বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সির🥃িজে ভারত অভিন্ন স্কোয়াড নিয়ে লড়াইয়ে নামে। যদিও ꦦজাতীয় নির্বাচকরা ২টি টেস্টের জন্য একসঙ্গে দল ঘোষণা করেননি। বরং প্রথম টেস্টে শেষ হওয়ার পরে দ্বিতীয় টেস্টের জন্য একই স্কোয়াড ধরে রাখার কথা জানিয়ে দেয় বিসিসিআই।
দুই টেস্টের পরে ভারত নিজেদের ডেরায় বাংলাদেশের বিরুদ্ধে ৩ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে। চলতি বছরে এটিই টিম ইন্ডিয়ার শেষ সীমিত ওভারের সিরিজ হতে চলেছে। এর পরে একটানা টেস্ট 🌞খেলবেন রোহিতরা। স্বাভাবিকভাবেই বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে তরুণ তুর্কিদের উপরে ভরসা রাখতে পারেন অজিত আগরকꩲররা। যাচাই করে নিতে পারেন বেশ কয়েকজন নতুন ক্রিকেটারকে।
রোহিত, কোহলি ও জাদেজা আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অꦦবসর নিয়েছেন। সুতরাং, বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে তাঁদের মাঠে নামার কোনও প্রশ্ন নেই। ভারত টিဣ-২০ সিরিজে বিশ্রাম দিতে পারে বুমরাহ, সিরাজের মতো সিনিয়র পেসারদের। অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদবের মতো স্পিনারদেরও টি-২০ সিরিজ থেকে দূরে রাখতে পারেন অজিত আগরকররা।
ভারতের পেস বোলিং বিভাগে থাকতে পারেন আর্শদীপ সিং, আবেশ খান, হর্ষিত রানার মতো তরুণ পেসাররা। আইপিএলে গতির ঝড় তোলা মায়াঙ্ক যাদবকেও দেখা যেতে পারে বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে। মুকে♉শ কুমার ও আকাশ দীপের নামও নির্বাচকদের বিবেচনায় থাকবে নিশ্চিত। যদিও তাঁদের সুযোগ পাওয়ার সম্ভাবনা কম। স্পিন বিভাগে রবি বিষ্ণোই ও ওয়াশিংটন সুন্দরের জায়গা পাওয়া কার্যত নিশ্চিত দেখাচ্ছে।
অভিষেক൩ শর্মাকে বাংলাদেশ সিরিজের দলে ফেরাতে পারেন জাতীয় নির্বাচকরা। রিয়ান পরাগ জায়গা ধরে রাখবেন নিশ্চিত। অভিষেক ও রিয়ান ভারতের স্পিন বিভাগকেও সহায়তা করবেন। রিঙ্কু সিংয়ের দলে থাকা নিয়ে কোনও সংশয় নেই। হার্দিক পান্ডিয়াকেও দেখা যাবে তিন ম্যাচের টি-২০ সিরিজে।
উইকেটকিপার হিসেবে সঞ্জু স্যামসনের সঙ্গে শিকে ছিঁড়তে পারে জিতেশ শর্মার। ঋষভ পন্তকে বিশ্রাম দিতে পারে বিসিসিআই। ইশান কিষানের দলে ঢোকার সম্ভাবনা তেমন জඣোরালো দ🌟েখাচ্ছে না।
বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য ভারতের সম্ভাব্য দল
সূর্যকুমার যাদব (ক্যাপ্টেন), অভিষেক শর্মা, যশস্বী জসওয়াল, সঞ্জু স্যামসন ꦯ(উইকেটকিপার), রিয়ান পরাগ, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আর্শদীপ সিং, আবেশ খান, হর্ষিত রানা, জিতেশ শর্মা (উইকেটকিপার), নীতীশ রেড্ডি, মায়াঙ্ক যাদব।