Men’s Test Cricketer of the Year 2024: ২০২৪ সালের আইসিসি বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হলেন ভারতের বোলিং আইকন জসপ্রী꧋ত বুমরাহ। নিজের কেরিয়ারের সেরা বছর কাটালেন বুমরাহ। দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরাহ ২০২৪ সালের আইসিসি বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন।
২০২৪ সালে জসপ্রীত বুমরাহর অতুলনীয় পারফরম্যান্স করেছেন
২০২৪ সালে বিশ্ব ক্রিকেটে সবচেয়ে সেরা বোলার ছিলেন জসপ্রীত বুমরাহ। ঘরের মাঠ এবং বিদেশের মাটিতে সমান পারফরম্যান্স দেখিয়ে তিনি আইসিসি ওয়ার্ল্ꩲড টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের সম্ভাবনা টিকিয়ে রাখতে বড় ভূমিকা পালন করেছিলেন। পিঠের চোট কাটিয়ে ২০২৩ সালের শেষ দ🤪িকে টেস্ট ক্রিকেটে ফিরে আসার পর থেকেই তিনি ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়েছেন এবং একাধিক রেকর্ড গড়েছেন।
আরও পড়ুন… ICC Women's Uꦆ19 T20 WC 2🦋025: সুপার সিক্সে কিউয়ি শিকার করে সেমিফাইনালে জায়গা পাকা করল ইংল্যান্ড
২০২৪ সালে জসপ্রীত বুমরাহর টেস্ট রেকর্ড:
১৩ ম্যাচে ৭১টি উইকেট শিকার করেছেন বুমরাহ।
গড়: ১৪.৯২, স্ট্রাইক রেট: ৩০.১
ইংল্যান্ডের গাস অ্যাটকিনসন (৫২ উইকেট) কে অনেক পিছনে ফেলে শ𝐆ীর্ষ উইকেট শিকারি হয়েছেন জসপ্রীত বুমরাহ। মাত্র ২.৯৬ ইকোনমি রেটে ৩৫৭ ওভার বল করেছেন ভারতীয় পেসার।
টেস্ট ক্রিকেটে এক অনন্য রেকর্ড
জসপ্রীত বুমরাহ এক বছরে ৭০+ টেস্ট উই🐎কেট নেওয়া চতুর্থ ভারতীয় বোলার হয়ছেন। তার আগে রবিচন্দ্রন অশ্বিন, অনিল কুম্বলে ও ജকপিল দেব এই কীর্তি গড়েছিলেন। তবে, এই তালিকায় সবচেয়ে কম বোলিং গড়ে (১৪.৯২) উইকেট নেওয়ার অনন্য কীর্তি গড়েছেন জসপ্রীত বুমরাহ।
২০২৪ সালে জসপ্রীত বুমরাহর সেরা মুহূর্তগুলো
১) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ক্যাপ টাউনে ঐতিহাসিক জয়𒉰
২) বুমরাহ দুই ইনিংসে ৮ উইকেট নিয়ে ভারতের♌ ৮ উইকেটের জয়ের মূল স্থপতি ছিলেন।
৩) ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়
ভারতে ৫ টেস্টের সিরিজে ১৯ উইকেট নি💮য়ে ভারতকে ৪-১ ব্যবধাಌনে জিততে সাহায্য করেন।
🃏৪) অস্ট্রেলিয়াꦰয় বর্ডার গাভাসকর ট্রফিতে রেকর্ড গড়া পারফরম্যান্স
এই সিরিজে ৫ টেস্টে ৩২ উইকেট নি🥃য়ে তিনি সিরিজ সেরা নির্বাচিত হন। এই সিরিজেই তিনি ২০০ টেস্ট উইকেটের 𓃲মাইলফলক স্পর্শ করেন, যা মাত্র ১৯.৪ গড়ে এসেছে। এটি ২০০+ উইকেটধারীদের মধ্যে টেস্ট ইতিহাসে সবচেয়ে কম বোলিং গড়।
আরও পড়ুন… ভিডিয়ো: Australian Open 2025-র পুরস্কার মঞ্চে প্রাক্তন বান্ধবীদের নাম নিয়🦹ে জেরেভকে বিদ্রু♋প
সবচেয়ে স্মরণীয় পারফরম্যান্স: পার্থ টেস্টে ঐতিহাসিক জয়
অস্ট্রেলিয়াꦅর বিরুদ্ধে পার্থে বুমরাহ ভারতীয় দলকে সাꦉমনে থেকে নেতৃত্ব দেন।
প্রথম ইনিংসে ৫/৩০ নিয়ে ভা🤡রতের ক🌠ামব্যাক নিশ্চিত করেন।
দ্বিতীয় ইনিংসে ৩/৪২ নিয়ে অস্ট্রেলিয়াকে ২৯৫ রানে পরাজিত করেন, যা অস্ট্রেলিয়া🧜র পার্থে প্রথম হার।
বুমরাহর রেকর্ড গড়া বছর
২০২৪ সালে অসাধারণ ধারাবাহিকতা ও লড়াকু মানসিকতা༒ দেখিয়েছেন জসপ্রীত বুমরাহ। বিশ্ব ক্রিকেটের সেরা বোলার হিসেবে নিজের অবস্থান দৃঢ় করেছেꦆন ভারতীয় পেসার।