শুভব্রত মুখার্জি: মঙ্গলবারই দুবাইতে অনুষ্ঠিত হয়েছে আসন্ন আইপিএলের মিনি নিলাম। কোকাকোলা এরিনাতে এই নিলামের আসরে একাধিক ঘটনার সাক্ষী থেকেছে ক্রিকেট বিশ্ব। যথেষ্ট ঘটনাবহুল ছিল এই নিলামের আসর। যেখানে মাত্র দুই ঘন্টার মধ্যে ভেঙেছে নিলামের আসরে গড়া নজির। অ্যানকাপড ক্রিকেটাররা মুহূর্তে কোটিপতি হয়ে গিয়েছেন। ভাগ্যের চাকা😼 পরিবর্তন হয়ে গিয়েছে একাধিক ঘরোয়া ক্রিকেটের প্রতিভাবান ক্রিকেটারের।
আর তার মাঝেই ঘটে গিয়🦋েছে একটি অবাক করা ঘটনা। যেখানে উঠে এসেছে নাম বিভ্রাটের প্রসঙ্গও। দুই ক্রিকেটারের একদম এক নাম হয়ে যাওয়ার ফলেই এই স🤡মস্যা তৈরি হয়েছিল। তবে দিনের শেষে যে সঠিক শশাঙ্ক সিং-কেই সই করানো হয়েছে, তা নিশ্চিত করে দিয়েছে পঞ্জাব কিংস কর্তৃপক্ষ।
পঞ্জাব কিংসের তরফে বুধবারেই একটি বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সঠিক ক্রিকেটারকেই যে দলে নেওয়া হয়েছে, তা নিশ্চিত করেছে পঞ্জাব দল। বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হয়েছিল যে, পঞ্জাব কিংস 'ভুল' ক্রিকেটারকে তাদের দলে নিয়েছে। সেটা যে সম্পূর্ণ ভিত্তিহীন, তাও নিশ্চিত করা হয়েছে। সংশ্লিষ্ট ক্রিকেটার শশাঙ্ক সিং নিজেও পঞ্জাব কিংসের সেই বিবৃতি তার নিজের এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করেছেন। মঙ্গলবার নিলামের একেবারে শেষভাগে এসে শশাঙ্ক সিংকে দলে নেয় পঞ্জাব। তাঁর বেস প্রাইস ২০ লাখ টা𒁃কাতেই তাঁকে দলে নেওয়া হয়েছে।
আরও পড়ুন: এত টাকা দিয়ে ম🥃িচেল স্টার্ককে 💫কেন দলে নিল KKR? যুক্তি দিয়ে ব্যাখ্যা করলেন গম্ভীর
কয়েকটি রিপোর্টে দা🎶বি করা হয়, নিলামের সঞ্চালক যখন শশাঙ্কের নাম নেন তৎক্ষণাৎ পঞ্জাবের তরফে তাদের মালকিন প্রীতি জিন্টা প্যাডেলটি তুলে ধরেন।সঙ্গে সঙ্গে পঞ𒊎্জাবকে বিক্রি করা হয় শশাঙ্ককে। পরবর্তীতে ফ্র্যাঞ্চাইজি নাকি নিজেদের ভুল বুঝতে পারে। তারা তখন সঞ্চালককে তৎক্ষণাৎ নিজেদের সিদ্ধান্ত বদলের দাবি করেছিলেন। তবে এই রিপোর্টকে একেবারে উড়িয়ে দেওয়া হয়েছে পঞ্জাব কিংসের তরফে।
পঞ্জাবের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘মিডিয🎃়াতে রিপোর্ট করা হয়েছে যে আমরা ভুল শশাঙ্ককে কিনেছি। কিংসের তরফে একটা জিনিস আপনাদেরকে পরিষ্কার করে দিতে চাই যে, শশাঙ্ক সব সময়ে আমাদের টার্গেট ছিল। যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তার প্রধান কারণ ছিল নিলামের তালিকায় থাকা দুই ক্রিকেটারের এক নাম থাকার কারণে। শশাঙ্ককে দলে নিয়ে আমরা খুব আনন্দিত। আমরা মুখিয়ে রয়েছি, আꦿমাদের সাফল্যে ওর যোগদান দেখতে।’