অনুশ্রী দাসের সঙ্গে বিয়ে ভেঙে যাওয়ার বেশ অনেকটা পড়ে ১৮ বছরের ছোট💮 জয়শ্রী মুখোপাধ্যায়কে বিয়ে করছিলেন অভিনেতা ভরত কল। ভরত-জয়শ্রীর এক মেয়েও রয়েছে, নাম আরিয়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে মা হওয়ার অনুভূতি ভাগ করে নিয়েছেন জয়শ্রী।
এই সময়কে দেওয়া সাক্ষাৎকারে জয়শ্রী মুখোপাধ্যায় বলেন, এক জ্যোতিষী তাঁদের বলেছিলেন তাঁদের পুত্র সন্তান হবে। সেটাই মাথায় ঢুকে গিয়েছিল ভরত-জয়শ্রীর। জয়শ্ররীর কথ🌼ায় ‘এরপর অপারেশন থিয়েটারে যখন প্রথম কান্নার আওয়াজ শুনেছিলাম, ডাক্তারকে জিগ্গেস করলাম কী হয়েছে? শুনলাম ম𝓰েয়ে হয়েছে। সেই মুহূর্তটি আজও ভুলতে পারিনি, একথা শোনা মাত্রই আনন্দে আত্মহারা হয়ে যাই’। কারণ, জয়শ্রীর কথায় তিনি মনে মনে আসলে মেয়েই চাইতেন।
জয়শ্রী জানান, যখন ডেলিভারির 🧔জন্য তিনি হা🎉সপাতালে ভর্তি হন, তখন মনে হয়েছিল যেন কোনও হোটেলে বেড়াতে গিয়েছেন। কারণ, সেসময় অনেকেই তাঁর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন, অপারেশন থিয়েটারে চিকিৎসক তাঁর জন্য গানও চালিয়ে দেন। তবে তিনি ডাক্তারদের একে অপরের মধ্যে আলোচনা শুনতে এতটাই ব্যস্ত ছিলেন যে কিছুই নাকি বুঝতে পারেননি।
আরও পড়ুন-'আমার বাড়িকে কখনও কার্তিক পড়েনি', হুগলিতে গিয়ে প্রকশ্যেই আক্ষেপ T♚MC-র তারকা সাংসদ রচনার
জয়শ্রী মুখোপাধ্যায়ের অকপট স্বীকারোক্তি, নিজের সন্তান কী, তা বুঝতে তাঁর অনেকটা সময় লেগেছিল। মা হওয়ার ৬ মাসের মধ্যেই কাজ শুরু করেছিলে🐻ন বল🅷ে জানান অভিনেত্রী। মেয়েকে দেখার লোক থাকলেও বেশিরভাগ কাজ নিজের হাতেই করতেন বলে জানান অভিনেত্রী। রাতজাগা থেকে ডায়পার চেঞ্জ, মেয়েকে ২ ঘণ্টা অন্তর খাওয়ানো সবটাই করেছেন।
ভরত কল-জয়শ্রী মুখোপাধ্যায়ের মেয়ে আরিয়া অবশ্য এখন বেশ খানিকটা বড়। স্কুলে পড়ে সে। জয়শ্রী বলেন, তাঁকে নিয়ে মেয়ের অনেক অভিযোগ কারণ তিনি মাঝেমধ্যে বকুনিও যে দেন, জোর করেন। যদিও আর💖িয়াকে পড়াতে বসানো, খাওয়ানো, দাঁত মাজানো, সবটাই করেন জয়শ্রী। আবার বাবার সঙ্গে মেয়ের বেশ ভালো বন্ধুত্ব, কিছু লাগলে আরিয়া গিয়ে তাই বাবা ভরত কলকেই বলেন। তবে আবার মাকে ছাড়া একা কোথাও গিয়ে থাকতেও পারেনা আরিয়া।
জয়শ্রী মুখোপাধ্যায় জানান, তাঁদের মেয়েও নাকি অভিনয় করতে চায়। তবে বাবা ভরত কল চান মেয়ে ক্রিকেট খেলুক। আর জꦡয়শ্রীর চাহিদা ক্লাসে ফার্স্ট-সেকেন্ড হতে হবে না, যে মেয়ে ভালো মানুষ হয়।