কয়েকদ🌠িন পরই আইসিসি মহিলা টি২০ বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করবে ভারতীয় দল। টিম ইন্ডিয়া এবা🦄রে ট্রফি জয়ের জন্য অন্যতম দাবিদার। হরমনপ্রীত কৌর, রিচা ঘোষ, স্মৃতি মন্ধনা, শ্রেয়াঙ্কা প্যাটিল সমন্বীত টিম ইন্ডিয়ার শক্তি যথেষ্ট। এরই মধ্যে প্রকাশ্যে চলে এল মহিলাদের টি২০ বিশ্বকাপের আগে ওয়ার্ম আপ ম্যাচের ক্রীড়াসূচি। কয়েকদিন আগেই ঘরের মাঠে দঃ আফ্রিকার বিপক্ষে সিরিজে ভালো পারফরমেন্স করেছিল টিম ইন্ডিয়া। সেই ধারাবাহিকতা টি২০ বিশ্বকাপে বজায় রাখার চ্যালেঞ্জে দীপতি শর্মা, জেমিমা রদ্রিগেজদের কাছে। বিশ্বকাপের আগে দুই শক্তিশালী দল ওয়েস্ট ইন্ডিজ এবং দঃ আফ্রিকার মুখোমুখি হতে চলেছে হরমনপ্রীত কৌর বাহিনী, সেখানেই নিজেদের ঝালিয়ে নেবেন টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা।
২০২৪ মহিলা টি২০ বিশ্বকাপের ১০টি দলই দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে বিশ্বকাপ শুরুর ঠিক আগেই। ২৮ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত হবে এই ম্যাচগুলো, যদিও টি২০ স্ট্যাটাস পাবে না এই ম্যাচগুলি। যেন দলগুলো একই গ্রুপে রয়েছে, তাঁরা প্রস্তুতি ম্যাচে একে অপরের বিপক্ষে খেলার সুযোগ পাচ্ছে না। গ্রুপ এতে ভারতের সঙ্গে রয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল🌺্যান্ড, পাকিস্তান এবং শ্রীলঙ্কা।
আরও পড়ুন-১৯ মাস পর লাল বলের ক্রিকেটে ফিরছেন সূর্য! B𝔉order Gavaskar ট্রফির আগে নজরে SKY-এর ফর্ম…
২৯ সেপ্টেম্বর ভারতীয় দল প্রথম টি২০ ওয়ার্ম আপ ম্যাচ খেলবে। হরমনপ্রীত কৌররা সেদিন মুখোমুখি হবেন দুবাইতে ওয়েস্ট ইন্ডিজের। একদিনের ব্যবধানে অর্থাৎ ১ অক্টোবর হরমনপ্রীত কৌর, 🏅স্মৃতি মন্ধনারা খেলবেন নিজেদের দ্বিতীয় ম্যাচ। সেদিন তাঁদের প্রতিপক্ষ সদ্য যাদের বিরুদ্ধে সিরিজ♏ খেলেছে সেই দঃ আফ্রিকা মহিলা ক্রিকেট দল। এই দুই ম্যাচই কার্যত টি২০ বিশ্বকাপের স্টেজ রিহারশালের মঞ্চ হতে চলেছে ভারতের মহিলা ব্রিগেডের কাছে।
আরও পড়ুন-‘কেউ দেখতে পাচ্ছে না,তবে পরিবর্তন হচ্ছে🐲…’বললেন পিসিবি চেয়ারম্যান,পাল্টা খোঁচা আফ্রিদির!
বাংলাদেশের টানা অশান্তির জেরে সেদেশ থেকে আইসিসি মহিলা টি২০ বিশ্বকাপ সরে যায়। এবারে সেই বিশ্বকাপের আসর বসছে দুবাই এবং শারজাহতে। ভেনু বদল হলেও গ্রুপ বিন্যাসের কোনও বদলই হয়নি। ম্যাচের তারিখও একই থাকছে। গ্রুপ স্টেজে প্রত্যেক দলই চারটি করে ম্যাচ খেলবে, সেখান থে🥃কে দুটি করে দল উঠবে সেমিফাইনালে। অক্টোবরের ১৭ এবং ১৮ তারিখ রাখা হয়েছে সেমিফাইনাল ম্যাচ। ২০ অক্টোবর রয়েছে আইসিসি মহিলা টি২০ বিশ্বকাপের মেগা ফাইনাল। সেমি এবং ফাইনাল, তিনটি ম্যাচের জন্যই রিজার্ভ ডে রাখা হয়েছে।