টি২০ বিশ্বকাপ খেলতে দুবাই গেল ভারতীয় মহিলা ক্রিকেট দল। অন্য়ান্যবারের তুলনায় এবারের ভারতীয় দল বেশ শক্তিশালী। বিশেষ করে দঃ আফ্রিকা সির𓃲িজে দুরন্ত পারফরমেন্সের পর আত্মবিশ্বাসের দিক থেকে স্মৃতি মন্ধনা-শেফালি বর্মারা ভালো জায়গায় রয়েছেন। এছাড়াও ফর্মের মধ্যে রয়েছেন বাংলার মেয়ে তথা ভারতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার রিচা ঘোষ। ওডিআই জিততে গেলে ৫০ ওভারই ছন্দে থাকতে হয়, সেই তুলনায় টি২০ অনেকটা আনপ্রেডিক্টেবল গেম। তাই বিশ্বকাপ ট্রফি জয়ের জন্য টি২০ বিশ্বকাপকেই টার্গেট করছেন হরমনপ্রীত কৌর, স্মৃতি💃 মন্ধনাদের ভারত। কোচ অমল মজুমদারও আশাবাদী ভারতের প্রমিলা বাহিনী ভালো কিছু করে দেখাবে দুবাইয়ের বুকে। দলের সঙ্গেই এবারে থাকছেন মনোবিদ মুগ্ধ বাভারে।
আরও পড়ুন-পদক আসেনি প্যারিসে! পাখির ♎চোখ এশিয়ান গেমস… অনুশীলন শুরু সিন্ধুর!আসছেন নয়া কোচ…
প্রথমে কথা ছিল এবারের আইসিসি মহিলা টি২০ বিশ্বকাপ হবে বাংলাদেশের মাটিতে। তবে সেদেশে অশান্তির জেরে সেখান থেকে প্রতিযোগিতা সরিয়ে নেওয়া হয় দুবাইতে। বিসিসিআইয়ের কাছেও সুযোগ ছিল এই প্রতিযোগিতা দেশের মাটিতে আয়োজনের, যদিও ভারতীয় বোর্ড তাতে রাজি হয়নি। ফলে এবারে দুবাইতে বসছে মহিলাদের বিশ ওভারের বিশ্বকাপে🎀র আসর। আর সেই বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার প্রতিযোগিতা খেলতেই দুবাই গেল ভারতীয় দল।
আরও পড়ুಞন-‘ওরা আমাদের মেরে ফেলছে’, লেভার কাপ জয়ের পর ATP-র বিরুদ্ধে বোমা ফাটালেন আলকারাজ…
ভারত ছাড়ার আগে অধিনায়ক হরমনপ্রীত কৌর বলে গেলেন, ‘আমাদের জন্য প্রস্তুতির বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমরা ভালোই প্রস্তুতি করেছি এবারে আর বিশ্বকাপ জিততেই চাই দেশের জন্য। আশা করছি এবারে ইতিবাচক ফলই আসবে। গত কয়েক সপ্তাহ ধরে আমরা বেশ ভালোꩲরকম প্রস্তুতি সেড়েছি টি২০ বিশ্বকাপের ’।
আরব আমিরশাহির উদ্দেশ্যে ভারতীয় মহিলা দল যাওয়ার আগে তাঁদের কোচ অমল মজুমদারও বলছেন, এবারে টিম ইন্ডিয়া কিছু করে দেখাতে মরিয়া। তাঁর কথায়, ‘আমাদের🐻 প্রস্তুতি ভালোই হয়েছে, আর আমরা দুবাইয়ে যাওয়ার জন্য তৈরি। আমরা গত ১০ দিনে পাঁচটা প্রস্তুতি ম্যাচ খেলেছি। বিভিন্ন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলেছি, ফলে বিভিন্ন বিভাগেরই শক্তির সঙ্গে আমাদের লড়াই হয়েছে। ফলে দল খেলার জন্য প্রস্তুত রয়েছে সেটা বলতে পারি ’। বিসিসিআই ভারতীয় মহিলা দলের দুবাই উܫড়ে যাওয়ার ছবি পোস্ট করেছে।
আরও পড়ুন-বিশ্বকাপ হাতছাড়া হওয়ার ২ বছর পর ফের কাতারে খেলবেন এমবাপে! সুযোগ FIFA ট্রফ🦹ি জয়ের
দীর্ঘদিন ধরেই ভারতীয় মহিলা ক্রিকেট দল আই꧅সিসির ইভেন্টের নকআউটে ধারাবাহিকভাবেই প্রবেশ করছে। কিন্তু আসল সময়, অর্থাৎ নকআউটে গিয়ে আর ট্রফি জিতে ফিরতে পারছে না। এবার সিনিয়র জুনিয়র কম্বিনেশনে ভারতীয় দল বেশ শক্তিশালী। জুলাই মাসে শেষবার আন্তর্জাতিক ম্যাচ খেলেছে হরমনপ্রীত কৌরের দল, শ্রীলঙ্কার সঙ্গে। এরপর থেকে টানা টি২০ বিশ্বকাপের অনুশীলন সেড়ে নিয়েছে ত꧟াঁরা। যেভাবে তাঁরা ক্ষুদ্র সংস্করণের ক্রিকেটে এবারে ফোকাস করেছেন, তাতে ভালো ফল আশার ব্যাপারে যথেষ্টই আশাবাদী হরমনপ্রীত কৌর-শেফালি বর্মা-রিচা ঘোষরা।