টেস্ট ক্রিকেট প্রত্যাবর্তন হতে পারে ভারতীয় দলের টি২০ অধিনায়ক সূর্যকুমার যাদবের। এক বছরের বেশি সময় আগে শেষবার দীর্ঘ ফরম্যাটের ক্রিকেটে খেলেছিলেন ওসূর্য। ২০২৩ সালের ফেবরুয়ারি মাসে নাগপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে অভিষেক হয়𓆉 তাঁর। কিন্তু এরপর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দলে হোক বা ওয়েস্ট ইন্ডিজ সফর, কোনও সিরিজের জন্যই তাঁকে আর বাছা হয়নি। ১৯ মাস পেরিয়ে গেলেও এখনও আশা ছাড়েননি সূর্য। দলীপ ট্রফিতে লাল বলের ক্রিকেটে ফিরতে চলেছেন, তার হাত ধরেই টেস্ট ক্রিকেটে ফিরতে পারেন টি২০তে সাম্প্রতিক সময় ভারতীয় দলের এই তারকা ব্যাটার।
আরও পড়ুন-🥃হার্দিকের জন্য শাস্তি!ট্রোলিংয়েরও শিকার! এতদিনেও আক্ষেপ যাচ্ছে না লোকেশ রাহুলের!
২০২৪ সালেই ভারতীয়𒀰 দল খেলবে মোট ১০টি টেস্ট ম্যাচ। এর মধ্যে বাংলাদেশের বিপক্ষে দুটি, নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি এবং অস্ট্রেলিয়ার সঙ্গে পাঁচটি টেস্টের সিরিজ। বর্ডার গাভাসকর ট্রফিসহ ভারতীয় টেস্ট দল বেছে নেওয়া জন্য টিম ইন্ডিয়ার নির্বাচকরা বেশ কয়েকজন প্রতিভাকে দলীপ ট্রফিতে সুযোগ দিয়েছেন। এছাড়াও টেস্টে খেলার মতো সম্ভাব্য ক্রিকেটাররা খেলছেন দলীপে, ফলে ঘরোয়া ক্রিকেটে এই প্রতিযোগিতার ওপর ভরসা করে অজিত আগরকরের নির্বাচক কমিটি দল বাছাই করতে চলেছে। ৫ সেপ্টেম্বর থেকে শুরু দলীপ ট্রফি। এর আগে মুম্বইয়ের হয়ে বুচিবাবু টুর্নামেন্টেও খেলবেন সূর্য।
সূর্যকুমার যাদব বলছেন, ‘ অনেক ক্রিকেটারই রয়েছে, যারা📖 কঠোর পরিশ্রম করেছে ভারতীয় টেস্ট দলে সুযোগ পাওয়ার জন্য। আমিও টেস্ট দলে সুযোগ পেতে চাই। আমার অভিষেকের পরই আমি চোট পেয়ে যাই। অনেক ক্রিকেটার সুযোগ কাজে লাগিয়েছে। ওরাই সুযোগ পাওয়ার যোগ্য। তবে আম🍨াকেও তো তৈরি থাকতে হবে, সব কিছু আমার হাতে নেই। যেটা আমার হতে রয়েছে সেটা হচ্ছে দলীপ ট্রফি আর বুচিবাবু টুর্নামেন্ট। সেটাই খেলব, বাকিটা পরে দেখা যাবে’।
ভারতের টি২০ অধিনায়ক বলছেন, ‘এই ফরম্যাটটা কিছুটা হলেও বেশি চ্যালেঞ্জিং। এখানে এক পা বাড়িয়ে থাকতে হয়। টি২০ ম্যাচের মতো ব্যাটিং করলে হবে না। তবে লক্ষ্য সব সময় স্থির রাখতে হয়, সেই মতোই শরীরি ভাষা বজায় রাখতে হয়🍸। প্র্যাকটিস সেশন কাজে লাগিয়ে নিজের উন্নতি করতে হবে, প্ল্যানিং করতে হয়। মাঠে গিয়ে বেশি কিছু ভাবলে হবে না। যেটা হাতে আছে সেটা হল অনুশীলনের সময় নিজেদের প্ল্যানিং করে নেওয়া। শক্তি দুর্বলতার দিকগুলো যাচাই করে নেওয়া। অনেক সময়ই হয় ঠিকঠাক পারফরমেনস আসে না, তখন নিজের বেসিক অর্থার প্রাথমিক জ্ঞান কাজে লাগি🍰য়ে কঠোর পরিশ্রম করেই ফিরে আসতে হয়’।