টি-২০ বিশ্বকাপের জন্য ১৫ জনের স্কোয়াড গড়ে নিতে হবে সব দলকে। ভারতের মতো ꧃দেশ, যেখানে প্রতিভার ছড়াছড়ি, বিরাট পুল থেকে মাত্র ১৫ জনকে বেছে নেওয়া নির্বাচকদের পক্ষে নিতান্ত কঠিন কাজ সন্দেহ নেই। তাই অজিত আগরকররা আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য ১৫ জনের ভারতীয় স্কোয়াড ঘোষণা করার পরে বাদ পড়তে হয় শুভমন গিল, লোকেশ রাহুল, রিঙ্কু সিংয়ের মতো একাধিক তারকাকে।
এই অবস্থায় বাদ পড়া ও বিশ্বকাপের জন্য বিবেচিত না হওয়া ক্রিকেট🐲ারদের নিয়ে যদি সমান্তরাল ভারতীয় দল বেছে নেওয়া যায়, তবে 🎀সেই টি-২০ স্কোয়াডে কারা জায়গা পেতে পারেন দেখে নেওয়া যাক। এক্ষেত্রে বিশ্বকাপ স্কোয়াডের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে দু'টি স্কোয়াড গড়ে নেওয়া হল।
চলতি আইপিএলের পারফর্ম্যা💃ন্সের নিরিখেই দল গড়ে নেওয়া হলেও একটি দলে জায়গা দেওয়া হল ইতিমধ্যেই আন্তর্জাতিক টি-২০ খেলা ক্রিকেটারদের। অন্য একটি স্কোয়াডে🅠 রাখা হল সেই সব ক্রিকেটারদের, যাঁদের এখনও আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে হাতেখড়ি হয়নি অথচ চলতি ইন্ডিয়ান প্রিমিয়র লিগে দুর্দান্ত পারফর্ম্যান্স উপহার দিচ্ছেন।
আরও পড়ুন:- ♔২০২২ সালে T20 বিশ্বকাপ খেলা এই ৭ ভারতীয় তারকা বাদ পড়লেন ২০২৪ বিশ্বকা𓆏প থেকে
ইতিমধ্যেই আন্তর্জাতিক টি-২০ খেলা ক্রিকেটারদের নিয়ে গড়া সমান্তরাল ভারতীয় স্কোয়াড ও তাঁদের আইপিএল ২০২৪-এর পারফর্ম্যান্স:-
১. শুভমন গিল-১০ ইনিংসে ৩২০ রান।২. রুতুরাজ গায়কোয়াড়- ১০ ইনিংসে ৫০৯ রান।৩. তিলক বর্মা- ১০ ইনিংসে ৩৪৩ রান।৪. শ্রেয়স আইয়ার- ৯ ইনিংসে ২৫১ রান।৫. লোকেশ রাহুল (ক্যাপ্টেন)- ১০ ইনিংসে ৪০৬ রান।৬. রিঙ্কু সিং- ৮ ইনিংসে ১২৩ রান।৭. ইশান কিষান (উইকেটকিপার)- ১০ ইনিংসে ২৪৪ রান।৮. দীনেশ কার্তিক (উইকেটকিপার)- ৮ ইনিংসে ২৬২ রান।৯. বরুণ চক্রবর্তী- ৯ ইনিংসে ১১টি উইকেট।১০. রবি বিষ্ণোই- ১০ ইনিংসে ৬টি উইকেট।১১. হার্ষাল প্যাটেল- ১০ ইনিংসে ১৪টি উইকেট।১২. টি নটরাজন- ৭ ইনিংসে ১৩টি উইকেট।১৩. মুকেশ কুমার- ৭ ইনিংসে ১৩টি উইকেট।১৪. খলিল আহমেদ- ১১টি ইনিংসে ১২টি উইকেট।১৫. আবেশ খান- ৯ ইনিংসে ৯টি উইকেট।