প্রায় ১৪ মাস পর এবার ২২ গজে ফিরতে চলেছেন টিম ইন্ডিয়ার তারকা উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্ত। ২০২২ সালের শেষের দিকে একটি ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত হন তিনি। এরপরই দ্রুত তাঁকে হাসপাতালে ভরতি করা হয় এবং চলে চিকিৎসা। স্বাভাবিকভাবেই তিনি ঘরোয়া ক্রিকেট হোক কি আন্তর্জাতিক ক্রিকেট, দুটোর একটিতেও অংশ🧜ಌগ্রহণ করতে পারেননি। যদিও তাঁর ভক্তরা দ্রুত সুস্থতার কামনা করেছিলেন।
অবশেষে ঋষভ পন্ত বিসিসিআইয়ের তরফ থেকে সবুজ সংকেত পান ভারতীয় ক্রিকেটের জনপ্রিয় টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার জন্য। একটি বিবৃতির মাধ্যমে ভারতীয় ক্রিকে🐎ট বোর্ড তা প্রকাশ্যে আনে। তবে অনুশীলনে নেমেই একেবারে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। শুধু ব্যাটিং করাই নয়, রীতিমতো পুরনো ছন্দে ব্যাটিং করতে দেখা যায় তাঁকে। ব্যাট ঘোরানোর পদ্ধতিটাও ঠিক আগের মতো। এমনটাই, খুশি হয়ে দাবি করেছেন, দিল্লি ক্যাপিটালস দলের সহকারী কোচ প্রবীণ আমরে।
আগামী শুক্রবার, অর্থাৎ চলতি মাসের ২২ তারিখ শুরু হচ্ছে আইপিএল। সব দলই সময় নষ্ট না করে অনুশীলনে নেমে পড়েছে। সকলেরই এ๊কটাই লক্ষ্য এবং সেটা হলো জয় দিয়ে টুর্নামেন্টের সূচনা করা। একইভাবে দিল্লি ক্যাপিটালসের প্রথম ম্যাচ করেছে পঞ্জাব কিংসের বিরুদ্ধে। দুই দলই এখনও পর্যন্ত একবারও খেতাব জিততে পারেনি। তাই দুজনেরই এবার লড়বে ট্রফি তোলার জন্য। এখন থেকেই নেটে ঘাম ঝরাতে শুরু করে দিয়েছে দুই দলের ক্রিকেটাররা।
দিল্লি শিবিরের অনুশীলনে ব্যাট হাতে নেমেই তাক লাগিয়ে দিয়েছেন ঋষভ পন্ত। দলের সহকারী কোচ প্রবীণ আমরে দিল্লি ক্যাপিটালস মিডিয়ায় দাবি করেছেন যে পান্তকে দেখে মনেই হচ্ছে না যে তিনি এক বছরেরও বেশি সময় বাদে ক্রিকেটের মাঠে নামতে চলেছেন। তিনি সেউ বিবৃতিতে বলেন, 'ব্যক্তিগতভাবে এবং কোচিং ইউনিটের এক সদস্য হিসেবে ঋষভ পন্তকে ব্যাট করতে দেখে আমার খুব ভালো লাগছে। ওকে একেবারে দেখেই মনে হচ্ছে না যে ও এক বছর পর ব্যাট করতে নেমেছে। এছাড়া ক্রিকেটের প্রতি ওর আগ্রহ ও ভালোবাসা সত্যিই দেখার মতো। সারা বছর যেভাবে পরিশ্রম করেছে, তা সত্যিই প্রশংসার যোগ্য। এরপর ভাইজাগের পিচ নিয়ে তিনি বলেন, 'বরাবরই এটা ౠহাই-স্কোরিং গ্রাউন্ড এবং আমরা এটাই চেয়েছিলাম। এখানকার পিচে ভালোই বাউন্স আছে। এবার আমরা ⛦মুখিয়ে রয়েছি যে কি পাই এখান থেকে।'