আন্তর্জাতিক ক্রিকেট হোক বা আইপিএল, প্রথাগত💃 শটে রান সংগ্রহ করেছেন বিস্তর। তবে শিখর ধাওয়ান যে আধুনিক উদ্ভাবনী শট খেলতেও পটু, সেটা বুঝিয়ে দিলে🌼ন আরও একবার। শনিবার একানা স্টেডিয়ামে আইপিএল ২০২৪-এর ১১তম লিগ ম্যাচে সম্মুখসমরে নামে লখনউ সুপার জায়ান্টস ও পঞ্জাব কিংস। সেই ম্যাচেই দুর্দান্ত এক রিভার্স শটে আইপিএলের ইতিহাসে অনবদ্য এক মাইলস্টোন ছুঁয়ে ফেলেন ধাওয়ান।
ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে লখনউ সুপার💟 জায়ান্টস। তারা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৯৯ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। জনি বেয়ার👍স্টোকে নিয়ে পঞ্জাবের হয়ে পালটা ওপেন করতে নামেন ক্যাপ্টেন ধাওয়ান।
এতবড় টার্গেট তাড়া করতে হলে শুরু থেকেই ঝড় তোলা দরকার। ধাওয়ান-বেয়ারস্টো জুটি ঠিক সেই কাজটাই করেন। ইনিংসের তৃতীয় ও🥃ভারে মণিমরন সিদ্ধার্থের বলে ২টি চার ও ১টি ছক্কা মারেন শিখর। ওভারের তৃতীয় ও চতুর্থ বলে মারা ২টি বাউন্ডারি ছিল অত্যন্ত দৃষ্টিনন্দন। তবে ২.৬ ওভারে সিদ্ধার্থকে যে ছক্কাটি মারেন ধাওয়ান, তা পিটারসেন-ম্যাক্সওয়েলদের কথা মনে করিয়ে দেয়।
আরও পড়ুন:- ৯ জন ক্রিকেটার, যাঁরা প্রথম বলেই ছয় মেরে IPL কেরিয়া♓🦂র শুরু করেন
ডানহাতি ব্যাটাররা যেভাবে স্লগ সুইপে বলকে গ্যালারিতে ফেলেন, ধাওয়ান ডেলিভারির আগ✤েই স্টান্স বদলে ডানহাতি ব্য🧸াটারদের মতো দাঁড়িয়ে যান ক্রিজে। সুইচ হিটে বলকে সোজা গ্যালারিতে ফেলেন গব্বর। উল্লেখযোগ্য বিষয় হল, সুইচ হিটের এই ছক্কাটি আইপিএলের সার্বিক ইতিহাসে ধাওয়ানের ১৫০তম ছক্কা।
আইপিএলের ইতিহাসে ১৭তম ক্রিকেটার হিসেবে ১৫০টি ছক্কা হাঁকানোর নজির গড়েন ধাওয়ান। ইন্ডিয়ান প্রিমিয়র লিগে সব থেকে বেশি ছক্কা হাঁকানো ব্যাটসম্যানদের তালিকায় ধাওয়ান পিছনে ফেলে দেন যুবরাজ সিংকে। যুবি আইপিএলের ১৩২টি ম্যাচের ১২৬টি ইনিংসে ব্যাট করতে নেমে ১৪৯টি ছক্কা মেরেছেন। ধাওয়ান ২২০টি আইপিএল ম্যাচের ২১৯টি ইনিংসে ব্যাট🎉 🌃করে দেড়শো ছক্কার মাইলস্টোন টপকান।
শিখর ধাওয়ান এই ম্যাচে ৫০ বলে ৭০ রানের অধিনায়কোচিত ইনিংস খেলে সাজঘরে ফেরেন। তিনি ৭টি চার ও ৩টি ছক্কা মারেন। এই ইনিংসের পরে ইন্ডিয়ান প্রিমিয়র লি🍃গে শিখরের ছক্কার সংখ্যা দাঁড়ায় ১৫২টি।
ইন্ডিয়ান প্রিমিয়র লিগে সর্বাধিক ছক্কা হাঁকানো ব্যাটারদের তালিকায় শিখরের সামনে রয়েছেন ইউসুফ পাঠান। তিনি আইপিএলের ১৭৪টি ম্যাচের ১৫৪টি ইনিংসে ব্যাট করে ১৫৮টি ছক্কা মেরেছেন। সুতরাং, অবিলম্বে এই তালিকায় ইউসুফকে পিছনে ফেলে দিতে পারেন 🀅পঞ্জাব কিংসের অধিনায়ক।