সুপারম্যানের মতোই হাওয়ায় ভেসে এক হাতে খপ করে বল ধরে ফেললেন ফ্যাফ ডু'প্লেসি। সাজঘরে ফিরতে হল মিচেল স্যান্টনারকে। প্রথমে হতবাক হয়ে ফ্যাফের করিশ্মা দেখলেন বিরাট কোহলি। তার পর আর নিজেকে সামলাতে না🀅 পেরে দলের অধিনায়কে꧃র গালে চকাস করে খেয়ে ফেললেন চুমু।
আরও পড়ুন: ভগবানের প্ল্যান… ইউপি-র সতীর্থ যশকে বিশেষ দিনে বার্তা, তাঁকে পাঁচ ছক🧔্কা হাঁকানো রিঙ্কুর
ফ্যাফকে চুমু খেলেন কোহলি
ফ্যাফ ডু'প্লেসির এমন দুরন্ত ক্য়াচ দেখে তখন চোখ কপালে উঠেছে চিন্নাস্বামীতে উপস্থিত প্রত্যেকেরই। ফ্যাফের এমন অবিশ্বাস্য ক্যাচ দেখে তাঁর নামের 🍸আগে কী উপমা বসানো যায়, যখন সবাই সেটা ভাবছে, তখন বিরাট নিজের আবেগ লুকিয়ে রাখতে না পেরে, ফ্যাফের কাছে ছুটে গিয়ে তাঁকে পিছন থেকে জড়িয়ে ধরে চুমুই খেয়ে ফেলেন।
ডু'প্লেসি যখন সুপারম্যান
শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম চেন্নাই সুপার কিংস ম্যা🦹চে ঘটনাটি ঘটেছে। সিএসকে ইনিংসের ১৫তম ওভারের শেষ বলে ঘটে ঘটনাটি। ১৫তম ওভারে বল করতে আসেন মহম্মদ সিরাজ। মিচেল স্যান্টনার জোরে শট হাঁকাতে যান। কিন্তু ঠিক করে ব্যাট-বলে হয়নি। মিড অফে ক্যাচ ওঠে। সেখানে ಌফিল্ডিং করছিলেন ডু'প্লেসি। ৩৯ বছর বয়স হলে কী হবে, ফ্যাফ যে কতটা ফিট, তার প্রমাণ মিলল শনিবার। ডানদিকে লাফিয়ে, নিজের শরীর শূন্যে ভাসিয়ে এক হাতে বলটি ধরে ফেলেন আরসিবি অধিনায়ক। তখন সুপারম্যান বলে মনে হচ্ছিল ডু'প্লেসিকে।
আরও পড়ুন: তিন জন প্রধান প্লেয়ারের চোটইꦰ পার্থক্য গড়ে দিল- প্লে-অফে উঠতে না পারার অজুহাত রুতুরাজের
ফ্যাফের এই ক্যাচ নিঃসন্দেহে আইপিএলের সেরা বললে অত্যুক্তি হবে না। স্যান্টনার নিজেও অবাক হয়ে যান। তিনি হয়তো ভাবতেই পারেননি ফ্যাফ ডু'প্লেসি এই ক্যাচটি ধরে ফেলবেন! যাইহোক ৪ বলে ৩ করে স্যান্টনারকে শেষমেশ ফিরে যেতে হয় প্যাভিলিয়নে। ⛦আর অধিনায়কের এমন ক্যাচ দেখার পর বিরাট কোহলি সহ গোটা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দল উচ্ছ্বাসে ফেটে পড়ে। প্রোটিয়া তারকার রিফ্লেক্স দেখে অবাক গোটা ক্রিকেট মহল।
প্লে-অফে জায়গা করে নিল আরসিবি
ঘরের মাঠে শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারিয়েꦕ আইপিএলের প্লে-অফে উঠল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পর পর ছ’ম্যাচ জিতে অসাধ্যসাধন করেছেন বিরাট কোহলিরা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করে ২১৮ রান করে বেঙ্গালুরু।
প্লে-অফে উঠতে হলে চেন্নাই সুপার কিংসকে ২০০ রানের মধ্যে আটকাতে হত আরসিবি-কে। সেটাই করে দেখান কোহলিদের দলের বোলাররা। এই জয়ের ফলে বেঙ্গালুরুর পৌঁছে যায় ১৪ পয়েন্টে। চেন্নাইয়ের সমান পয়েন্ট হলেও নেট রানরেটের বিচারে প্রথম চার পাকা করে ফেলেন কোহলিরা। শেষ ম্যাচ হেরে আইপিএল থেকে বিদায় নিতে হল গত বারের চ꧋্যাম্পিয়ন সিএসকে-কে।