আইপিএল শেষ হয়েছে সবেমাত্র দুমাস হয়েছে। আইপিএলের বহু ভারতীয় তরুণ ক্রিকেটারই আসন্ন বুচিবাবু প্রতিযোগিতায় অংশ নিতে চলেছে, এবারে আসর বসছে তামিল নাড়ুতে। ১২টি দলের মধ্🥂যে অন্যতম জম্মু কাশ্মীর দল। সেই দলের এক ক্রিকেটার উমরান মালিক রয়েছেন চর্চায়। যদিও বর্তমানে ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার পর আসতে আসতে সুস্থ হয়ে উঠছেন এই ভা🔯রতীয় পেসার, তাই খেলতে পারবেন না বুচিবাবু টুর্নামেন্টে।
প্রায় ১৫০ কিমি প্রতি ঘন্টার গতিবেগে বোলিং করা উমরান এবারের আইপিএলে খেলেছেন মাত্র ১টি ম্যাচ। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খুব বেশি ম্যাচ খেলা হয়নি সাম্প্রতি🔴ক সময়। যদিও সামনে রয়েছে ভারতীয় দলের পরপর সিরিজ, সেই জন্য♔ই ফের চর্চায় এই তারকা পেসার। বিশেষ করে অস্ট্রেলিয়া সিরিজে যদি উমরানের গতি কাজে লাগানো যায় তাহলে ভারতীয় দলের সুবিধা হবে। সেই লক্ষ্যেই রয়েছে বোর্ডের নির্বাচকরা।
আরও পড়ুন-কোন ক্রীড়াবিদের জন্য কত টাকা খরচ! সাইয়ের রিপোর্ট প্রকাশ্যে আসতেই বেজা🎐য় বিরক্ত অশ্বিনি!
উমরান মালিক বলছেন, ‘আমি এই প্রতিযোগিতায় খেলতে পারলে ভালো🎀ই হত, কিন্তু আমౠি ,সবে ডেঙ্গি কাটিয়ে উঠছি। গতবার আমি গোটা মরশুমের জন্যই তৈরি ছিলাম, কিন্তু আবহাওয়া আমার সঙ্গে ছিল না। আইপিএলে ভেবেছিলাম ভালো কিছু করে দেখাব, কিন্তু সেখানেও আমি তেমন সুযোগ পাইনি। আমি আগের থেকে বোলিং অনেকটাই শুধরে নিয়েছি। আইপিএলের পর হ্যামস্ট্রিংয়ে চোট লাগে আমার, সেই চোট কাটিয়ে উঠতে উঠতে ফের ডেঙ্গি হয়। সাম্প্রতিক সময় আমি নতুন বলেই বেশি অনুশীলন করছি, কারণ আমার মনে হয় আমি যে গতিতে বল করি, তাতে যদি সুইং করাতে পারি সেটা অনেক পার্থক্য গড়ে দেবেন আমার পারফরমেন্সে ’।
আরও পড়ুন-ডার্ব💦ির আগে বিশ্বকাপারের চোট নিয়ে সংশয়, ছুটলেন মুম্বই! আজ লিগে নামছে মোহনবাগান…
ইরফান পাঠানের কাছে ঘরোয়া ক্রিকেটে অনুশীলন করেন। এর আগে ডেল স্টেনের থেকেও নিয়েছেন পরামর্শ। তাঁদের টিপসই কাজে লাগাতে মরিয়া কাশ্মীরি পেসার। উমরান বলছেন, ‘আমি কয়েকটা বিষয় ভালোভাবে শিখতে চাই। কিভাবে একটা ছক কষে সেটা কাজে লাগাতে হয়। সেটা শিখতে পারলেই প্রতিপক্ষকে ভালোভাবে লড়াই দেওয়া সম্ভব। আমি বোলিং করছি মানে ব্যক্তিগতভাবে আমার পারফরমেন্স কেমন থাকছে সেটা গুরুত্বপূর্ণ নয়, দল কি চাইছে এবং বোলিং ইউনিট🥀ের পারফরমেনসই শেষ কথা𝐆। আমি তো নতুন বলের ক্ষেত্রেও ইয়র্কারের চেষ্টা করছি, কারণ অনুশীলনে যদি আমি ঠিকঠাক ইয়র্কার করতে পারি তাহলে আমি সব সময় এই অস্ত্র কাজে লাগাতে পারব। ব্যাটারদের সব সময়ই অবাক করার মতো অস্ত্র হাতে রাখতে হবে ’।
আরও পড়ুন-ডোপিং তো করিন🍌ি,প্রযুক্তিগত ভুলের শ💜াস্তি আমায় কেন! নির্বাসনের পর প্রশ্ন প্রমোদের…
একদা উমরানের গতিশীল বোলিং দেখে মুগ্ধ হয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন পেসার ওয়াকার ইউনিসও। কাশ্মীরি উমরানকে কাছ থেকে দেখছেন🎀 জাতীয় দলের প্রাক্তনী ইরফান পাঠান, দিয়েছেন বহু টিপসও। সেই পাঠান বলছেন, ‘আমি চাই না যাতে কোনওরকম বোলিং রপ্ত করতে গিয়ে ও নিজের গতি কমিয়ে ফেলে। আমি ওকে নতুন বলে অনুশীলন করতে বলেছি, যাতে আরও ভালো নতুন বলে কন্ট্রোলܫ আসে। যত বেশি নতুন বলে বোলিং করবে তত বেশি ওর লাইন লেন্থ সম্পর্কে অভিজ্ঞতা বাড়বে। ও বুঝতে পারবে ভালো কবজির পজিশন থাকলে বলও ভালো সুইং হয়। এখন ও ইয়র্কারও ভালো রপ্ত করার চেষ্টা করছে। আমি গতবারই দেখেছিলাম কিছু ত্রুটির বিষয়, কিন্তু মাঝপথে বললে ওর ফোকাস নষ্ট হত, তাই বলিনি’।