সাত বছর পর রিকি পন্টিংয়ের সঙ্গে সদ্য বিচ্ছেদ হয়েছে দিল্লি ক্যাপিটালসের। ডিসি-র প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন পন্টিং। তবে তিনি নিজে থেকে পদত্যাগ করেছেন, নাকি তাঁকে সরানো হয়েছে, তা নিয়ে প্রশ্ন রয়ে গিয়েছে। তবে এর মাঝেই জল্পনা, দিল্লির নতুন কোচ কে হতে চলেছেন? তীব্র ভাবে শোনা যাচ্ছে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম, যিনি দিল্লি দলের ক্রিকেট ডিরেক্টর পদে রয়েছে🀅ন।
আরও পড়ুন: কতদিন খেলবেন ওডিআই ও টেস্ট? আমেরিকায় গিয়ে ঘোষণা কর𝓰লেন রোহিত শর্মা!
তবে দিল্লি ক্যাপিটালস সূত্রে কিন্তু অন্য খবর সামনে এসেছে। আইপিএলের এই ফ্র্যাঞ্চাইজি দলে তাদের কোচিং এবং🅰 সাপোর্ট স্টাফের অংশ হিসাবে দুই প্রাক্তন বিশ্বকাপ বিজয়ীকে সই করানোর প্রস্তুতি নিচ্ছে বলে জানা গিয়েছে। আইপিএল ২০২৫-এর আগে মেগা নিলাম হবে। তখনই ফ্র্যাঞ্চাইজিগুলি নতুন করে দলের পুনর্গঠন করবে। তবে তার আগে দিল্লিকে কোচে🔥র নাম ঠিক করে ফেলতে হবে। ডিসি-র ঘনিষ্ঠ সূত্র মারফৎ জানা গিয়েছে যে, দলের ক্রিকেট ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায়কে কোচ হিসাবে নিয়োগের সম্ভাবনা কম এবং দল এমন কাউকে খুঁজছেন, যিনি মারাত্মক আগ্রাসী মানসিকতার হবেন।
আরও পড়ুন: স্বার্থপর𝄹, কℱখনও ভালো লিডার হতে পারবে না- যশস্বীর জন্য শুভমনকে তীব্র আক্রমণ নেটপাড়ার
দিল্লি ক্যাপিটালস কখনও আইপিএল শিরোপা জেতেনি। ২০২০ 🅰সালে রানার্স আপ হয়ে শেষ করেছিলেন। এটাই তাদের সেরা পারফরম্যান্স। রিপোর্ট অনুযায়ী, দিল্লি ক্যাপিটালস গৌতম গম্ভীরের মতো কাউকে দায়িত্ব দেওয়ার জন্য খুঁজছেন। নাম প্রকাশ না করার শর্তে এক সূত্র নিউজ ১৮-কে জানিয়েছেন, ‘সৌরভ গঙ্গোপাধ্যায়ের ইতিমধ্যেই অনেক দায়িত্ব রয়েছে। ক্রিকেট ডিরেক্টর হিসাবে ফ্র্যাঞ্চাইজির জন্য একাধিক জিনিসের পরিকল্পনা করছেন। দলের খুব হ্যান্ড-অন কোচ দরকার, যিনি খুব আক্রমণাত্মক ভাবে সার্কিট অনুসরণ করেন। গৌতম গম্ভীরের মতো কাউকে দরকার। এতে অবাক হওয়ার কিছু নেই যে, তিনি একজন পরামর্শদাতা হিসাবে এত সফল হয়েছেন।’
গত আইপিএলে দিল্লি খুব খারাপ খেলেছিল। ১৪টি ম্যাচের সাতটিতে হেরে গিয়েছিল তারা। এমন কী বিগত তিনটি মরশুম ধরেই দিল্লি ক্যাপিটালস প্লে-অফে উঠতে পারেনি। চলতি বছরের আইপিএলে ছয়ে থেকে অভিযান শেষ করেছিল তারা। মনে করা হচ্ছে, খারা🥀প পারফরম্যান্সের জন্যই সরতে হয়েছে পন্টিংকে। সাত বছর আগে যখন পন্টিং দিল্লির কোচ হিসাবে দায়িত্ব নেন, তখন দলের নাম ছিল দিল্লি ডেয়ারডেভিলস। তার পর নাম ꧙বদলালেও, পন্টিং কোচের দায়িত্বে থেকে যান। তাঁর কোচিংয়ে ২০২০ সালে দিল্লি আইপিএল ফাইনালে উঠলেও মুম্বই ইন্ডিয়ান্সের কাছে তারা পরাজিত হয়। এছাড়াএ ফ্র্যাঞ্চাইজিটি ২০১৯, ২০২০ এবং ২০২১ সালে প্লে-অফ খেলেছে।