বুধবারের মধ্যে ঘোষণা করতেই হবে স্কোয়াড। তবে মঙ্গলবার সকালেও বিসিসিআইয়ের তরফে আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করা হয়নি। ১ মে-র সময়সীমা পর্যন্ত অপেক্ষা না করে মঙ্গলবারই ভারতীয় ক্রিকেট বোর্ড💮 তাদের স্কোয়াড জানিয়ে দিতে পারে বলে খবর। সেই সম্ভাবনা জোরালো হল নির্বাচকপ্রধান অজিত আগরকর আমদাবাদে পৌঁছে যাওয়ায়।
আগরকর ইতিমধ্যে ক্যাপ্টেন রোহিত শর্মা ও কোচ রাহুল দ্র✤াবিড়ের সঙ্গে দীর্ঘ সময় বৈঠক করেছেন বলে খবর। সুতরাং, কোচ-ক্যাপ্টেনের মতামত নেওয়া হয়ে গিয়েছে জাতীয় নির্বাচকদের। নিশ্চিতভাবেই নির্বাচকদের হাতে রয়েছে প্রাথমিক বাছাই তালিকা। তবে কোন ১৫ জনের তালিকায় চূড়ান্ত সিলমোহর দেওয়া হবে, সেটা জানার জন্য ভারতীয় ক্রিকেটপ্রেমীদের উৎসাহ তুঙ্গে।
আগরকরের নেতৃত্বﷺাধীন জাতীয় নির্বাচক কমিটির মঙ্গলবার আমদাবাদে বোর্ড সচিব জয় শাহর সঙ্গে বৈঠক করার কথা। সেই মতো আগরকর আমদাবাদে পৌঁছে গিয়েছেন বলে খবর। সুতরাং, বৈঠক শেষেই আগরকরদের হাতে থাকতে পারে চূড়ান্ত ১৫ ♏জনের তালিকা।
ভারতীয় দল মূল স্কোয়াডের সঙ্গে দু-একজন ক্রিকেটারকে ট্র্যাভেলিং ꦛরিজার্ভ হিসেবে বিশ্বকাপে নিয়ে যেতে পারে। সঙ্গে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হতে পারে কয়েকজনকে। সেই তালিকাও চূড়ান্ত করবেন আগরকররা। উদ্ভূত প🔯রিস্থিতিতে এটা নিশ্চিত যে, নির্বাচকদের বেছে নেওয়া স্কোয়াড খুশি করবে না সকলকে।
কেননা বিশেষ কয়েকটি ক্ষেত্রে নির্বাচকদের সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে। বিশ্বকাপের উইকেটকিপার বেছে নিতে গিয়ে হিমশিম খাবেন আগরকররা। কেননা লোকেশ রাহুল, সঞ্জু স্যামসন ও ঋষ🌞ভ পন্ত চলতি আইপিএলে কার্যত সমান্তরাল পারফর্ম্যান্স🀅 উপহার দিচ্ছেন। তিনজনেই দুরন্ত ছন্দে রয়েছেন। খুব বেশি হলে দু'জনকে মূল স্কোয়াডে রাখতে পারেন নির্বাচকরা। তবে তার পরেও কোনও একজনকে বাদ দেওয়া কঠিন সিদ্ধান্ত হতে চলেছে নিশ্চিত।
আরও পড়ুন:- একটি মাঠে সব থেকে বেশি IPL উইকেট, মালিঙ্গার রেকর্ড ভেঙে সেরা ৫-এর শীর্ষে🍰 নারিন
তাছাড়া ওপেনে রোহিত শর্মা নিশ্চিত। যশস্বী জসওয়াল𓆏ের𒆙 জায়গা নিয়েও বিশেষ সংশয় দেখা যাচ্ছে না। এক্ষেত্রে শুভমন গিল ও রুতুরাজ গায়কোয়াড়কে উপেক্ষা করাও সহজ হবে না নির্বাচকদের পক্ষে।
স্পিন বোলিং বিভাগে দাবিদার রয়েছেন রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদꦐীপ যাদব ও যুজবেন্দ্🔜র চাহাল। জাদেজা ও কুলদীপের জায়গা নিশ্চিত দেখাচ্ছে। তৃতীয় স্পিনার হবেন কে, সেটা জানতে উৎসুক ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।
আরও একটি বিষয়🎐 নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। হার্দিক পান্ডিয়া কি শেষমেশ ভারতের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিতে পারবেন? নাকি শিবম দুবেকে দিয়ে কাজ চালিয়ে নিতে হবে ভারতীয় দলকে? উত্তর জানার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুক্ষণ।