WPL-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) হয়ে খেলেন। কি♑ন্তু আইপিএলের 'দক্ষিণ ভারতের এল ক্লাসিকোয়' চেন্নাই সুপার কিংসকে সমর্থন করায় আরসিবি ভক্তদের (নিজেদের সেটা বলেই দাবি করেছেন) একাংশের রোষের মুখে পড়লেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার কেট ক্রস। তাঁকে চূড়ান্ত কটাক্ষ করা হল। নিজেদের আরসিবির ফ্যান হিসেবে দাবি করা কয়েকজন নেটিজেন বললেন,ꦰ ‘আবারও জল বয়ে নিয়ে যাওয়ার জন্য তৈরি হয়ে যাও।’ শুধু তাই নয়, কেউ-কেউ ভদ্রতার যাবতীয় সীমা অতিক্রম করে বললেন, ‘লাথি মেরে একে দল থেকে তাড়িয়ে দাও।’
যদিও কেট একেবারেই গজিয়ে ওঠা সিএসকে ভক্ত নন। WPL শুরুর আগে থেকেই হলুদের মোহে আচ্ছন্ন তিনি। সিএসকের জার্সি পরে ছবি পোস্🌳ট করেছেন। আর WPL-এ আরসিবিতে থাকলেও আইপিএলে তিনি পুরোপুরি সিএসকে ফ্যান।
সেই পরিস্থিতিতে শনিবার আইপিএলে ভার্চুয়াল কোয়ার্টার-ফাইনালের (হারলে আইপিএল থেকে ছিটকে যাবে আরসিবি, জিতলে প্লে-অফে ওঠার সুযোগ থাকবে) আগে এক নেটিজেন মজা করে কেটকে প্রশ্ন করেন, ‘আজ কেট ক্রস কোন দলকে সমর্থন করছেন, সেটা জানতে মুখিয়ে আছি।’ সেই টুইটটা রিটুইট করে কেট কোনও শব্দ লেখেনন🍷ি। মোট তিনটি ইমোজি ব্যবহার করেন। প্রথম দুটি ইমোজি দেখে মনে হচ্ছিল যে ধর্মসংকটে পড়েছেন। তারপর 'লাভ' ইম💛োজি দেন। যেটার রং হল হলুদ।
আর তাতেই রেগে লাল হয়ে যান নিজেদের আরসিবির ফ্যান হিসেবে দাবি করা কয়েকজন নেটিজেন। এক নেটিজেন বলেন, 'পরের মরশুমে জলের বোতল বয়ে নিয়ে যাওয়ার জন্য তৈরি হয়ে যাও।' অপর এক নেটিজেন বলেন, 'এই খেলোয়াড়কে দয়া করে ছেড়ে দিও না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ওঁকে চিরকাল বেঞ্চে বসিয়ে রাখা হোক। আর বছরের পর বছর ধরে জল বইয়ে নিয়ে যাও🍎য়ানো হোক।'
যদিও তাঁদের পালটা দিয়েছেন নেটিজেনদের অপর অংশ। তাঁদের বক্তব্য, '(আরসিবির বিরুদ্ধে আজকের ম্যাচে সিএসকেকে সমর্থন করায় ট্রোল করা হচ্ছে কেট ক্রসকে। বলা হচ্ছে যে আপনাকে ফের বসিয়ে রাখা হবে, ফের জল বয়ে নিয়ে যেতে তৈরি হয়ে যান। WPL তো দূর অস্ত, উনি তখন থেকে সিএসকেকে সমর্থন করেন, যখন WPL-র প্রদর্শনী ম্যাচও খেলা হয়নি। একেবারে একটা আলাদা টুর্নামেন্টে প্রতিপক্ষ ফ্র্যাঞ্চাইজির খেলোয়াড🎃় বলে নিজের প্রিয় দল পালটে নেবেন না।'
ওই নেটিজেন আরও বলেন, 'গত মরশুমে হান্ড্রেডে কেটকে প্রতিপক্ষ দল নিয়েছিল। কিন্তু পুরুষদের হান্ড্রেডে উনি ম্যাঞ্চেস্টার অরিজিনাসকেই সমর্থন করে যাচ্ছেন। কারণ উনি ম্যাঞ্চেস্টারের মেয়ে। পুরো জীবন সেখান💯♕েই ক্রিকেট খেলেছেন।' অপর এক নেটিজেন বলেন, ‘আপনি সেরা।’
আরও পড়ুন: ৫ বছর পরে IPL-এ পেরোলেন ৪০০ রানের গণ্ডি! তাও নিজের খেলায় বিরক্ত রোౠহিত