ঘরোয়া হোক বা আন্তর্জাতিক ক্রিকেট, ১ ওভারে ৬টি ছক্কার স꧟াহায্যে ৩৬ রান ওঠার ছবি দেখা গিয়েছে বহুবার। কাউন্টি ক্রিকেটে এক ওভারে ৩৮ রান উঠেছে ২ বার। তবে এবার সেই কাউন্টির আসরেই এমন এক অবাক কাণ্ড ঘটিয়ে বসলেন লুইস কিম্বার, যা ক্র♑িকেটবিশ্বে খুব কমই শোনা গিয়েছে।
দিন কয়েক আগে সারে বনাম ওরচেস্টারশায়ার কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচে ইংল্যান্ডের স্পিনার শোয়েব বশিরকে এক ওভারে পিটিয়ে ছাতু করেন ড্যান লরেন্স। সেই ওভারে পরপর ৫টি ছক্কা মারেন লরেন্স। অতিরিক্ত মিলিয়ে মোট ৩৮ রান ওঠে শোয়েব বশিরের ওভারে। কাউন্টিতে এক ওভারে ৩৮ রান ওঠার পরেও কে𓂃উ অবা😼ক হননি। কেননা ১৯৯৮ সালে অ্যালেক্স টিউডরের ওভারেও উঠেছিল ৩৮ রান। সেবার ব্যাটার ছিলেন অ্যান্ড্রু ফ্লিন্টফ।
এবার সাসেক্স বনাম লেস্টারশায়ার ম্যাচে ঘটল অভাবনীয় ঘটনা। বুধবার সাসেক্সের তারকা পেসার ওলি রবিনসন এক ওভারে ৪৩ রান খরচ করে বসেন। ব্যাটসম্যান ছিলেন লুইস কিম্বার। লেস্টারের দ্বিতীয় তথা ম্যাচের চতুর্থ ইনিংসে ঘটে এমন ঘটনা। ইনিংসের ৫৯তম ওভারে বল করতে আসেন ইংল্যান্ডের 💮হয়ে ২০টি🧸 টেস্ট খেলা রবিনসন।
ওভারের প্রথম বলে ছয় মারেন কিম্বার। দ্বিতীয় বল করতে এসে ওভার-স্টেপ করে বসেন রবিনসন। সেই নো-বলে চার মারেন কিম্বার। কাউন🍷্টি চ্যাম্পিয়নশিপের নিয়ম অনুযায়ী বোলার ওভার-স্টেপ করলে নো-বলে ২ রান যোগ হয়। সুতরাং, সেই বলে (২+৪) ৬ রান আসে। পরের তিনটি (দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ) বৈধ ডেলিভারিতে যথাক্রমে ৪, ৬ ও ৪ রান সংগ্রহ করেন কিম্বার।
পঞ্চ𝓡ম বল করতে এসে ফের ওভার-স্টেপ করেন রবিনসন। সেই নো-বলে কিম্বার চার মারায় (২+) ৬ রান চলে আসে। বোলার পুনরায় পঞ্চম বল করলে তাতে ফের চার মারেন কিম্বার। শেষ বল করতে এসে ওভারে তৃতীয়বারও ওভার-স্টেপ করেন রবিনসন এবং তাতেও চার মারেন কিম্বার। শেষ বলে ১ রান ওঠে।
সুতরাং, ৩টি নো-বল মিল෴িয়ে রবিনসনের সেই ওভার🐻ের ৯টি বলে যথাক্রমে ৬, ২+৪, ৪, ৬, ৪, ২+৪, ৪, ২+৪ ও ১ রান ওঠে। অর্থাৎ, ৪৩ রান আসে এক ওভারেই। স্বাভাবিকভাবেই এটি কাউন্টি ক্রিকেটে এক ওভারে সব থেকে বেশি রান ওঠার নতুন রেকর্ড।
কিম্বার ৮ নম্বরে ব্যাট করতে নেমে ৮টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৪০ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি ১১টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ৬২ বলে শতরানের গণ্ডি টপকান। 🌟কিম্বার ১৬টি চার ও ১২টি ছক্কার সাহায্যে ৮১ বলে দেড়শো রান পূর্ণ করেন। তিনি ১৯টি চার ও ১৭টি ছক্কার সাহায্যে ১০০ বলে ডাবল সেঞ্চুরির গণ্ডি টপকে যান। শেষমেশ ২০টি চার ও ২১টি ছক্কার সাহায্যে ১২৭ বলে ২৪৩ রান করে আউট হন কিম্🃏বার।