শনিবার একানা স্টেডিয়ামে শিখর ধাওয়ানের সঙ্গে নিকোলাস পুরানকে টস করতে নামতে দেখেই দু'টি আশঙ্কার উদয় হয় ক্রিকেটপ্রেমীদের মনে। প্রথমত, লোকেশ রাহুলের চোট রয়েছে কিনা সেই বিষয়ে খোঁজখবর নেওয়া শুরু হয়ে যায়। দ্বিতীয়ত, লখনউ এক ম্যাচ হেরেই লোকেশ রাহুলকে নেতৃত্ব থেকে সরিয়ে দিয়েছে কিনা, সেটা জানতেও আগ্রহ তৈরি হয় সমর্থকদের মধ্যে। তবে টসের সময় ✨নিকোলাস পুরান বিষয়টি খোলসা করেন। জানিয়ে দেন ল🌠োকেশের পঞ্জাব ম্যাচে ক্যাপ্টেন্সি না করার কারণ।
কেন পঞ্জাব কিংসের বিরুদ্ধে লখনউ সুপার জায়ান্টসকে নেতৃত্ব দিতে নামেননি লোকেশ রাহুল:-
আসলে লোকেশ রাহুলকে লখনউ এই ম্যাচে ইমপ্যাক্ট পরিবর্ত হ𓆉িসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। অর্থাৎ, লোকেশকে শুধু ব্যাট ক💎রানো হবে, ফিল্ডিং করানো হবে না। তাঁর বদলে কোনও বোলারকে মাঠে নামানোর সিদ্ধান্ত নেয় সুপার জায়ান্টস।
লোকেশের ক্যাপ্টেন্সি না করা প্রসঙ্গে পুরান কী বলেন:-
টসের পরে পুরান বলেন, ‘লোকেশ চোট সারিয়ে মাঠে ফিরেছে। তাই এমন লম্বা টুর্নামেন্টে🐎 ওকে আমরা একটু বিশ্রাম দিতে চাই। তবে ও আজ ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলবে।’
লোকেশকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেন কে:-
ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম চালু হওয়ার পরে প্রতি ম্যাচেই এই নিয়মের সুবিধা নেয় সব দল। তবে🙈 ক্যাপ্টেনকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে 🅘মাঠে নামানোর ছবি খুব বেশি দেখা যায়নি। লখনউ সুপার জায়ান্টসের কোচ জাস্টিন ল্যাঙ্গার সিদ্ধান্ত নেন লোকেশকে পঞ্জাব ম্যাচে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহার করার।
আরও পড়ুন:- ৯ জন ক্রিকেটার, যাঁরা প্রথম বল♚েই ছয় মেরে IPL কেরিয়ার শুরু করেন
রাহুলকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহার করার কারণ:-
লখনউ সুপার জায়ান্টস এক ঢিলে দুই পাখি মারতে চেয়ে রাহুলকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ꧂ব্যবহার করার সিদ্ধান্ত নেয়।
প্রথমত, লোকেশ রাহুল চোটের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের ไশেষ চারটি ম্যাচে মাঠে নামেননি। বিসিসিআইয়ের তরফে রাহুল ৯০ শতাংশ ফিট ছিলেন বলে জানানো হয়েছিল। পরে আইপিএলের আগে এনসিএ-র ফিট সার্টিফিকেট হাতে পান লোকেশ। লম্বা আইপিএল মরশুমে লোকেশকে তরতাজা রাখতে শুরু থেকেই তাঁর উপর চাপ দিতে চায় না দল। পরের দিকে গুরুত্বপূর্ণ সময়ে💞 রাহুলের সেরা পরিস্থিতিতে থাকা জরুরি বলে মনে হয়েছে এলএসজি-র।
দ্বিতীয়ত, টপ অর্ডারের কোনও ব্যাটসম্যানকে বসিয়ে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে বিশেষজ্ঞ বোলার ব্যবহার করতে হলে লোকেশ রাহুলই সেরা বিকল্প লখনউয়ের। কেননা, মার্কাস স্টইনিস, আয়ুষ বাদোনি ও ক্রুণাল পান্ডিয়া বল করতে পারেন। দেবদূত পাডিক্কাল দুর্দান্ত ফিল্ডার। নিকোলাস পুরান আউটফিল্ডে অসাধারণ। কুইন্টন ডি'ককꦗ কিপার হিসেবে লোকেশ রাহুলের থেকেও উঁচু মানের। সুতরাং, ফিল্ডিং করার সময় এঁদের কাউকে বসানো মানে তাতে♈ আখেরে ক্ষতিই হবে লখনউয়ের।
উল্লেখ্য, রাজস্থান রয়্যালসের বিরুদ্ধ প্রথম ম্যাচে লোকেশ রাহুলই লখনউ সুপার জায়ান্টসকে নে𒈔তৃত্ব দেন। তিনি ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটকিপিংও করেন সেই ম্যাচে।