সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ঝোড়ো ব্যাটিং করলেন ট্র্যাভিস হেড। এই সময়ে অজি ব্যাটার হাফ সেঞ্চুরি করে ফেললেন । কিন্তু কয়েক মিনিট পরেই তা𒀰ঁর এই রেকর্ড ভেঙে দিলেন অভিষেক শর্মা। আইপিএল ২০২৪-এর অষ্টম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। সেই ম্য়াচেই ৩১ রানে মুম্বইকে হারাল হায়দরাবাদ। হায়দরাবাদ আক্রমণাত্মক ব্যাটিং করে আইপিএলের সর্বোচ্চ স্কোর করেছে। তাঁরা এদিন স্কোর বোর্ডে ২৭৭ রান তোলে। এর জবাব মুম্বই দল ২৪৬ রান করে। এই সময়ে মুম্বইয়ের হয়ে হাফ সেঞ্চুরি করেন তিলক বর্মা।
ম্যাচের পরে সানরাইজার্স হায়দরাবাদের ক্রিকেটার ট্র্যাভিস হেড বলেছেন, ‘ভালো লাগছে। টিমের ব্যাটিং দল গত দুই ম্যাচে ব্যতিক্রমী পারফরমেন্স করেছে। এই সময়ে দলে অবদান রাখতে পেরে আমারও ভালো লাগছে। আজ রাতের পারফরমেন্সটি খুব উপভোগ্য ছিল। প্রথম ম্যাচেও আমরা আক্রমণাত্মক খেলেছিলাম। আমরা এখন শীর্ষে থাকতে চাই।’ নিজের খেলা নিয়ে কথা বলতে গিয়ে ট্র্যাভিস হ🍸েড বলেন, ‘আমি খুশি যে আমি অফ-সাইড এবং লেগ-সাইড উভয়🧸 দিকেই শট মারতে পেরেছি। আগে শুধু লেগ সাইড টার্গেট করতাম।’
তিনি আরও বলেন, ‘এটি আমাদের এগিয়ে যাওয়ার জন্য দুর্দান্ত একটি নীলনকশা। এখনও ಞটিম ডেভিডের সঙ্গে কথা বলেনি। আপনি শুধু ভালো 𒐪শর্ত যোগ করার চেষ্টা করুন। পাওয়ারপ্লেতে জিনিসগুলি যেভাবে কাজ করেছে তাতে আমি সন্তুষ্ট ছিলাম।’ মুম্বই ইন্ডিয়ান্স প্রসঙ্গে কথা বলতে গিয়ে ট্র্যাভিস হেড বলেছেন, ‘তাদের (এমআই) অনেক ক্ষমতা এবং অভিজ্ঞতাও রয়েছে। ২৮০ রানের লক্ষ্যটা অনেক। আমি মনে করি আমরা যথেষ্ট রান করেছিলাম।’
এই ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ওপেন করতে এসেছিলেন মায়াঙ্ক আগরওয়াল এবং ট্র্যাভিস হেড। এ সময় মায়াঙ্ক ১১ রান করে আউট হন। মায়াঙ্ক আউট হওয়ার পর অভিষেক শর্মা তিন নম্বরে ব্যাট করতে নামেন। হেড ও অভিষেকের মধ্যে ভালো জুটি গড়ে 🐷উঠেছিল। হেড আক্রমণাত্মক ব্যাটিং করে হাফ সেঞ্চুরি করেন। প্রায় ২২ মিনিট পরে অভিষেকও হাফ সেঞ্চুরি করেন।
হায়দরাবাদের হয়ে প্রথমে দ্রুততম হাফ সেঞ্চুরি করেছিলেন ট্র্যাভিস হেড। কিন্তু এই রেকর্ড ভেঙে দেন অভিষেক। মাত্র ১৬ বলে হাফ সেঞ্চুরি করেন তিনি। অভিষেক এই ইনিংসে ২৩ বলে ৬৩ রান করেন। মারেন ৭টি𒁏 ছক্কা ও ৩টি চার। যেখানে ২৪ বলে ৬২ রান করেন ট্র্যাভিস হেড। হেডের ইনিংসে ছিল ৯টি চার ও ৩টি ছক্কা। এই ম্যাচে মুম্বইকে ৩১ রানে হারিয়েছে হায়দরাবাদ।