টি-২০ ক্রিকেটে স্ট্রাইক-রেট ১৭০। মাঠে নেমেই বড় শট নেওয়ার ক্ষমতা রয়েছে। দুর্দান্ত ফিল্ডার এবং সেই সঙ্গে কার্যকরী মিডিয়াম পেসার। কেকেআরের রমনদীপ সিংয়ের এই গুণগুলির জন্যই তিনি তড🐻়িঘড়ি সুযোগ পেয়ে যান জাতীয় দলে।
ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন ধরে চমকপ্রদ পারফর্ম্যান্স মেলে ধরছেন রমনদীপ, এমনটা নয় মোটেও। তা সত্ত্বেও নাইট তারকার দক্ষিণ আফ্রিকা সফরের টি-২০ স্কোয়াডে জায়গা পাওয়ার কারণ বিশ্লেষণ করলꦬেন পার্থিব প্যাটেল। কালার্স সিনেপ্লেক্সের আলোচনায় পার্থিবের দাবি, ভারতীয় দল আসলে হার্দিক পান্ডিয়ার ব্যাকআপ খোঁজার চেষ্টা করছে।
রোহিত, কোহলি, জাদেজা একসঙ্গে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর নেওয়ায় সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দল যে আসলে পুনর্গঠিত হচ্ছে, এটা অস্বীকার করার উপায় নেই। নতুন ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারত টি-২০ ক্রিকেটে তরুণ তুর্কিদের সুযোগ🎶 দিয়ে চলেছে। রমনদীপের জাতীয় দলে সুযোগ পাওয়া টিম ইন্ডিয়ার সেই পরীক্ষা নীরিক্ষার অংশ বলেই মনে করছেন পার্থিব।
টিম ইন্ডিয়ার প্রাক্তন উইকেটকিপারের কথায়, ‘ভারতীয় দল আসলে পুনর্গঠনের পথে পা বাড়িয়েছে। টি-২০ বিশ্বক✅াপ শেষ হওয়া মাত্রই রোহিত শর্মা ও বিরাট কোহলি অবসর নেয়। রবীন্দ্র জাদেজাও আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটকে বিদায় জানায়। তার পরেই সূর্যকুমার যাদবের হাতে নেতৃত্ব তুলে দেওয়া হয়। এ𒆙মনটা নয় যে, গ্যাপ পূরণ করার জন্য সূর্যকে ক্যাপ্টেন করা হয়েছে। আসলে ওকে পাকাপাকিভাবে টি-২০’র নেতা নির্বাচন করা হয়।'
পার্থিব পরক্ষণেই বলেন, ‘আপনারা নতুন মুখ কিছু দেখতে পাবেন। নীতীশ রেড্ডি যেহেতু অস্ট্রেলিয়ায় যাচ্ছে, তাই ও দক্ষিণ আফ্রিকা সফরের দলে নেই। রমনদীপ সিংয়ের কথাই ধরুন, ভারত এমন একজন কার্যকরী প𝓰্লেয়ারের খোঁজে রয়েছে, যে কিনা পেসার অল-রাউন্ডার হিসেবে দলের পারফর্ম্যান্সে অবদান রাখতে পারবে। কেননা আমরা বহুবার দেখেছি যে, হার্দিক পান্ডিয়া যদি চোট পেয়ে যায়, ওর যথাযথ পরিবর্ত খুঁজে পাওয়া যায় না।’
উল্লেখ্য, ভারতীয় দল এর আগে পেসার অল-রাউন্ডার হিসেবে আরও এক নাইট তারকাকে যাচাই করে। তবে তিনি নির্ভ๊রতা দিতে পারেননি জাতীয় দলকে। নাইট রাইডার্সের বেঙ্কটেশ আইয়ার সুযোগ যথাযথ কাজে লাগিয়ে টিম ইন্ডিয়ায় নিজের জায়গা পাকা করতে পারেননি।