এই বছর আইপিএলে সকলের নজর থাকবে মুম্বই ইন্ডিয়ান্সের দিকে। তার বড় কারণ, রোহিত শর্মার পরিবর্তে এবার হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করেছে মুম্বই ইন্ডিয়ান্স। যা নিয়ে তীব্র জলঘোলা হচ্ছে এখনও। মুম্বই ইন্ডিয়ান্সকে পাঁচ বার আইপিএল চ্যাম্পিয়ন করা অধিনায়ককে দুম করে সরিয়ে দেওয়াটা হজম করতে পারেনি ভারতের বেশির ভাগ ক্রিকেট ভক্তই। এর জন্য এমআই টিম ম্যানেজমেন্টের তীব্র সমালোচনাও চলছে। কিন্তু খাতায়-কলমে এই দলটไিকে বেশ শক্তিশালী বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তবে রোহিত-হার্দিককে নিয়ে একটা খিঁচ কিন্তু রয়েই গিয়েছে
এই বছর মুম্বই টিম নিয়ে কাটাছেঁড়া করলে দেখা যাবে, তারা ২০২৪ আইপিএলের সবচেয়ে ভারসাম্যপূর্ণ দলগুলির মধ্যে একটি। এবং তারা চাইছে রেকর্ড ষষ্ঠ বার শিরোপা জিততে। সেই ক্ষমতা কিন্তু তাদের রয়েছে। তবে হার্দিককে অধিনায়ক করা নিয়ে দলের অনেক সদস্যই বেশ অসন্তুষ্ট। সেটার প্রভাব যদি পড়ে দলের খেলায়, তবেই সমস্যার। যাইহোক হার্দিক পান্ডিয়ꦅা চাইবে, মুম༒্বইকে চ্যাম্পিয়ন করতে। তবে ২০২৪ আইপিএলে এমআই খেলতে নামার আগে এক নজরে দেখে নিন তাদের শক্তি এবং দুর্বলতাগুলো কী কী?
আরও পড়ুন: রিঙ্কু-শ্রেয়সরা দলের অক্সিজেন হলেও, পেস🔜 আক্রমণের সঙ্গে রাসেল, নারিন ফর্ম চিন্তায় রাখবে KK🍎R-কে
শক্তি কী?
দুরন্ত ব্যাটিং অর্ডার: এ বার আইপিএলের মঞ্চে মুম্বই ইন্ডিয়ান্সের অন্যতম শক্তিশালী জায়গা হল তাদের ব্যাটিং লাইনআপ। টপ অর্ডার থেকে মিডল অর্ডার এবং লোয়ার মিডল অর্ডার। সব জায়গাতেই মুম্বই ইন্ডিয়ান্স যথেষ্ট ভারসাম্য রয়েছে। ওপেনিংয়ে ℱতাদের রয়েছেন রোহিত শর্মা এবং ইশান কিষাণ জুটি। সেই সঙ্গে মিডল অর্ডার✨ে রয়েছেন সূর্যকুমার যাদব, তিলক বর্মা এবং হার্দিক পান্ডিয়ার মতো তারকা ক্রিকেটাররা। একই সঙ্গে টেল এন্ডারে রয়েছেন টিম ডেভিডের মতো তারকা। এই ক্রিকেটাররা যে যেকোনও পরিস্থিতি থেকে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার দক্ষতা রাখে তা বলার অপেক্ষা রাখে না।
শক্তিশালী পেস বোলিং বিভাগ: শক্তিশালী জসপ্রীত বুমরাহ পিঠের চোটের কারণে ২০২৩ সালের আইপিএল সংস্করণে মুম্বইয়ের হয়ে খেলতে পারেননি। তবে তিনি ২০২৪ আইপিএলে পুরো ফিট হয়ে দলে ফিরেছেন। মুম্বইয়ের বড় ভরসা হতে চলেছেন বুমরাহ। তিনি বেশ ভালো ছন্দেও রয়েছেন বর্তমানে। বুমরাহের সঙ্গী হবেন কোয়েটজি এবং মাদুশঙ্কা। ২০২৩ বিশ্বকাপে দুই তারকাই ভালো ছন্দে ছিলেন। আর এক তরুণ আকাশ মাধওয়ালও তাঁর বোলিং দক্ষতা প্রদর্শন করতে এবং দলের জন্য একটি মূল্যবান সম্পদ হয়ে উঠতে চেষ্টা করবে। সেই সঙ্গে হার্দিক পান্ডিয়াও তো রয়েছেন। যিনি বল হাতে প্রভা🅺ব ফেলতে ওস্তাদ।
আরও পড়ুন: এক বছর আগেই মাহি ভাই ইঙ্গিত দিয়েছিলেন, ‘তৈরি থে꧋কো’… অধিনায়কের দায়িত্ব পেয়ে তাই অবাক হননি রুতুরাজ
দুর্বলতা কী?
স্পিনিং বিভাগ নিয়ে চিন্তা: আসন্ন আইপিএলের মঞ্চে নামার আগে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে এ🙈বার কোনও তারকা স্পিনার নেই। পীযূষ চাওলার পর সেভাবে কোনও বড়🧔 স্পিনার নেই এই শিবিরে। শ্রেয়স গোপালকে তারা দলে নিলেও সেই সমস্যাটা পূরণ করতে পারবে না।