২০২৪ আইপিএল শুরুর ঠিক আগেই রীতিমতꦰো সকলকে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। তিনি বৃহস্পতিবার (২১ মার্চ) দুম করে নেতৃত্ব ছাড়ার ঘোষণা করেন। ধোনির স্থলাভিষিক্ত হন রুতুরাজ গায়কোয়াড়। এমএস ধোনির নেতৃত্বে সিএসকে ২০২৩ আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল। রুতুরাজ গায়কোয়াড় বলেছেন যে, এমএস ধোনি তাঁকে ২০২৩ সালেই ইঙ্গিত দিয়েছিলেন য💦ে, তিনি সিএসকে-র নেতৃত্ব ছেড়ে দেবেন। এবং রুতুরাজকেই দায়িত্ব নিতে হবে। অধিনায়ক হওয়ার পর রুতু জানিয়ে দেন, তিনি নিজস্ব স্টাইলে সিএসকে-কে নেতৃত্ব দিতে চান।
শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে আইপিএলের ওপেনিং ম্যাচ খেলেন চেন্নাই সুপার কিংস। আর এই ম্যাচ শুরুর আগে টসের সময়ে রুতু বলেন, ‘আমি চেষ্টা করব নিজের জুতোয় পা গলিয়ে থাকতে। কারও জুতো পরতে চাই না। অধিনায়কত্বের বিষয়টি আমি গত সপ্তাহে জানতে পেরেছিলাম, কিন্তু মাহি ভাই গত বছর এটির ইঙ্গিত দিয়েছিলেন। এখানে সবাই অভিজ্ঞ, দুঃখজনক ভাবে আমরা কনওয়ে এবং পাথিরানাকে মিস করছি।’ তিনি আরও বলেন, ‘আমরা রচিন এবং ꧙মিচেলকে পেয়েছি, তাদের অবশ্য দলের সঙ্গে মানিয়ে নিতে সময় দিতে হবে।’
শুক্রবার চিদম্বরম স্টেডিয়ামে আইপিএলের উদ্বোধনী ম্যাচে কোহলিদের ৬ উইকেটে হারাল চেন্নাই সুপার কিংস। জয় দিয়ে শুরু করলেন নতুন অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। প্রথমে ব্যাট করে ৬ উইকেটের বিনিময়ে ১৭৩ রান তোলে আরসিবি। জবাবে ৮ বল বাকি থাকতে ১৮.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়সূচক রানে পৌঁছে যায় চেন্নাই। একমাত্র প্রথম আইপিএল ছাড়া চিপকে পাঁচ বারের চ্যাম্পিয়নদের হারাতে পারেন⛄ি আরসিবি।
আরও পড়ুন: অনুজকে রানআউট করে ইতিহাস লি𝓡খলেন ধোনি, ৪২-এও উইকেটের পিছনে ফুটছেন CSK-এর প্রাক্তন অধিনায়ক- ভিডিয়ো
টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ফ্যাফ ডু'প্লেসি। কিন্তু মুস্তাফিজুর রহমানের বিধ্বংসী বোলিংয়ে ধস নামে আরসিবি-র টপ অর্ডারে। ২🎃৯ রানে ৪ উইকেট তুলে নেন মুস্তাফিজুর। যদিও শুরুটা ভালোই করেছিল বেঙ্গালুরুর দল। ৪১ রানে প্রথম উইকেট হারায় আরসিবি। ২৩ বলে ৩৫ রান করে আউট হন ফ্যাফ। আড়াই মাস পরে প্রত্যাবর্তনের স্মৃতি সুখকর হয়নি বিরাট কোহলির। ২০ বলে ২১ রান করে আউট হন তিনি। খাতাই খুলতে পারেনি রজত পাতিদার এবং গ্লেন ম্যাক্সওয়েল। বিগ হিটার ক্যামেরুন গ্রিনও ব্যর্থ (১৮)। ৭৮ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় আরসিবি। ষষ্ঠ উইকেটে ৫০ বলে ৯৫ রান যোগ করেন অনুজ রাওয়াত (৪৮) এবং দীনেশ কার্তিক (৩৮)। শেষদিকে দু'জনের ঝোড়ো ব্যাটিংয়ে ৬ উইকেট হারিয়ে ১৭৩ রানে পৌঁছয় আরসিবি।