ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে আগামী মরশুমের জন্য সেন্ট্রাল কন্ট্র্যাক্ট বা বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করা হল। সেখানে কামব্যাক𓆉 করলেন ইশান কিষান। তিনি শেষ এক বছরে খুব বেশি ম্যাচ জাতীয় দলের জার্সিতে না খেললেও বাধ্য ছেলের মতো ঘরোয়া ক্রিকেটে মুখ বুঝে খেলায়, তাঁকে বিসিসিআই ফের একবার কেন্দ্রীয় চুক্তিতে ফিরিয়ে নিল।
রোহিত-বিরাট BCCI-র শীর্ষ গ্রেডেই
বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তির তালিক🦋ায় সবারই নজর ছিল একটাই কারণে। অনেকেই দেখতে চাইছিলেন, রোহিত শর্মা এবং বিরাট 🌸কোহলি কোন গ্রেডে জায়গায় পান। কারণ এই দুই ক্রিকেটারই বর্তমানে ২ ফরম্যাটে খেলেন, আর রোহিতের টেস্ট পারফরমেন্সও একদম তলানিতে। বর্তমান ভারত অধিনায়ক রয়েছেন কেরিয়ারের গোধুলিতে। কিন্তু বোর্ড অবশ্য ইংল্যান্ড সিরিজের আগে কোনও বিড়ম্বনা না বাড়িয়ে রোহিত , বিরাটকে এ প্লাস গ্রেডেই রেখেছে জাদেজা, বুমরাহর সঙ্গে।
Video- ๊IPL-এ শর্মা যুদ্ধ! কলার তুলে মস্তানি আশুতোষের! আঙুল দেখিয়ে শিক্ষা দিলেন ইশান্ত!
নিচু গ্রেডে ভারতের টি২০ অধিনায়ক
কিন্তু অবাক করা বিষয় হল, ভারতের টি২০ অধিনায়কের গ্রেড কিন্তু তাঁদের তুলনায় অনেক নিচে। এমনকি এ গ্রেডেও জায়গা হয়নি সূর্যকুমার যাদবের। এ গ্রেডে হার্দিক পাণ্ডিয়া, মহম্মদ সিরাজ, লোকেশ রাহুল, শুভমন গিল, ঋষভ পন্ত এবং মহম্মদ শামিরা রয়েছেন,♚ কিন্তু এই তা🐈লিকায় জায়গা হল না ভারতের টি২০ অধিনায়ক সূর্যকুমার যাদবের। টি২০তে ভারতের সেরা ব্যাটারও তিনি আইসিসির ক্রমতালিকায় অনুযায়ী।
মুম্বই ইন্ডিয়ান্সে একই দাম হার্দিক-সূর্যর
মুম্বই ইন্ডিয়ান্সে জার্সিতে আইপিএলে সূর্য খেলছেন হার্দিক পাণ্ডিয়ার ক্যাপ্টেন্সিতে। কিন্তু সেখানে তিনি হার্দিকের মতোই সমান অর্থ পাচ্ছিলেন। অর্থাৎ ১৬.৫০ কোটি টাকায় তাঁকে এবং হার্দিককে আইপিএলের দল রꦡিটেন করেছিল নিলামের আগে। তিনি আইপিএলে ফর্মেও রয়েছেন, রান করছেন এবং দলকেও জেতাচ্ছেন। তবে ভারতীয় বোর্ডের কাছে যে তাঁর দম হার্দিকের থেকে কম, সেটাই আরও একবার বোঝা গেল।
সূর্য ১ ফরম্যাটে, হার্দিক ২ ফরম্যাটে
এক্ষেত্রে বলাই বাহুল্য সূর্যকুমার যাদবকে মূলত ไটি২০ ফরম্যাটেই খেলতে দেখা যায়, সেখানে হার্দিক পাণ্ডিয়া টি২০-র পাশাপাশি ওডিআই ফরম্যাটেও খেলেন। দঃ আফ্রিকার বিরুদ্ধে টি২০ বিশ্বকাপ ফাইনাল ম্যাচে হার্দিকের বোলিংয়ে ডেভিড মিলারের ক্যাচ বাউন্ডারি লাইনে নিয়েই সূর্যকুমার যাদব ভারতকে চ্যাম্পিয়ন হতে সাহায্য করেন। এক্ষেত্রে বোর্ড কিন্তু নামের পিছনে না দৌড়ে, সাম্প্রতিক পারফরমেন্সের নিরিখেই সূর্যকে নিচু গ্রেড দিল বলে মনে কর꧂া হচ্ছে। এ প্লাস গ্রেডের ক্রিকেটাররা বার্ষিক ৭ কোটি, এ গ্রেডের ক্রিকেটাররা বার্ষিক পাঁচ কোটি, বি গ্রেডের ক্রিকেটাররা ৩ কোটি এবং সি গ্রেডের ক্রিকেটাররা বার্ষিক ১ কোটি টাকা পাবেন।