন্তু অধিনায়♔ক নিজের হাফ সেঞ্চুরি পূর্ণ করার জন্য শেষ ছয় বলে একটি বাউন্ডারি এবং একটি ছক্কা মারেন। যার ফলে যশস্বী আর শতরান করার সুযোগই পাননি। আর এর পরেই শুভমনকে ধুইয়ে দিয়েছে নেটপাড়া।
আরও পড়ুন: বুমরাহ, কোহলি, রোহিতকে শ্রীলঙ্কা♐য় চান গম্ভীর, হার্দিক নাও পেতে পারেন T20-এর তাজ
তবে তরুণ বাঁহাতি ব্যাটার এই প্রসঙ্গে শুভমনের পাশে দাঁড়িয়েছেন। এবং তিনি দাবি করেছেন যে, কীভাবে খেলাটি দ্রুত শেষ করা যায় এবং ১০ উইকেটে জেতা যায়, সেই নিয়ে অধিনায়কে𓄧র সঙ্গে কথা হয়ে গিয়েছিল তাঁর। শুভমনের দাবি, ‘আমি সত্যিই খেলাটা উপভোগ করেছি। শুভমনের সঙ্গে এটি একটি আশ্চর্যজনক অভিজ্ঞতা ছিল। অবশ্যই, যখনই আমি ভারতের হয়ে খেলি, আমি গর্বিত বোধ করি। আমরা কী ভাবে খেলাটি শেষ করব এবং দলের জন্য ১০ উইকেটে জয় নিশ্চিত করব, তা নিয়ে ভাবছিলাম। সেটাই আমাদের একমাত্র চিন্তা ছিল।’