আইপিএলের দুরন্ত পারফর্ম্যান্স দিয়ে জাতীয় দলে জায়গা করে নিয়েছিলেন। জিম্বাবোয়ে সফরের টি-২০ সিরিজের জন্য ভারতীয় দলে নির্বাচিত হওয়ার পরে নীতীশ নিজেই অবাক হয়েছিলেন। তি𒀰নি স্পষ্ট জানিয়েছিলেন যে, এত তাড়াতাড়ি সুযোগ আসবে, তা তিনি ভাবেননি। তবে ২১ বছরের অল-রাউন্ডার তখনও জানতেন না যে, সেই সুযোগ কাজে লাগানো হবꦆে না তাঁর।
কেননা মাঠে নামার আগেই জাতীয় স্কোয়াড থেকে ছিটকে যেতে হয় সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল ম✱াতানো তারকাকে। দল ঘোষণার ঠিক একদিন পরেই চোটের জন্য মাঠের বাইরে চলে যেতে হয় নীতীশকে। সোমবার জাতীয় নির্বাচকরা জিম্বাবোয়ে সফরের জন্য ভারতীয় দল ঘোষণা করেন। বুধবার বিসিসিআইয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করে নীতীশের ছিটকে যাওয়ার খবর জানিয়ে দেওয়া হয়।
যদিও নীতীশের পরিবর্ত ক্রিকেটারের নামও জানিয়ে দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। বিশ্বকাপ থেকে ফিরেই শুভমন গিলের নেতৃত্বাধীন ভারতীয় দলের সঙ্গে জিম্বাবোয়ে উড়ে যাবেন শিবম🅠 দুবে। প্রাথমিকভাবে জিম্বাবোয়ে সফরের ১৫ জনের স্কোয়াডে নাম ছিল না দুবের। বিশ্বকাপ দলের যশস্বী জসওয়াল ও সঞ্জু স্যামসনকে আগেই স্কোয়াডে রেখেছিলেন অজিত আগরকররা। এবার নীতীশের পরিবর্ত হিসেবে জিম্বাবোয়ে সফরের ভারতীয় স্কোয়াডে ঢুকিয়ে দেওয়া হয় তারকা অল-রাউন্ডার দুবেকে।
নীতীশ রেড্ডি গত আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দুর্দান্ত পারফর্ম্যান্স উপহার দেন। তিনি ১১টি ইনিংসে ব্যাট করে ৩৩.৬৬ গড়ে সাকুল্যে ৩০৩ রান সংগ্রহ করেন। হাফ-সেঞ্চুরি করেন ২টি। তাঁর সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ৭৬ রানের। নীতীশ ১৪২.৯২ স্ট্রাইক-রেটে রান সংগ্রহ করেন। তিনি ১৫টি চার মারেন এবং ছক্কা হাঁকান ২১টি। এꦚছাড়া আইপিএলের ৭টি ইনিংসে বল করে ৩টি উইকেট দখল করেন নীতীশ।
বিসিসিআইয়ের তরফে বিজ্ঞপ্তিতে নীতীশের চোটের কথা জানানো হলেও কোথায়-কীভাবে চোট পেয়েছেন তিনি, তা উল্লেখ করা হয়নি। তবে এটা জানানো হয়েছে যে বোর্ডের মেডিক্যাল টিম নীতীশের ফিট হয়ে ওঠার দিকে নজর রাখবে। উল্লেখ্য, নীতীশ রেড্ডি ছাড়াও আইপিএলের পারফর্ম্যান্স দিয়ে জি꧒ম্বাবোয়ে সফরের ভারতীয় দলে ঢুকে পড়েন রিয়ান পরাগ ও অভিষেক শর্মা। যদিও ভাগ্য বিরূপ হওয়ায় নীতীশের এখনই দেশের জার্সিতে মাঠে নামা হচ্ছে না।
জিম্বাবোয়ে সফরের জন্য পরিবর্তিত ভারতীয় স্কোয়াড:-
শুভমন গিল (ক্যাপ্টেন), যশস্বী জসওয়াল, রুতুরাজ গায়কোয়াড়, অভিষেক শর্মা, রি🅺ঙ্কু সিং, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ধ্রুব জুরেল (উইকেটকিপার), শিবম দুব𝓰ে, রিয়ান পরাগ, ওয়াশিটন সুন্দর, রবি বিষ্ণোই, আবেশ খান, খলিল আহমেদ, মুকেশ কুমার ও তুষার দেশপান্ডে।