꧙বাংলাদেশকে প্রত্যাঘাত শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট দল। বুদ্🧸ধিমত্তার সঙ্গেই ব্যাটিং করে প্রথম ইনিংসে ৫২ রানের লিড নেয় ভারতীয় দল। বাংলাদেশকে ২৩৩ রানে প্রথম ইনিংসে অলআউট করার পর, রোহিত শর্মারা প্রথম বল থেকেই বাংলাদেশ বোলারদের টার্গেট করেছিলেন। আর তাতেই নাস্তানাবুদ অবস্থা হয়ে যায় নামজুল হোসেন শান্তর দলের বোলারদের। এতকাল টেস্ট ক্রিকেটে যা ঘটেনি, সেই সব রেকর্ডই গড়ে ফেলেছে হিটম্যানের টিম।
আরও পড়ুন-পঞ্চম একদিনের ম্যাচে DLS মেথডে ইংল্যান্ড বধ অজিদের! 🐭অলরাউন্ডার হে꧂ডের ম্যাজিকে সিরিজ জয়…
ব্রেন্ডন ম্যাককালাম থেকে ꧒বীরন্দ্রে সেওয়াগ, টেস্ট ক্রিকেট এতকাল বহু তারকার তাণ্ডল দেখলেও কানপুরের মাটিতে সোমবার ভারত দলগতভাবে যে ক্রিকেটটা খেলল তা এর আগে ক্রিকেটবিশ্ব কখনও দেখেনি। যেখানে আজকের আগে পর্যন্ত টেস্ট ক্রিকেটে ৮ রান রেটে কখনও ১০০ রানই ওঠেনি, সেখানে ভারতীয় দল ২৮৫ রান তুললে ৩৪.৪ ওভারে, অর্থাৎ রান রেট ৮.২২। গত বছর পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দল নিজেদের সর্বোচ্চ ৭.৫৪ রান রেটে করেছিল ২ উইকেটে ১৮১ রান। ২৪ ওভারে সেই রান তুলে ডিক্লিয়ার করেছিল টিম ইন্ডিয়া। এবার ভারতীয় দল সেই রান রেটকেও ছাপিয়ে গেল।
বাংলাদেশ বোলা♈রদের বিরুদ্ধে অবশ্য স্রেফ রান রেটের নিরিখেই টিম ইন্ডিয়া রেকর্ড করেছে তেমনটা নয়। এই টেস্টে রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়াল যেখানে শুরু করেছিলেন, লোকেশ রাহুল, আকাশদীপরা সেখানেই শেষ করেছিলেন বলা যায়। কারণ ৫০ থেকে ২৫০, সব ধাপেই ভারত পৌঁছল টেস্ট ফরম্যাটে দ্রুততম দল হিসেবে।
আরও পড়ুন-BCCI AGM- নতুন ফরম্যাট অপছন্দ!▨ আগামী বছরই ফিরছে দলীপের পুরনো নিয়ম! ICCতে প্রতিনিধি কে?
টেস্টে দ্রুততম ৫০-২৫০ ভারতের…
মাত্র ৩ ওভারেই আসে প্রথম ৫০ রান
১০.১ ওভ🥀ার অর্থাৎ ৬১ বলে আসে ভারতীয় দলের প্রথম ১০০ রান
১৮.২ ওভার অর্থাৎ ১১০ বলে আসে ভারতের ১৫০ রান
২৪.২ ওভার অর্থাৎ ১৪৬ বলে ভারতীয় দল তোলে ২০০ রান
৩০.১ ওভারে টিম ইন্ডিয়া পৌঁছে যায় ২৫০ রানের গণ্ডি
আরও পড়ুন-IPL 2025- তারকারা যখন জিরো, তখন ওরাই হিরো! শশাঙ্কদের সম্মান দিতেই ম্যাচ ফি-র সিদ্ধান্ত🍰…
ভারতীয় দল কানপুর টেস্টের প্রথম ইনিংসে ৫২ রানের লিড নেয়। সৌজন্যে শেষ দিকে আকাশদিপের ১২ রানও গুরুত্বপূর্ণ। লো স্কোরিং ম্যাচ হওয়ায় আকাশদীপের পরপর দুটি ওভারবাউন্ডারিও যথেষ্ট প্রয়োজন ছিল টিম ইন্ডিয়ার। এক ক্যালেন্ডার ইয়া෴রে ছয় মারার নিরিখেও ইংল্যান্ডকে টপকে গেল রোহিত শর্মার ভারতীয় দল।