ডেভিড ওয়ার্নার অস্ট্রেলিয়ার ক্রিকেটার হলে কী হবে, আইপিএল সূত্রে তাঁর ভারতে জনপ্রিয়তা আকাশছোঁয়া। ওয়ার্নার নিজে ভারতকে ভালোবেসে আপন করতে চেয়েছেন, পালটা ভালোবাসা ফিরে পেয়েছেন তিনি নিজেও। অস্ট্রেলিয়ান ওপেনার ভারতীয় ভক্তদের সঙ্গে ইতিবাচক সমীকরণ তৈরি করতে কঠোর পরিশ্রম করেছেন। একটি ইউটিউব শো-তে রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে কথা বলার সময়ে ওয়ার্নার দাবি করেছিলেন যে, ভারতের ভক্তদের কাছ থেকে তিনি অ🅷ফুরান ভালোবাসা পান। তিনি এও বলেছেন যে, তিনি এই দেশের ইতিবাচক মানসিকতা অনুভব করেন এবং সেটা তিনি পছন্দও করেন।
আরও পড়ুন: ১০ ওভারের মধ্যে ১৬০-এর উপর রান তাড়া করে জয়, ইতিহাস লিখে লখনউকে হারাল হায়দরাবাꦗদ, আশা শেষ MI-এর
আর ভারতের প্রতি ভালোবাসা থেকেই তিনি ক্রিকেট ক্যারিয়ারের শেষে মাঝেমাঝে এই দেশে এসে থাকতে চান। তাঁর কাছে অনেকেই জানতে চান, তিনি ভারতে বাড়ি বানাবেন কিনা? সেই ইচ্ছেও যে রয়েছে, জানান অজি তারকা। অশ্বিনের শো-তে নিজের সেই ইচ্ছের কথা জানিয়ে ওয়ার্নার বলেছেন, ‘ভারতে আমার একটি বাড়ি নেই। অনেক লোক আমার কাছে জানতে চেয়েছে, আমি এখানে একটি বাড়ি চাই কিনা! হয়তো যখন আমি আমার ক্রিকেট ক্যারিয়ার শেষ করব, তখন আমি এখানে এসে মাঝে মাঝেই কিছু সময় কাটাব। আমি আমার মেয়েদের সঙ্গ এখানকার শপিং মলে যাই যখন, তখন সকলের ভালোবাসা পাই🌠।’
তিনি যোগ করেছেন, ‘সকলে বলে যে, আমি নিরাপত্তা ছাড়া বাইরে যাওয়ার জন্য পাগল হয়ে যাই। কিন্তু, দিনের শেষে লোকেদের অনেক সম্মান পাই। সকলে এসে ছবি তুলতে চায়। আ🥀মꦿি এখানকার আবেগ ভালোবাসি। এবং এখানে সব সময়ে ক্রিকেট খেলা চলে।’
আরও পড়ুন: LSG🎉-কে হারিয়ে এক লাফে তিꦬনে উঠল SRH, রাহুলদের সমীকরণ জটিল হল, প্রথম দল হিসেবে ছিটকে গেল MI
তিনি মনের যন্ত্রণার কথাও অশ্বিনের শো-তে শেয়ার করে নিয়েছেন। তিনি জানিয়েছেন সানরাইজার্স হায়দরাবাদ তাঁকে সোশ্যায় মিডিয়ায় ব্লক করে দেওয়ায়, তিনি খুবই আঘাত পেয়েছিলেন। তিনি বলেছেন, ‘এটি কষ্ট দিয়েছে। কারণ এটি ভক্তদের কাছে আঘাতের মতো। আপনার ൩কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভক্তদের সঙ্গে সম্পর্ক। আমার সঙ্গে (হায়দরাবাদ) ভক্তদের খুবই ভালো সম্পর্ক ছিল। আমি নিশ্চিত নই কেন আমাকে ব্লক করা হয়েছিল। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে হায়দরাবাদ ভক্তদের সঙ্গে 𒈔আমার খুব ভালো সম্পর্ক ছিল। আমি অনুভব করেছি, ভক্তদের সঙ্গে যুক্ত হওয়া আমার কর্তব্য এবং এটা নিশ্চিত করা যে তারা মাঠে আসছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল সেটাই। কিন্তু কেন ব্লকের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, আমি জানি না। আমি ৫ বছর এই দলের সঙ্গে ছিলাম। এটা আজব বিষয় ছিল।’