ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৪ (IPL 2024) শুরু হতে এক সপ্তাহেরও কম সময় বাকি রয়েছে। ২২ মার্চ থেকে শুরু হবে লিগের ১৭তম আসর। এই মরশুমে সকলের নজর থাকবে হার্দিক পান্ডিয়া ও শুভমন গিলের দিকে। পান্ডিয়া তার পুরনো দল মুম্বই ইꦬন্ডিয়ান্সে (MI) ফিরে গিয়েছেন। চলতি মরশুমে লিগের অন্যতম সফল দল মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব করবেন হার্দিক। তার জায়গায় শুভমন গিলকে অধিনায়ক করেছে গুজরাট টাইটান্স (জিটি)। শুভমন গিলকে অধিনায়ক হিসেবে নিয়োগের পর প্রথমবার নিজের প্রতিক্রিয়া দিয়েছেন ফ্র্যাঞ্চাইজির কোচ আশিস নেহরা। তিনি বলেন, গোটা ভারতই শুভমন গিলকে অ꧃ধিনায়ক হিসেবে দেখতে আগ্রহী রয়েছে।
ক্যাপ্টেন শুভমন গিলকে দেখার জন্য সকলেই উন্মুখ
আশিস নেহরা বলেছেন, ‘গিল কেমন পারফরম্যান্স করছে তা দেখার জন্য খুবই উত্তেজিত রয়েছি। শুধু আমি নই, গোটা ভারত এটি দেখার জন্য অপেক্ষা করছে। সে এমনই একজন খেলোয়াড়। সে এমন একজন খেলোয়াড় যে তিনটি ফর্ম্যাটেই খেলতে এবং ভালো পারফর্ম করতে চায়। তাই আমরা একজন ফ্র্যাঞ্চাইজি হিসেবে, একজন সাপোর্ট স্টাফ হিসেবে, তাঁকে একজন ক্যাপ্টেনের চেয়েও একজন ব্যক্তি হিসেবে বেড়ে উঠতে সাহায্য করতে আগ্রহী। সে যদি একজন মানুষ হিসেবে গড়ে ওঠে, তাহলে সে অবশ্যইꦺ ভবিষ্যতে আরও ভালো অধিনায়ক হয়ে উঠবে।’
আরও পড়ুন… পিচ ডক্টরিং করার চক্করে WC 2023 Final হারলাম- রোহিতไ, দ্রাবিড়ের বিরুদ্ধে তোপ কাইফের
হার্দিক এর আগে কখনও গুজরাটের অধিনায়কত্ব করেননি-
আশিস নেহরা বলেছেন, ‘হার্দিক গুজরাট টাইটান্সের অধিনায়কত্ব করার আগে কোথাও অধিনায়কত্ব করেননি। এখন দশটি দল। এটি প্রথম উদাহরণ নয়। আপনি আরও এবং আরও এই ধরনের মানুষ দেখতে পাবেন। শ্রেয়স আইয়ার এমনকি নীতীশ রানা কেকেআর-এর হয়ে অধিনায়কত্ব করেছেন। তাই এই সমস্🐷ত লোকেদের জন্য এটি একটি দুর্দান্ত অভিজ্ঞতা। দেখা যাক কে এর সুবিধা নিতে পারে এবং প্রথমে একজন ব্যক্তি এবং তারপর একজন খেলোয়াড় হিসাবে উন্নতি করে।’
গত বছরের আইপিএলে অরেঞ্জ ক্যাপ জয়ী শুভমন গিল
গত বছর আইপিএলে অরেঞ্জ ক্যাপ জিতেছিলেন শুভমন গিল। তিনি ৫৯.৩৩ গড়ে ৮৯০ রান করেছিলেন। সে সময় তিনি ৩টি সেঞ্চুরি ও ৪টি হাফ সেঞ্চুরি করেছিলেন। ২০২২ সালের মেগা নিলামের আগে গুজরাট টাইটান্স দ্বারা খসড়া করা তিনজন খেলোয়াড়ের মধ্যে তিনি ছিলেন একজন। বর্তমানে দারুণ ফর্মে আছেন তিনি। সম্প্রতি ইং🎐ল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজে ৪৫২ রান করেছেন শুভমন গিল।