মহেন্দ্র সিং ধোনি আবারও নিজের ব্যাটিং দক্ষতায় দলের খারাপ সময়কে পিছনে ঠেলে দিলেন। এবং চেন্নাই সুপার কিংসকে পাঁচ ম্যাচের 🔯হারের পরে জয়ের রাস্তা দেখালেন। টানা হারের ধারা কাটিয়ে সোমবার রাতে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে জয়ে ফিরেছে চেন্নাই সুপার কিংস।
কিংবদন্তি উইকেটকিপার ব্যাটার, যিনি রুতুরাজ গায়কোয়াড়ের চোটের কারণে আবারও সিএসকের অধিনায়কত্ব নিজের হাতে তুলে নিয়েছেন, ১১ বলে অপরাজিত ২৬ রান করে দলকে জয় এনে দেন। ধোনি ১৬তম ওভারে ব্যাট করতে নেমে প্রথম দুটি বল সতর্কভাবে খেলার পরই টানা বা🅰উন্ডারি মেরে ইনিংসের রঙ বদলে দꦗেন।
পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ঋষভ পন্তের লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে নামার আগে টানা পাঁচ ম্যাচ হেরে সমালোচনার মুখে পড়েছিল,♛ তবে LSG🌸-র বিরুদ্ধে এই স্নায়ুচাপপূর্ণ জয় তাদের জন্য একরকম স্বস্তি এনে দিল এবং অভিযানটিকে আবার সঠিক পথে ফেরাল।
আরও পড়ুন … ভীতুদের মতো ক্রিকেট খেলতে চাই না: লখনউয়ে দাঁড়🐬িয়ে চিপকের পিচ নিয়ে বিস্ফোরক ধোনি
LSG vs CSK ম্যাচ শেষে ধোনি লখনউ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে দেখা করেন। ধোনি আগে গোয়েঙ্কার প্রাক্তন আইপিএল দল রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে খেলেছিলেন এবং প্রথম মরশুমে দলটির অধিনায়কত্বও করেছিলেন, যদিও সেই বছরে ধোনি ও গোয়েঙ্কার মধ্যে কিছু বিতর্ক লক্ষ্য করা গিয়েছিল। পরের মরশুমের আগেই ধোনিকে রাইজিং পুনে সুপারজায়ান্টস থেকে সরিয়ে দেওয়া𒊎 হয়েছিল।
তবে এবার একই ফ্রেমে ধোনি ও গোয়েঙ্কা। তাদের কথোপকথনের ছবি ও ভিডিয়ো সোশ্꧋যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। লখনউ অধিনায়ক ঋষভ পন্তও সে🍨ই আলোচনায় উপস্থিত ছিলেন এবং একটি ছবিতে দেখা যায়, ধোনির কাঁধে হাত রেখে কথা বলছেন গোয়েঙ্কা। এই ভিডিয়ো বেশ ভাইরাল হয়ে যায়।
আরও পড়ুন … রাহানের KKR-র বিরুদ্ধে কোন টিম খেলাবে শ্রেয়সের PBKS? দেখুন ২ দল𓆏ের সম্ভাব্য একাদশ
ধোনি ফিরলেন পুরনো রূপে
এদিকে একটা সময়ে যখন ম্যাচটা হাতছাড়া হওয়ার পথে ছিল চেন্নাই সুপার কিংস, তখন ধোনির চারটি বাউন্ডারি ও একটি ছক্কায় সাজানো ইনিংসটি চেন্নাই সুপার কিংসকে আবারও খেলায় ফিরিয়ে ছিল। তিনি ১৭তম ওভারের শেষ বলে এক হাতে ছক্কা হাঁকিয়ে লক্ষ্য ন𓄧ামিয়ে আনেন ৩ ওভারে ৩১ রানে। এরপ𝔉র শার্দুল ঠাকুরের ওভারে ধোনির ক্যাচ ফেলেন রবি বিষ্ণোই, আর সেই ওভারে আসে ১৯ রান। ম্যাচ শেষ করেন শিবম দুবে, আবেশ খানের বলে কাভার ড্রাইভে চারের মাধ্যমে।
আরও পড়ুন … রাহানে দারুণ শান্ত আর শ্রেয়স… PBKS vs KKR ম্যাচের আগে দুই ক্যাপ্ট🌳েনের ܫপার্থক্য বোঝালেন KKR-র রমনদীপ সিং
ম্যাচ শেষে ধোনি লিগ আয়োজকদের উদ্দেশ্যে বলেন, যেন এমন উইকেট তৈরি করা হয় যেখানܫে ব্যাটাররা সহজে শট খেলতে পারেন, কারণ কোনও দলই ভীতুর মতো ক্রিকেট খেলতে চায় না।
মহেন্দ্র সিং ধোনি বলেন, ‘এর পিছনে একটা কারণ হতে পারে যে চেন্নাইয়ের উইকেট একটু ধীরগতির। যখন আমরা বাইরের মাঠে খেলেছি, তখন ব্যাটিং ইউনিট একটু ভালো করেছে। হয়তো আমাদের এমন উইকেটে খেলা উচিত যা একটু ভ𒈔ালো, যেন ব্যাটাররা আত্মবিশ্বাস নিয়ে শট খেলতে পারে। আপনি চাইবেন না দলগুলো ভীতু ক🌸্রিকেট খেলুক।’