বৃহস্পতিবার থেকে শুরু ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ। এই টেস্ট ম্যাচ দিয়েই ভারতের টানা চার মাসের🦄 ক্রিকেট শুরু হবে। এর মধ্যে রয়েছে ১০টি টেস্ট ম্যাচ। ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে জোড়া টেস্টের পর নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি টেস্ট খেলবে রোহিত শর্মার দল। এরপর অজিদের মাটিতে বর্ডার গাভাসকর ট্রফিতে নভেম্বরে খেলতে নামবেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। দেশের মাটিতে বরাবরই ভারতীয় দলের সব থেকে বড় শক্তি হল স্পিন বোলিং। এবারে❀ বাংলাদেশ দলেও রয়েছে শাকিব আল হাসান-মেহেদি হাসান মিরাজদের মতো স্পিনার, যারা বেশ ভালো ছন্দেই রয়েছে। এই আবহেই প্রথম টেস্টে ভারতীয় দল ঠিক কেমন হতে পারে, একঝলকে সেদিকেই নজর রাখা যাক।
💎আরও পড়ুন-'আশা করছি আমি প্রমাণ করে দিয়েছি', ODI সিরিজ শুরুর আগেই নতুন অধিনায়ককে বার্তা লিয়ামের…
ভারতীয় ক্রি🌼কেট দল বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে তিন স্পিনারেই খেলতে পারে, পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী উঠে এসেছে সেই তথ্যই। রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন যে খেলবেন চিদাম্বরম স্টেডিয়ামে সেটা বলাই যায়। কিন্তু তৃতীয় বোলার কে হবেন, সেদিকেই নজর থাকছে। কুলদীপ যাদব এবং অক্ষর 𝓰প্যাটালের মধ্যে লড়াই এই পজিশন নিয়ে, তবে পাল্লা ভারি কুলদীপের দিকেই। কারণ টেস্ট ফরম্যাটে চাইনাম্যান বোলার থাকা ভারতকে ঘরের মাঠে বাড়তি সুবিধা দিতে পারে। এছাড়া ইংল্যান্ডের মাটিতে বছরের শুরুতে টেস্ট সিরিজেও ১৯ উইকেট নিয়ে সিরিজ জয়ের ক্ষেত্রে বড় অবদান রেখেছিলেন কুলদীপ।
আরও পড়ুন-বাংলাদেশ সিরিজে ভারতীয় দলে ঢোকার পুরস্কার! আকাশ দীপ পেলেন বি🥂রাট উপহার! ꧅আগে পেয়েছেন রিঙ্কু,শাহবাজও…
পেস বোলারদের চারজনকে স্কোয়াডে রাখা হলেও বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামতে পারেন দুই পেসার মহম্মদ সিরাজ এবং জসপ্রীত বুমরাহ। সেক্ষেত্রে রিজার্ভে থাকবেন বাংলার পেসার আকাশদীপ এবং নবাগত যশ দয়াল। শেষ কয়েক বছর ধরেই ভারত নিজের মাটিতে টেস্ট খেললে তিন স্পিনার, জোড়া পেসার ফর্মেশনেই খেলে আ𒈔সে। ফলে বাংলাদেশের বিরুদ্ধেও চেনা সেই স্ট্র্যাটেজিতেই দল নামাতে পারেন গৌতম গম্ভীর, রোহিত শর্মারা।
আরও পড়ুন-অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৬🧸 রানে অলআউটের পর মনোবল বাড়াতে গান করে ছিলেন শাস্ত্রী! রহস্য ফাঁস অশ্বিনের…
অবশ্য মিডল অর্ডারে লোকেশ রাহুল না🐓 সরফরাজ খান, সেই নিয়ে ম্যাচের আগের দিন উইকেট দেখেই সিদ্ধান্ত নিতে পারে টিম ম্যানেজমেন্ট। ঋষভ পন্ত খেলবেন তা ধরে নেওয়াই যায়। ধ্রুব জুরেল, সরফরাজ খান এবং লোকেশ রাহুলের ম🔯ধ্যে কে খেলবেন মিডল অর্ডারে, সেটা এখনও ঠিক করে উঠতে পারেনি দল। রোহিত শর্মার সঙ্গে যশস্বী জয়সওয়াল সম্ভবত ওপেনিং করবেন। এরপর শুভমন গিল এবং বিরাট কোহলি থাকবেন। ঋষভ পন্ত ছাড়া আর কে মিডল অর্ডারে খেলবেন সেটা টেস্টের আগের দিনই ঠিক করবে ভারতীয় দল।