প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিং দাবি করেছেন যে, ২০২৪ আইপিএলে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক হিসেবে মুম্বই ইন্ডিয়ান্সে ফিরিয়ে আনাটাই বুমেরাং হয়েছে। যার ফলে দলে ফাটল দেখা দিয়েছিল। এবং দল হিসেবে এবার আইপিএলে খে🌸লেইনি মুম্বই। দলের মধ্যে বিভাজন ছ꧑িল স্পষ্ট।
চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স হতাশাজনক পারফরম্যান্স করেছে। ১৪টি ম্যাচের মধ্যে তারা মাত্র চারটিতে জিতেছে। ১০টি ম্যাচই হেরেছে। লিগ টেবলের লাস্টবয় হিসেবে দশ নম্বরে শেষ করেছে মুম্বই। আসলে পাঁচ বার মুম্বইকে চ্যাম্পিয়ন করা অধিনায়ক রোহিত শর্মাকে দুম করে সরিয়ে হার্দিককে তাঁর জায়গায় বসিয়ে দেওয়াটাই হজম করতে পারেননি জসপ্রীত বুমরাহ, সূর্যকুমার যাদবদের মতো সিন🐻িয়র ক্রিকেটার থেকে শুরু করে তিলক বর্মার মতো প্লেয়াররা। আর সে কারণেই ড্রেসিংরুমের পরিবেশ কিন্তু মোটেও সুস্থ, স্বাভাবিক 𝓰ছিল না।
শুধু দলের ড্রেসিংরুম কেন, এমআই এবং রোহিত ভক্তরাও, কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। প্রতিটি ম্যাচে তাঁরা হার্দিকের বিরুদ্ধে সরব হয়েছিলেন। এতেও টিম স্পিরিটে ব্যপক ধাক্কা লেগেছিল। ♈যে🤪 কারণে ভাজ্জি মনে করেন, হার্দিকের দলের এই ব্যর্থতার দায় শুধু হার্দিকের কাঁধে চাপানো উচিত নয়। তাঁর কোনও দোষ এক্ষেত্রে নেই। আসলে টিম ম্যানেজমেন্ট এক বছর পরেও এই সিদ্ধান্তটি নিতে পারত। প্রসঙ্গত, ২০২৩ সালে রোহিতের নেতৃত্বে প্লে-অফে উঠেছিল মুম্বই। তার পরেও ২০২৪ সালে তাঁকে দুম করে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়াটা হজম করতে পারেননি কেউই।
আরও পড়ুন: KKR আত্মবিশ্বাসী, কি♎ন্তু আত্মতুষ্ট নয়- SRH-কে সতর্ক করলে𓃲ন পাক কিংবদন্তি
এএনআইকে হরভজন বলেছেন, ‘এমআই একটা বড় দল। আমি নিজে এই দলের হয়ে খেলেছি। ম্যানেজমেন্ট দুর্দান্ত এবং দলকে ভালো ভাবেই পরিচালনা করে। কিন্তু হার্দিক꧋কে অধিনায়ক করার সিদ্ধান্তই বুমেরাং হয়েছে। হয়তো ভাবনাটা ভবিষ্যতের দিকে তাকিয়ে নেওয়া উচিত ছিল। আমার মনে হয়েছে, দলের সঙ্গে এই ভাবনাটা খাপ খায়নি। সবাই এই সিদ্ধান্ত মানতে পারেনি। তাই দলে একতা ছিল না। এটা ঘটতে বাধ্য ছিল। এত বড় দলের এতটা খারাপ হাল দেখে যন্ত্রণা হচ্ছে। হার্দিককে অধিনায়ক করার সময়টা হয়তো সঠিক ছিল না। এক বছর পর এই সিদ্ধান্ত নিলে হয়তো ভালো হত। এটা হার্দিকের দোষ নয়। ও গুজরাট টাইটান্সকে খুব ভালো নেতৃত্ব দিয়েছে। সিনিয়র খেলোয়াড়দেরও দায়িত্ব, যে অধিনায়কই হোক না কেন, খেলোয়াড়দের ঐক্🙈যবদ্ধ রাখা। ক্যাপ্টেন তো পাল্টাতেই পারে। মুম্বই এবার দল হিসেবে খেলেনি।’
হার্দিক নিজেও এবার আইপিএলে মোটেও ভালো ছন্দে খেলতে পারেননি। ১৪ ম্যাচে তিনি মাত্র ১৮.০০ গড়ে ২১৬ রান করেছেন। তাঁর স্ট্রাইক রেট ছিল ১৪৩.০৪। সর্বোচ্চ স্কোর করেছেন ৪৬। এছাড়া হার্দিক🅺 বল হাতে ১৪ ম্যাচে নিয়েছেন ১১ উইকেট। তাঁর ইকোনমি রেট ছিল ১০.৭৫।