কান চলচ্চিত্র উৎসবে হাজিরা দেওয়ার পর, ভারতের অনেক অভিনেতা-অভিনেত্রীর লুক ভাইরাল হচ্ছে। এবার লাপাজা লেডিজ খ্যাত ফুল কুমারী নীতাংশীর হেয়ারস্টাইল উঠে এল খবরের শিরোনামে। নীতাংশী তার চুলের অ্যাকসেসরিজের মাধ্যমে বলিউডের কিংবদন্তি অভিনেত্রীদের শ্রদ্ধা জানিয়েছেন। তার বিনুনিতে ছোট ছোট ফ্রেমে দেখা যাচ্ছে ৮ জন অভিনেত্রীকে।
কান চলচ্চিত্র উৎসব ২০২৫-এ নীতাংশী গোয়েলের হেয়ার স্টাইল সকলের মন জয় করে নিয়েছে। অভিনেত্রীর পরনে এদিন ছিল সাদা রঙের পোশাক, ব্যাকলেস ব্লাউজে মুক্তোর কাজ। তবে তাঁর সাজের আসল হাইলাইট হল বিনুনির সঙ্গে ঝুলতে থাকা মুক্তোর ছড়া। যার সঙ্গে রয়েছে ছোট ছোট সোনালি ছবির ফ্রেম। এই ফ্রেমে হিন্দি সিনেমার ৮ জন কিংবদন্তি অভিনেত্রীকে দেখা যাচ্ছে। শীর্ষে ওয়াহিদা রহমান, তারপরে মধুবালা, তারপরে রেখা, বৈজয়ন্তী মালা, মীনা কুমারী, হেমা মালিনি, আশা পারেখ এবং শ্রীদেবীকে। তবে নূতন ও নার্গিসের ছবি থাকা ফ্রেম দুটি দেখা যাচ্ছে না। এই কাস্টমমেড হেয়ারপিসটি ডিজাইন করেছেন বিভিকা।

১৭ বছর বয়সে কানে অভিষেক
লাপাতা লেডিজ দিয়ে ঘরের মেয়ে হয়ে ওঠা ছোট্ট মেয়েটি, মাত্র ১৭ বছর বয়সে এত বড় একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ডেবিউ করলেন। তাঁর সাজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং প্রচুর প্রশংসা পাচ্ছে। ভালোবাসায় ভরিয়েছেন নেটিজেনরা তাঁকে।
২০০৭ সালের ১২ জুন উত্তর প্রদেশের নয়ডায় জন্ম নিতাংশীর। তার বাবা ব্যাঙ্ককর্মী। শৈশব থেকেই মডেলিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন। এই সময়, বিভিন্ন খ্যাতনামী সংস্থার জন্য সংবাদপত্র এবং ছোট পর্দায় বিজ্ঞাপনী প্রচারের জন্য ফোটোশুট করে নিতাংশী। এরপর ২০০৯ সালে খোলেন নিজের ইউটিউব চ্যানেল। ২০১৬ সালে ‘মন মে বিশ্বাস হে’ একটি ধারাবাহিকে দেখা মেলে তাঁর। ছিলেন ২০১২ সালে আয়ুষ্মান খুরানা অভিনীত ‘ভিকি ডোনর’ ছবিতেও। এছাড়া ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’তেও দেখা গিয়েছিল নিতাংশীকে। অজয় দেবগনের ‘ময়দান’-এও ছিলেন নিতাংশী।