দঃ আফ্রিকার বিরুদ্ধে দাপুটে জয় তুলে নিল ভারতীয় দল। একইসঙ্গে সিরিজও তাঁরা জিতে নিল ৩-১ ব্যবধানে। একটা সময় প্রোটিয়াদের ডেরায় গিয়ে টি২০ জেতার কথা ভাবনেই যেন কাঁপুনি চলে আসত। কিন্তু স💞াম্প্রতিক সময় প্রোটিয়াদের ডেরায় যেন তাঁদেরকে আর কেয়ারই করছে না ভারত। তাও তো এই টি২০ দলে, অস্ট্রেলিয়া সিরিজের অধিনায়ܫক ক্রিকেটারনেই। তাতেই কমাল দেখালেন অধিনায়ক সূর্যকুমার যাদব।
আরও পড🅠়ুন- অস্ট🔥্রেলিয়ায় অনুশীলনে চেনা ছন্দে বিরাট! ফাস্ট পিচে ল্যাজেগোবরে অবস্থা সরফরাজের!
ম্যাচের সেরা হয়ে তিলক বর্মা বললেন শতরান করা ক্রিকেটার বললেন,𝓀 ‘গত বছর যখন এখানে খেলতে এসেছিলাম ওয়ান্ডারার্সে তখন প্রথম বলেই আউট হয়ে গেছিলাম। তাই চেয়েছিলেন এখানে ভালো কিছু করে দেখাতে। সেই চেষ্টা করতেই গিয়েই শতরান এসেছে। পরপর দুই ম্যাচে শতরানের যে আনন্দ, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আমি নিজের বেসিক কাজই করেছি ’।
সঞ্জু স্যামসন ৫৬ বলে করেন অপরাজিত ১০৯ রান। ꦆশেষ পাঁচ ইনিংসে এই নিয়ে তিনি তিনটি শতরান করে ফেললেন। বাকি দুটি ইনিংসে করেছেন 🦋ডাক। বাংলাদেশের বিরুদ্ধে শেষ টি২০ ম্যাচে শতরানের পর প্রথম টি২০তে জোহানেসবার্গে শতরান করেছিলেন সঞ্জু। এরপর দুটি ইনিংসে করেন ফের ডাক, অর্থাৎ ০। আবারও তিনি ফর্মে। এবার সিরিজের শেষ ম্যাচে তিনি খেলে দিলেন ম্যাচ জেতানো ১০৯ রানের ইনিংস।
আরও পড়ু🙈ন- শীঘ্রই বাবা হবেন! মিস করছেন প্রথম টেস্ট! তবু মুম্বইতে হার্ড ট্রেনিং রোহিতের…
ভারতীয় দলের আরেক ক্রিকেটার তিলক বর্মাও এদিন বুলডোজার চালালেন প্রোটিয়া বোলারদের ওপর। গত ম্যাচে জানসেন যেমন করেছিলেন, আজ তাঁকে একের পর এক বাউন্ডারি মেরে পরপর দুই ম্যাচে শতরানের নজির গড়লেন এই ক্রিকেটার। তিনি করেন অপরাজিত ১২০ রান। কাল্পনিক ক্ষেত্র যদি দেখা যা༒য়, তাহলে দুজনই ম্যাচের সেরা। কিন্তু সেই সুযোগ নাই, তাই একজনই শতরান করে হলেন ম্যাচের সেরা।
আরও পড়ুন-IPL নিলামের আগেই ব্🌃যাট হাতে দাপট! রঞ্জিতে ত্রিশতরান RRꦆ, RCB-র প্রাক্তন তারকার…
শতরানের পর ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছিলেন। ম্যাচের শেষে তিলক বলছেন, ‘আমার সময়টা খুব একটা ভালো যাচ্ছিল না। আমি বেশ কয়েকবার চোটাঘাতে ভুগেছি। কিন্তু সেখান থেকেই ফিরে আসতে পেরে খুব ভালো লাগছে। আমি ভালো খেলার পদ্ধতি আর ব্যাটিংয়ের কিছু স্কিলে জোর দি🎃য়েছিলাম। আর এমꦑন কামব্যাকের জন্য ভগবানকে ধন্যবাদ ’।