ম্যাচজয়ী ইনিংসের পরেই সামনে এল CSK ভক্তদের জন্য এক উদ্বেগের ভিডিয়ো। আসলে এই ভিডিয়ো দেখে মহেন্দ্র সিং ধোনির ভক্তরা বেশ চাপে পড়ে গিয়েছে। LSG-র বিরুদ্ধে জয়ের পরে CSK যখন তাদের টিম হোটেলে প্রবেশ করছিল তখন ধোনিকে খোঁড়াতে দেখা যায়। এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে আসতেই ধোনির ♏ভক্তেরা বেশ চাপে পড়ে গিয়েছে। তবে চেন্নাই সুপার কিংসের ভক্তেরা বলছেন, যদি এবার ধোনি আহত হন ෴তাহলে দলের নেতৃত্ব দেবেন কে?
সোমবার লখনউয়ের একানা স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ღধে ম্যাচে দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। তিনি মাত্র ১১ বলে ২৬ রান করে চেন্নাই সুপার কিংসকে জয় এনে দেন। ধোনির এই ঝড়ো ইনিংস দেখে লখনউয়ের মাঠে হলুদ সমর্থকদের উল্লাসে ফেটে পড়তে দেখা যায়। এর পাশাপাশি, প্রথম ইনিংসে উইকেটের পিছনে তিনটি গুরুত্বপূর্ণ স্টাম্পিং/ক্যাচ নিয়ে ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মাহি। ধোনির এই পারফরম্যান্স চেন্নাই সুপার কিংসকে পাঁচ ম্যাচ পর জয়ের স্বাদ দেয়, তারা লখনউকে পাঁচ🎉 উইকেটে হারায়।
আরও পড়ুন … মোহনবাগানে কি সৃঞ্জয় বসুর পꦚ্রত্যাবর্তন হতে চলেছে? বারপুজোর দ🅺িনে সবুজ মেরুন নির্বাচনের জল্পনায় আগুন
চেন্নাইয়ের সমর্থকরা এই জয় উদযাপন করেন, কারণ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম ম্যাচ জয়ের পর একাধিক ম্যাচে হেরে তারা আবার জয়ে ফিরেছে। তবে ম্যাচ-পরবর্তী এক ভিডিয়ো সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই সমর্থক🎉দের মধ্যে চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
ভাইরাল হওয়া ভিডিয়োত🅺ে দেখা যায়, ধোনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন এবং সতীর্থ রবীন্দ্র জাদেজার পিছনে ধীরে ধীরে মাঠ ত্যাগ করছেন। এই দৃশ্য দেখে অনেকেই আশঙ্কা করছেন, ধোনির হয়তো আবার কোনও বড় চোট হয়েছে এবং হয়তো তিনি বাকি মরশুমে আর খেলতেই পারবেন না। উল্লেখ্য, এর আগেই নিয়মিত অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় চোট পেয়ে পুরো মরশুম থেকে ছিটকে গিয়েছেন। তার পরিবর্তে ১৭ বছর বয়সি আয়ুষ মাথরেকে দলে নেওয়া হয়েছে। এবার যদি মাহি ছিটকে যান তাহলে চাপ আরও বাড়বে।
আরও পড়ুন … '১৮'-র যোগে এবার IPL জিতবে RCB? প্রশ্ন শুনে বেঙ্গা🌃লুরু ফ্যানদেরই ট্রোল💜 বিরাটের
ধোনির হাঁটুর সমস্যা
প্রসঙ্গত, ৪৩ বছর বয়সি ধোনি দুই বছর আগে, আইপিএল ২০২৩ শেষ হওয়ার পর হাঁটুর অস্ত্রোপচার করিয়েছিলেন এবং সেই বছরের বাকি সময়টা রিকভারিতে কাটিয়েছিলেন। গত বছর আইপিএলে ফেরার পরও তাঁর হাঁটু সমস্যা ছিল। এমনকি তাঁর ব্যাট করতে নামার আগে হাঁটুর ওপর ‘নী-ক্য♋াপ’ পরার একটি ভিডিয়োও ভাইরাল হয়েছিল।
চলতি মরশুমের শুরুতেও চেন্নাইয়ের প্রধান কোচ স্টিফেন ফ্ল🎐েমিং এই হাঁটুর সমস্যার কথা স্বীকার করেছিলেন। তিনি জানিয়েছিলেন, এই কারণেই ধোনি ব্যাটিং অর্ডারে উপরের দিকে নামছেন না।
চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচে হা🅘রের পর ফ্লেমিং বলেছিলেন, ‘এটা সময়ের বিষয়—এমএস নিজেই সেটা বিচার করে। ওর হাঁটু আগের মতো নেই। চলাফেরা ঠিকঠাকই করছে, তবে দৌড়ঝাঁপে কিছুটা সমস্যা হয়। দশ ওভার টানা দৌড়ে ব্যাট করা ওর পক্ষে এখন সম্ভব নয়। তাই ও নির্ধারণ করে নেয়, কোন দিনে কতটা দিতে পারবে। যদি ম্যা✅চের পরিস্থিতি খুব টানটান থাকে, তাহলে একটু আগেই নামবে। আর যখন অন্য খেলোয়াড়রা ভালো খেলছে, তখন ওর নামার দরকার পড়ে না। আমরা ওর ওপর ভরসা রাখি। গত বছরও বলেছিলাম, ও খুবই মূল্যবান, তাই ৯-১০ ওভার বাকি থাকতে ওকে নামিয়ে দিই না। সাধারণত ১৩-১৪ ওভারের পর পরিস্থিতি বুঝে নামার সিদ্ধান্ত নেওয়া হয়।’
চেন্নাইয়ের জয় হলেও ধোনির খুঁড়িয়েℱ হাঁটার দৃশ্য সমর্থকদের মনে আবার আশঙ্কার ছায়া ফেলেছে। এই বয়সে ও চোটের মধ্যে দিয়ে ধোনি আর কতদিন মাঠে থাকতে পারবেন? প্রশ্ন উঠছে চেন্নাই শিবিরেও।