শুভব্রত মুখার্জি:- আগামী মার্চ মাস থেকেই শুরু হতে চলেছে আইপিএলের আসন্ন মরশুমের আসর। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সমস্ত ফ্র্যাঞ্চাইজিগুলো। বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টার মালিকানাধীন 🎐পঞ্জাব কিংসও তাঁর ব্যতিক্রম নয়। এখনও পর্যন্ত একবারও পঞ্জাব আইপিএলের শিরোপা জিততে পা💧রেনি। তারা ফাইনালে উঠলেও দেখেছে হারের মুখ।
ফলে এবারে স্বাভাবিকভাবেই তারা মুখিয়ে রয়েছে আইপিএলের শিরোপা জিততে। আর 𒐪এবারে তাদের হোম স্টেডিয়ামে বদল আসতে চলেছে। দীর্ঘদিন ধরে এই ফ্র্যাঞ্চাইজির হোম স্টেডিয়াম ছিল মোহালির আইএস বিন্দ্রা স্টেডিয়াম। এবারের আইপিএলে তাদের হোম ম্যাচ পঞ্জাব এই স্টেডিয়ামে খেলবে না। তার বদলে তারা তাদের হোম ম্যাচ খেলবে মুলানপুর স্টেডিয়ামে। ঘটনাচক্রে এই স্টেডিয়ামটি নতুন করে তৈরি করা হয়েছে। আর সেখানেই আসন্ন মরশুমে তাদের হোম ম্যাচগুলো খেল𝄹ার সিদ্ধান্ত নিয়েছে পঞ্জাব কিংস দল।
ঘটনাচক্রে এই মুলানপুর স্ট🔯েডিয়ামে ঘরোয়া ক্রিকেটের 🦩একাধিক ম্যাচ হয়েছে। তবে আইপিএলের মতন বড় টুর্নামেন্টের ম্যাচ এই স্টেডিয়ামে এই প্রথম হতে চলেছে। স্টেডিয়ামটিকে ঢেলে সাজানো হয়েছে। স্টেডিয়ামের পরিকাঠামোর পরিবর্তন করা হয়েছে। ব্যাপক উন্নতি ঘটানো হয়েছে এই স্টেডিয়ামের পরিকাঠামোর।
আধুনিকতায় মুড়ে ফেলা হয়েছে এইꦍ স্টেডিয়ামকে। বাড়ানো হয়েছে দর্শক আসনও। বর্তমানে এই স্টেডিয়ামের দর্শকধারণ ক্ষমতা ৩৩০০০। সোমবার পঞ্জাব কিংস ফ্র্যাঞ্চাইজির তরফে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তাদের তরফে আসন্ন আইপিএলে তাদের সব হোম ম্যাচ এই মুলানপুর স্টেডিয়ামে আয়োজন♉ের কথা নিশ্চিত করা হয়েছে।
মোহালির মুলানপুরের মহারাজা যাদবেন্দ্রসিংহ স্টেডিয়ামের খোলনলচে একেবারে বদলে ফেলা হয়েছে। স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থার উন্নতি করা হয়েছে। হেরিংবোন ড্রেনেজ ব্যবস্থা লাগানো হয়েছে। যাতে প্রব🐭ল বৃষ্টিতেও জল দাঁড়াতে না পারে এবং ম্যাচ আয়োজনে কোনও বিঘ্ন না ঘটে। বৃষ্টি থেমে যাওয়ার পরে ২৫-৩০ মিনিটের মধ্যে এই সিস্টেম বৃষ্টির জল মাঠ থেকে বের করে দিতে সক্ষম।
স্টেডিয়ামে রয়েছে দুটিꦛ আন্তর্জাতিক মানের সাজঘর। রয়েছে একটি বিশ্বমানের জিমও। মার্চের ২৩ তারিখ পঞ্জাব কিংস তাদের প্রথম ম্যাচ খেলবে দিল্লি ক্যাপিটালস দলের বিরুদ্ধে। সেই দিনকেই এই সꦐ্টেডিয়ামের অফিসিয়াল উদ্বোধন করা হবে।