ভারতের নতুন প্রধান কোচ হিসাবে গৌতম গম্ভীরের নিয়োগের পর প্রশ্ন উঠেছে, কে হবে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) পরবর্তী মেন্টর। শোনা যাচ্ছে যে, কেকেআর ম্যানেজমেন্ট ইতিমধ্যেই গম্ভীরের পরিবর্তের সন্ধানে রয়েছে। উঠে আসছে অনেক নামও। দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, কেকেআর-এর মেন্টর হিসাবে গম্ভীরের স্থলাভিষিক্তদের মধ্যে একজন হলেন দক্ষিণ আফ্রিকান গ্রেট এবং ফ্র্যাঞ্চাইজির প্রাক্তন কোচ জ্যাক কালিস।
যদিও চন্দ্রকান্ত পণ্ডিত দলের প্রধান কোচ হিসাবেই থাকবেন, এটা নিশ্চিত। সেক্ষেত্রে কালিস যদি নাইট রাইডার্সে যোগ দেন, তবে তাঁকে গম্ভীরের মতো মেন্টরের ভূমিকায় দেখে যেতে পারে। সেই রিপোর্টে বলা হয়ে🅺ছে, ‘ফ্র্যাঞ্চাইজি গম্ভীরের প্রতিস্থাপনের সন্ধানে রয়েছে, যিনি ২০২৪ আইপিএলের নাইটদের তৃতীয় শিরোপা জয়ের ক্ষেত্রে প্রধান চাবিকাঠি ছিলেন। তাঁর জায়গায় শোনা যাচ্ছে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অলরাউন্ডার জ্যাক কালি🌠সের নামও, যিনি ২০১৯ সাল পর্যন্ত কেকেআর-এ কোচিং করিয়েছিলেন।’
মজার বিষয় হল, কালিস কলকাতা নাইট রাইডার্সের ২০১২ এবং ২০১৪ সালের আইপিএল শিরোপা জয়ী দলের অংশ ছিলেন, যে দলে গম্ভী෴র অধিনায়ক ছিলেন। ২০১৪ সালে অবসর নেওয়ার পর, কালিস ২০১৫ সালে কেকেআর-এ ব্যাটিং পরামর্শদাতা হিসাবে যোগদান করেন। তার পর ট্রেভর বেলিস দায়িত্ব ছাড়লে, দলের কোচ হিসাবে দায়িত্ব পান কালিস। তিনি ২০১৯ সাল পর্যন্ত কেকেআর-এর সঙ্গে যুক্ত ছিলেন এবং তার পরে ব্যাটিং পরামর্শদাতা হিসাবে দক্ষিণ আফ্রিকা দলে যোগ দেন।
নতুন অ্যাপয়েন্টমেন্টের জন্য কেকেআর-এর প্রয়োজন 𒀰গম্ভীরের মধ্যে সীমাবদ্ধ নাও হতে পারে। রিপোর্ট অনুসারে, কেকেআর-এর ব্যাটিং পরামর্শদাতাꦕ অভিষেক নায়ারও সম্ভবত সহকারী কোচ হিসাবে টিম ইন্ডিয়ায় গম্ভীরের সাপোর্ট স্টাফ হিসাবে যোগ দেওয়ার দৌড়ে রয়েছেন।
আরও পড়ুন: শ্রীলঙ্কা দিয়ে শুরু, গ𝓰𒁃ুরু গম্ভীরের জন্য প্রথম শক্ত পরীক্ষা কবে?
গম্ভীর ফিল্ডিং কোচ হিসাবে জন্টি রোডসের নাম প্রস্তাব করেছিলেন বলে শোনা গিয়েছিল। কিন্তু বোর্ড তা মেনে নেয়নি। এক ইংরেজি দৈনিক সূত্রে জানা গিয়েছে, বোর্ড গম্ভীরের সহকারী হিসাবে ভারতীয় কোচদেরই চাইছে। দ্রাবিড়ের সহকারী হিসাবে ছিলেন ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর, বোলিং কোচ পরশ মামব্রে এবং ফিল্ডিং কোচ টি দিলীপ। তাঁদের সকলে🔯রই মেয়াদ শেষ হয়েছে। দ্রাবিড়ের মতো গম্ভীরের সব সহকারীও ভারতীয় হোন, এমনটাই চাইছে বোর্ড। সে ক্ষেত্রে বোর্ড চাইলে টি দিলীপকে ফিল্ডিং কোচ হিসাবে রেখে দিতেই পারে।
এদিকে, গম্ভীর শ্রী🦋লঙ্কা সফরের হাত ধরে ভারতের প্রধান কোচ হিসাবে তাঁর পথ চলা শুরু করবেন। তিনি প্রাক্তন ভারতীয় ওপেনার রাহুল দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হয়েছেন। ভারতীয় দলের সঙ্গে দ্রাবিড়ের🏅 কোচিং মেয়াদ শেষ হয়েছে গত মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অভিযানের পর। ডাবল বিশ্বকাপ-জয়ী গম্ভীরের নিয়োগ তাঁকে ৪২ বছর বয়সী ভারতীয় দলের সর্বকনিষ্ঠ কোচ করে তুলেছে।