২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের সাম্প্রতিক সংঘর্ষে পাকিস্তানের বিরুদ্ধে টিম ইন্ডিয়া একটি দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে। তবে ব্যাটাররা কিন্তু এই ম্যাচে চূড়ান্ত নিরাশ করেছিলেন। এক ওভার বাকি থাকতেই মাত্𒈔র ১১ಌ৯ রানে অল আউট হয়ে গিয়েছিল ভারত। তবে ভারতের বোলারদের দাপটে ১২০ রান তাড়া করতে নেমে ১১৩ রানেই শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস। ভারত ৬ রানে জয় ছিনিয়ে নেয়।
আর এই ম্যাচের পরেই ফুরফুরে মেজাজে রয়েছে টিম ইন্ডিয়া। যে কারণে ভারতের তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল আবার সঞ্চালকের ভূমিকায়। তিনি এই ম্যাচে সেরা পারফর্মাদের সাক্ষাৎকার নিয়েছেন। বল হাতে তো ভালো স্পিন করিয়েই থাকেন, পাশাপাশ♑ি সঞ্চালকের ভূমিকাতেও তিনি ব🌠েশ দক্ষ। এই ভিডিয়োতে দেখা গিয়েছে, ঋষভ পন্ত, অক্ষর প্যাটেল এবং মহম্মদ সিরাজের সাক্ষাৎকার নিচ্ছেন যুজি।
আরও পড়ুন: শেষ ওভারে ১১ রান করতে গিয়ে ২ উইকেট পড়ল, প্রোটিয়াদের কাছে ৪ রানে🌼 হারল বাংলাদেশ
পন্তের সঙ্গে কথা বলার সময়ে চাহাল জানতে চান, তাঁর মারা অপ্রচলিত শটগুলি সম্পর্কে। পন্ত পাকিস্তানের বিরুদ্ধে ভারতের একমাত্র ব্যাটার হিসেবে রান পেয়েছেন। তিনি ৩১ বলে ৪২ রান করেছিলেন। পন্ত জানিয়েছেন যে, তিনি এত দিন মাঠের বাইরে থাকার পর, নিজেকে নিংড়ে দিতে মরিয়া ไহয়ে রয়েছেন। তিনি পাকিস্তানের বিরুদ্ধেও নিজের সেরাটা দেওয়াই তাঁর লক্ষ্য ছিল।
আরও পড়ুন: পাক ফিল্ডিংয়ের 𝐆দুরবস্থা দেখে হেসে গড়াল রোহিত, হাসি চাপার ব্যর্থ চেষ্টা কোহলির🅘- ভিডিয়ো
পন্ত উবাচ
বিসিসিআই-এর শেয়ার করা ভিডিয়োতে পন্তকে বলতে শোনা গিয়েছে, ‘আমি খুব বেশি কিছু ভাবছিলাম না। আমি শুধু ইতিবাচক থেকে খেলতে চেয়েছিলাম। এবং পরিকল্পনা ছিল, সহজ-স্বাভাবিক খেলাটা𒐪 খেলা🐬। ভারত-পাকিস্তান সব সময়েই উচ্চ-চাপের খেলা। অক্ষর প্যাটেল আইপিএলের সময়ে তিন এবং চার নম্বরে ব্যাটিং অনুশীলন করেছিল এবং ব্যাট করার সময়ে যদি পাশে সঠিক সঙ্গী থাকে, তবে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করা যায়।’
আরও পড়ুন: বিশ্বাস 🅷হারেনি… উইন প্রেডিকটরে ভারতের ৮% জয়ের সম্ভাবনার স্ক্রিনশট শেয়ার করে বার্তা পন্তের
চারে ব্যাট করা প্রসঙ্গে অক্ষর
পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলি এবং রোহিত শর্মা সাজঘরে ফিরে যাওয়ার পর অক্ষর প্যাটেলকে চারে ব্যাট করতে নামিয়ে দেওয়া হয়েছিল। তখন দল বেশ চাপে ছিল। সেই সময়ে অক্ষরের চাপ কাটাতে এগিয়ে আসেন তাঁর আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্ত। অক্ষর সেই ভিডিয়োতে যুজিকে বলেন, ‘পরিকল্পনা করারই কোনও সুযোগ পাইনি। যখন জানতে পারলাম, চারে ব্যাট করতে নামতে হবে, তখন বিষয়টি সহౠজ ভাবেই নিয়েছিলাম। আসলে আমাদের অধিনায়ক (পন্ত, ডিসি ক্যাপ্টেন) সেই সময়ে ক্রিকেট সম্পর্কে আমার সঙ্গে কোনও কথাই বলছিল না। ও শুধু মজা করে যাচ্ছিল। ও জানত, এতে আমার চাপ কিছুটা কেটে যাবে। প্রতি বলেই আমাকে ও কিছু না কিছু বলছিল। আমিও ওর সঙ্গে কথা বলেছি এবং চাপ কমে ব্যাপারটা অনেক সহজ হয়ে গিয়েছিল। এটি একটি পরিকল্পনা ছিল, অন্য কিছু নয়।’ প্রসঙ্গত, তৃতীয় উইকেটে পন্ত এবং অক্ষর প্যাটেল মিলে ৩৯ রান যোগ করেন।
৭ রান করতে পেরে খুশি সিরাজ
এর পর মহম্মদ সিরাজের সঙ্গেও কথা বলেন যুজবেন্দ্র চাহাল। তবে সিরাজ বল হাতে মোটেও ൩ভালো পারফরম্যান্স করতে পারেননি। বরং ব্যাট হাতে তিনি ৭ বলে ৭ করে অপরাজিত ছিলেন। লড়াই করার চেষ্টাটুকু করেছিলেন। তাই সিরাজকে ব্যাটে তাঁর অবদান সম্পর্কে প্রশ্ন করেছিলেন চাহাল। সিরাজ জানান, তিনি আইপিএলের সময়ে নেটে তাঁর ব্যাটিং অনুশীলন করেছিলেন, কারণ টেলএন্ডাররা যে রান করে থাকেন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। সাত রানের অবদানে তিনি খুব খুশি বলেও জানিয়েছেন সিরাজ। বলেছেন, ‘আইপিএলের সময়ে আমি নেটে প্রচু🐟র অনুশীলন করেছি। দিনের শেষে টেলএন্ডারদের করা রানগুলি খুব গুরুত্বপূর্ণ হয়। এবং এও জানতে পেরেছি যে, পাকিস্তানের বিরুদ্ধে আমার সাত রান কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। এবং আমি আমার অবদান রাখে পেরে খুব খুশি।’