গত ২০২২ সালে♒র ডিসেম্বর মাসের একেবারে শেষের দিকে গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন ঋষভ পন্ত। তারপর থেকে ২২ গজের দূরে যেতে হয় তাঁকে। লিগামেন্ট অস🍨্ত্রোপচারও করতে হয় তাঁর। যার জেরে খেলতে পারেননি গত মরশুমের আইপিএল, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং ওডিআই বিশ্বকাপ। তবে বর্তমানে অনেকটাই ফিট পন্ত। এমনকী এনসিএ এবং বিসিসিআইয়ের তরফ থেকে আইপিএল খেলার ছাড়পত্রও দেওয়া হয়েছে। এখন শুধু দিল্লি ক্যাপিটালসের জার্সি গায়ে মাঠে নামার অপেক্ষা।
যদিও ইতিমধ্যেই অনুশীলন শুরু করে দিয়♚েছেন পন্ত। প্রায় ১৪ মাস পর কোনও প্রতিযোগীতা মূলক টুর্নামেন্টে খেলতে নামছেন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক। শুধু তাই নয়, এই তরুণ তারকার দিকে তাকিয়ে রয়েছে গোটা ভারতীয় ক্রিকেট। কারণ তিনি দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন। এমনকী ভারতীয় দলও পন্তের অভাব বোধ করেছে। ফলে পন্তের ভারতীয় দলে অনুপস্থিতি অনেককেই সুযোগ করে দিয়েছে। যদিও স্বস্তির খবর এটাই 💞২২ গজে ফিরলেন পন্ত।
বৃহস্পতিবার বিকালে একটি দিল্লি ক্যাপিটালস নিজেদের এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করে। সেখানে দেখা যাচ্ছে, ব্যাট হাতে নেটে কাপাচ্ছেন ▨এই তারকা। দুর্দান্ত বেশ কয়েকটি শট খেলতেও দেখা যায়। সেন্টার পিচ থেকেই বল বাউন্ডারি ল꧙াইনের বাইরে পাঠাতে দেখা গেল দিল্লি অধিনায়ককে। শুধু তাই নয়, রিভার্স সুইপও খেললেন তিনি। আর সেই মুহূর্তের ভিডিয়ো দিল্লি ক্যাপিটালস পোস্ট করতেই মুহূর্তের মধ্য়ে ভাইরাল হয়ে গিয়েছে।
পন্তকে দেখে একেবারেই মনে হচ্ছে না, তিনি যে ১৪ মাস ২২ গজের বাইরে রয়েছেন। তাঁকে দেখে মনে হচ্ছে, ক্রিকেটের মধ্যেই রয়েছꦅেন। যদিও সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, শট খেলতে নিয়ে নিজের ভারসাম্য হারিয়েছেন। যদ💎িও সেই সব নিয়ে একেবারেই গুরুত্ব দিচ্ছেন না ক্রিকেট প্রেমীরা। তারা চাইছেন অনুশীলনে যেভাবে তিনি খেলছেন, ম্যাচেও যেন তাঁকে সেই ভাবে পাওয়া যায়। সবচেয়ে স্বস্তির বিষয় এটাই যে পন্ত পুরোপুরি ফিট।
প্রসঙ্গত, একটা সময় শোনা গিয়েছিল, আইপিএলের প্রথম পর্বে উইকেটের পিছনে দাঁড়াতে পারবেন না পন্ত। দ্বিতীয় পর্বের তিনি কিপিং করতে পারবেন। যদিও বিসিসিআই সদ্য জানিয়েছে, পন্ত উইকেটরক্ষক-ব🐷্যাটার হিসাবে পুরোপুরি ফিট। এটা যেমন স্বস্তি দিয়েছে দিল্লিকে, ঠিক তেমনই চাপ মুক্ত হয়েছে ভারতীয় দলও। কারণ আইপিএল মিটলেই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফলে সেই টুর্না🔥মেন্টে পন্তকে দলে রাখতে চাইছে বিসিসিআই।