অবশেষে শেষ হল ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’-এর শ্যুটিং। এবার শুরু হবে ছবির পোস্ট প্রোডাকশন𓆉। তবে এরপরেই ছবি মুক্তি নিয়ে কিছুটা চিন্তায় রয়েছেন বলে জানাচ্ছেন প্রযোজক সঙ্গীতা সিনহা। কিন্তু কেন এমন চিন্তা? এ ছবির প্রসঙ্গে Hindustan Times Bangla-র কাছে নিজেই মুখ খুলেছেন তিনি।
কী জানাচ্ছেন প্রযোজক সঙ্গীতা সিনহা?
সঙ্গীতা দেবী বলেন, ‘লক্ষীকান্তপুর লোকাল.... আমার বহুদিনের স্বপ্নের ফসল। অনেক উথাল পাথাল ঢেউ, অনেক ঝড়-বাদল, অনেক পাথর বিছানো কঠিন রাস্তা পার হয়ে তবে এই স্বপ্নের নির্মাণ। তবে নিজের প্রতি আর শুভাকাঙ্খীদের ভালোবাসার প্রতি অনড়, অটল আস্থা ছিল যে বাঁকাচোরা রাস্তার শেষে একটা সূর্যালোকিত মোড় আছে নিশ্চিত। তাই দ্বিধা, দ্বন্দ্ব সব কাটিয়ে আশার আলোয় লক্ষ্য স্থির রেখে এগিয়েছি। শেষ পর্যন্ত এসেছে সেই কাঙ্খিত মুহূর্ত, লক্ষীকান্তপুর লোকাল পৌঁছেছে গন্তব্যে। আর এই লোকালে যেসকল আলোর পথযাত্রীরা সঙ্গে ছিলেন, আছেন বা থাকবেন সকলকে আমি অন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই। ছবির শ্যুটিং শেষ, পোস্ট প্রোডাকশন ও রিলিশ নিয়ে উদ্বেগ নিয়ে অপেক্ষায় আছি.... । তবে আশা পূর🧔্ব দিগন্তে সূর্য নিশ্চয় উঠবেই।’
প্রসঙ্গত, প্রথমে শোনা গিয়েছিল, রামকমল মুখোপাধ্যায় পরিচালিত এই 'লক্ষ্মীকান্তপুর লোকাল' ছবিতে নাকি কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে রূপা গঙ্গোপাধ্যায়। তবে রূপা নন, জানা যাচ্ছ𒈔ে লক্ষ্মীকান্তপুর লোকালে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে। ঐতিহাসিক বা পৌরাণিক চরিত্র কিংবা পিরিয়ড ড্রামা নয়। রামকমলের এই ছবিতে মধ্যবিত্তের জীবনচর্যা ধরা দিতে চলেছে। প্রাত্যহিক জীবনে যাঁরা না থাকলে জীবন অচল, সেই গৃহপরিচারিকাদের গল্প পরিচালক নাকি পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন। লোকাল ট্রেন ছাড়াও কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাতেই হয়েছে ছবির শ্যুটিং।

কৌশিক গঙ্গোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত ছাড়া এই ছবিতে রয়েছেন পাওলি𝓡 দাম, ইন্দ্রনীল সেনগুপ্ত, সঙ্গীতা সিনহা, চন্দ্রায়ী ঘোষ, সায়ানী ঘোষ, জন ভট্টাচার্য, রাজনন্দিনী পাল, দেবাশিস মণ্ডল ও মদন মিত্র।
রামকুমল মুখোপাধ্যায় পরিচালিত এই ছবির প্রযোজনায় সঙ্গীতা সিনহা ছাড়াও রয়েছেন প্রমোদ ফিল্মসের প্রতীক চক্রবর্তী। অর্থাৎ অ্যাঞ্জেল ক্রিয়েশন ও প্রমোদ ফিল্মসের যৌথ উদ্যোগে তৈরি হচ্ছে এই ছবি। আগামী ২০ মে🌊 সামনে আনা হবে ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’-এর চরিত্রদের লুক।