কার্যত হারতে বসা ম্যাচে বাজিমাত করেছে টিম ইন্ডিয়া। ব্যাটারদের ব্যর্থতা ঢেকে ফুল ফুটিয়েছেন ভারতের বোলাররা। জঘন্য ব্যাটিংয়ের প্রায়শ্চিত্ত করে, ভারতকে মুখ পোড়ার হাত থেকে বাঁচিয়েছেন জসপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়ারা। মাত্র ১১৯ রানের পুঁজিকে সম্বল করে কী ভাবে ম্যাচ জিততে হয়, তা দেখিয়ে দিয়েছেন তাঁরা। রবিবার নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ভারতীয় বোলারদের সৌজন্যেই পাকিস্তানকে ৬ রানে হারিয়ে হাঁফ ছেড়েছে রোহিত শর্মা ব্রিগেড।
পন্তের হৃদয়গ্রাহী বার্তা
এই জয়ের পরেই বিশেষ একটি বার্তা শেয়ার করেছেন ঋষভ পন্ত। একটা সময়ে স্কোর এবং পাকিস্তানের ব্যাটিং বিবেচনা করে পূর্বাভাসে ভারতের জয়ের সম্ভাবনা দেখানো হচ্ছিল ৮%। সেই সময়ে পাকিস্তানের ৮০ রানে ৩ উইকেট ছিল। কিন্তু জসপ্রীত🎐 বুমরাহের দুর্দান্ত বোলিং স্পেলে বদলে যায় ম্যাচের রং। ৭ উইকেটে ১১৩ রানে শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস। বুমরাহের আগুনে স্পেলই ভারতকে জেতাতে মুখ্য ভূমিকা নেয়।
এছাড়াও এদিনের ম্যাচে তিনটি দুর্দান্ত ক্যাচও ধরেন ঋষভ পন্ত। আর পাকিস্তানকে হারানোর পর ঋষভ পন্ত তাঁর ইনস্টাগ্রামে বিজয়ের পূর্বাভাস এবং টিম ইন্ডিয়ার উদযাপনের ছবি শেয়ার করেছেন। যেখানে নিজের ক্▨যাচ নেওয়ার ছবি, বুমরাহের ছবি এবং ভারতীয় সমর্থকদের ছবির সঙ্গে তিনি উইন প্রেডিকটরে ভারতের ৮% জয়ের সম্ভাবনার স্ক্রিনশট শেয়ার করেছেন। এবং ক্যাপশন লিখেছেন, ‘বিশ্বাস’। আসলে তিনি বোঝাতে চেয়েছেন বিশ্বাস না হারালে, সব অসম্ভবকেই সম্ভব করা যায়।
ব্যাট হাতে একা লড়েন ঋষভ
পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ভারতের তারকাখচিত ব্যাটিংয়ের কঙ্কালসার চেহারাটা বেরিয়ে পড়েছিল। রোহিত শর্মা, বিরাট কোহলি থেকে শুরু করে সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া- প্রত্যেকেই চূড়ান্ত হতাশ করেছেন। তবে পাঁকের মধ্যে পদ্মের মতো একা ফুটেছিলেন ঋষভ পন্ত। এদিন পন্ত ৬টি চারের সৌজন্যে ৩১ বলে ৪২ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি। যা ভারতকে অক্সিজেন দেয়। তাদের ১০০ রানের গণ্ডি টপকাতে সাহায্য করে। বাকিদের হাল তো তথৈবচ। দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান করেছেন অক্ষর প্যাটেল। ভারত অধিনায়ক রোহিত শর্মা করেছেন ১৩ রান। এই তিন জনকে বাদ দিলে, বাকির🅘া তো দুই অঙ্কের ঘরেও পৌঁছতে পারেননি।
ভারতের স্বস্তির দিনে, মারাত্মক চাপে পাকিস্তান
আয়ারল্যান্ডের পর, পাকিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে জয়🅷 ছিনি🏅য়ে নিয়ে অপ্রতিরোধ্য মেজাজে এগিয়ে চলেছে ভারত। আর পরপর দুই ম্যাচ জিতে সুপার আটের দিকে এক পা বাড়িয়েই রাখল টিম ইন্ডিয়া। উল্টোদিকে পাকিস্তান আবার প্রথমে আমেরিকা, তার পর ভারতের কাছে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপে বেশ চাপে পড়ে গিয়েছে। সুপার আটের যাওয়ার সব আশা শেষ হয়ে না গেলেও, লড়াইটা বড় কঠিন হয়ে গিয়েছে। এখন তাদের বাকি দুই ম্যাচ জিতলেই শুধু হবে না, বাবর আজমদের তাকিয়ে থাকতে হবে অন্য দলের ফলের দিকেও।